সুইং সেকশনের
সুইং সেকশনের সকল শ্রমিকগন নিন্মলিখিত নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন। নিডেল ভাঙ্গলে ভাঙ্গা নিডেল পূনাঙ্গ সংগ্রহ করে সুপারভাইজার এর মাধ্যমে ভাঙ্গা নিডেলের স¤পূর্ণ অংশ স্টোর জমা দিয়ে নতুন নিডেল সংগ্রহ করতে হব .প্রতিদিন নিজ কর্মস্থলে কারখানার নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে। মেশিনে কাজ শুরু করার পূর্বে বৈদ্যুতিক সংযোগ সঠিক মতে আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত হয়ে কাজ করতে হবে।মেশিন চালনার পূর্বে মেশিন ভালো ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করে কাজ শুরু করতে হবে।
- মেশিনের মধ্যে পুলি কভার, নির্ডেল গার্ড, আই গার্ড আছে কিনা তা নিশ্চিত হয়ে কাজ করতে হবে।
- মেশিন ত্যাগ করার পূর্বে মেশিনের সুইচ বন্দ করে মেশিন থেকে উঠতে হবে।
- নিডেলের ভাঙ্গা অংশ কোন ভাবেই মেশিনের তৈলের মধ্যে রাখা যাবে না।
- মেশিন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যক্তি গত নিরাপত্তা ব্যবহার করে কাজ করতে হবে।
- সিজার,কাটার শক্ত রশি দিয়ে বেঁধে কাজ করতে হবে।
- কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
- টয়লেটের মধ্যে অযথা গল্প গুজব করে সময় নন্ট করা যাবে না।
- শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
- সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
- কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে,অথবা সরাসরি কমপ্লায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে।
- শ্রমিকগন এমন কোন উশৃংখল আচরন করতে পারবেন না যাহা কারখানার শৃংখলাহানী ও উৎপাদন কাজে ব্যাঘাত ঘটতে পারে।
- সকল সমস্যা অংশগ্রহন কমিটির মাধ্যমে সমাধান করতে হবে।
ওয়ার্ক শপ সেকশনের সকল শ্রমিকগন নিন্মলিখিত নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন
- মেশিনে কাজ শুরুকরার পূর্বে বৈদ্যুতিক সংযোগ সঠিক মতে আছে কিনা তা পরীক্ষা করে নিনিশ্চত হয়ে কাজ করতে হবে।
- মেশিন চালনার পূর্বে মেশিন ভালো ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করে কাজ শুরু করতে হবে।
- মেশিনের মধ্যে পুলি কভার, নির্ডেল গার্ড, আছে কিনা তা নিশ্চিত হয়ে কাজ করতে হবে।
- মেশিন ত্যাগ করার পূর্বে নিডেল গার্ড লাগিয়ে মেশিন থেকে উঠতে হবে।
- কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
- মেশিন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যক্তি গত নিরাপত্তা ব্যবহার করে কাজ করতে হবে।
- নিডেল ভাঙ্গলে ভাঙ্গা নিডেল পূনাঙ্গ সংগ্রহ করে সুপারভাইজার এর মাধ্যমে স্টোর হতে নতুন নিডেল সংগ্রহ করতে হবে।
- শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
- সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
- কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে, অথবা সরাসরি কমপ্লায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে।
আমি এই সাইড থেকে অনেক কিছু জানতে পারলাম । আমি জানতে চাই Foreign Material Control Policy সম্মন্ধে ।
এই সাইট অতান্ত গুরুত্বপূর্ণ গার্মেন্টস কর্মীদের জন্য আমি এর সফলতা কামনা করি
nai