সুইং মেশিন কি
এই সুইং মেশিন কি পলিসি যাতে কারখানার সব জায়গায় ও সকল কর্মকর্তা, কর্মচারীকে কারখানার সাউন্ড সিস্টেম, শ্রমিক প্রতিনিধি, নোটিশ বোর্ড, মিটিং, ট্রেনিং এর মাধ্যমে অবহিত করা হয়। এছাড়াও দ্বায়িত্বপ্রাপ্ত সিনিয়র এক্সিকিউটিভ ও এইচ আর এন্ড কমপ্লাাইন্স অফিসার ও সমাজ কল্যান কর্মকর্তাগন প্রত্যেক সেকশনের মিটিং ও ট্রেনিং এর মাধ্যমে অবহিত করা হয়।
- নিডল গার্ড না থাকায় ভাঙ্গা নিডল আঙ্গুলে ফুটতে পারে।
- অভার লক ও ফ্লাট লকসহ আই গার্ডযুক্ত মেশিনগুলোতে আই গার্ড না থাকলে ভাঙ্গা নিডল চোখে ছিটঁকে গেলে চোখ নষ্ট হতে পারে।
- পুলি কভার মেশিনের মটরের সাথে না থাকলে চুল অথবা জামা কাপড় আটকে র্দূঘটনা হতে পারে।
- চলন্ত মেশিনের ইলেকট্রিক সর্ট সার্কিটের মাধ্যমে অথবা অন্য কোন কারনে মটর পুড়ে অগ্নি র্দূঘটনা ঘটতে পারে।
সূতরাং র্দূঘটনা এড়াতে নিম্নোক্ত বিষয়ে সচেতন হোন-
- মেশিনে বিদ্যুৎ সংযোগ সঠিক আছে কি-না সুইচ অন করে তা নিশ্চিত করতে হবে।
- মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করতে হবে।
- দূর্ঘটনাস এড়ানোর জন্য মেশিনের আই গার্ড, পুলি গার্ড এবং নিডেল গার্ড সঠিক আছে কি-না তা নিশ্চিত করতে হবে।
- কর্মস্থলে ঢিলে-ঢালা পোশাক পরিধান না করা এবং মেয়েদের মাথার চুল খোলা রেখে কাজ না করা।
- নির্দিষ্ট সময়ে কাজ আরম্ভ করতে হবে।
- ড্রেস, মাস্ক ও কোন কমিটির সদস্য হলে তাকে অবশ্যই সংশিষ্ট প্রতীক সম্বলিত ব্যাজ পারতে হবে।
- আপনার আশে-পাশে মেশিনের দিকে লক্ষ্য রেখে নিজের মেশিনটিকেও সোজা রাখতে হবে।
- প্রতিটি অপারেটরকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করতে হবে।
- কাজের সময় এদিক সেদিক বিনা প্রয়োজনে হাঁটাচলা ও অহেতুক ( অপ্রয়োজনীয় ) কথা-বার্তা থেকে বিরত থাকা।
- ফ্লোর ছুটির সময় যাতে মেশিন পরিষ্কার –পরিচ্ছন্ন থাকা ও কাজের সুষ্ঠ পরিবেশ বিরাজ করে ঃ, সে লক্ষ্যে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
- কাজের সময় ভারী অলংকার ব্যবহার না করা ।
- যেখানে সেখানে থুথু ও পানের পিক না ফেলা।
সাপ্তাহিক ছুটি: বাংলাদেশ শ্রম আইন এর ১০৩ ধারা অনুযায়ী, কলকারখানা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একজন কর্মরত শ্রমিক প্রতি সপ্তাহে ১ দিন ছুটি পাবে। অত্র প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্রবার।
Weekly Holiday: As per section 103 of the Bangladesh Labor Law 2006, an adult worker working in any factory will get at least one holiday within a week. Friday is the holiday of this factory.