Select Page

স্যাপামাইন সি এস এন (Sapamine CSN)

ডীসল্ভিং প্রসিডীউরঃ

অটো টেক্সটাইলস স্যাপামাইন সি এস এন Sapamine CSN ডীসল্ভিং প্রসিডীউর এর একটি অংগ প্রতিষ্ঠান যা তৈরী পোশাক শিল্পের প্রক্রিয়ায় নিয়োজিত। এখানে সুতা থেকে কাঁছা/অপ্রক্রিয়াজাত বস্ত্র তৈরী করা হয়।অতঃপর এসব অপরিপক্ব বস্ত্রকে রং এবং আকার দেয়ার জন্য বিভিন্ন ডাইস ও কেমিক্যাল ব্যবহার করা হয়। টেক্সতাইল কারখানা এমন এক শিল্প যেখানে ডাইস ও কেমিক্যালের ব্যবহারকে অগ্রাহ্য বা অস্বীকার করা যায় না।কেমিক্যালের ব্যবহার টেক্সটাইল শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বস্ত্রের মান সরাসরি এর সাথে জড়িত।অতএব মানুষ ও পরিবেশের কল্যাণের দিক বিবেচনা করে ডাইস ও কেমিক্যালের সুব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন একটি সুন্দর ও সুপরিকল্পিত কেমিক্যাল ব্যবস্থাপনা পদ্ধতি বা প্রক্রিয়া। অটো টেক্সটাইলস লিঃ তার অভ্যন্তরীণ ডাইস ও কেমিক্যাল সংশ্লিষ্ট সুচারুরুপে কাজ সম্পন্ন করতে একটি বাস্তবসম্মত, পথনির্দেশিকাসহ,কর্মপ্রক্রিয়া সমন্বিত ও নিয়ম-নীতি সমৄদ্ধ কেমিক্যাল ব্যবস্থাপনা পদ্ধতি প্রনয়ণ করেছে এবং অনুসরণ করে আসছে।

  1. যে ব্যাক্তি সফেনার ডিসল্ভ করবে, সে অবশ্যই হ্যান্ড গ্লাভস, গগস, গাম বুট, (পি.পি.ই) পরে নিবে।
  2. যে ড্রামে সফেনার ডিসল্ভ করবে, সে ড্রাম ভালভাবে ধুয়ে পরিস্কার করে নিতে হবে যাতে পূর্বে গোলানো কোন সফেনার ড্রামে লেগে না থাকে।পূর্বে গোলানো কোন সফেনার ড্রামে লেগে থাকলে সেটা পচে গন্ধ হতে পারে।
  3. ড্রামে ৮০ লিটার, ৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার পানি নিয়ে ড্রামকে স্টাইরিং মটর এর নিচে রাখতে হবে।
  4. তারপর পরিমাপকৃত ১০ কেজি স্যাপামাইন সি এস এন (Sapamine CSN) পার্ল, মগে অথবা স্টিলের বাটিতে করে আস্তে আস্তে ড্রামের মধ্যে ঢালতে হবে এবং স্টাইরিং ফ্যান একটিভ রাখতে হবে।
  5. এখানে উল্লেখ থাকে যে, কোন অবস্থাতেই সম্পূর্ণ সফেনার একবারে ড্রামে ঢালা যাবে না।
  6. সম্পূর্ণ স্যাপামাইন সি এস এন ঢেলে দেওয়ার পর  স্টাইরিং ফ্যান ১৫/২০ মিনিট একটিভ রাখতে হবে।
  7. তারপর ড্রামকে স্টাইরিং ফ্যান থেকে সরিয়ে সুবিধামত জায়গায় স্টোরিং করে ৬ ঘণ্টা রেখে দিতে হবে।
  8. ছয়(৬) ঘণ্টা পর সলুশন কে পুনরায় স্টাইরিং ফ্যানে নিয়ে ১৫/২০ মিনিট  স্টাইরিং করতে হবে।
  9. পুনরায় চেক করতে হবে যে, ড্রামের নিচে কোন তলানি আছে কি না।
  10. ড্রামের মধ্যে কোন দানা বা তলানি না থাকলে ড্রামের সফেনার বাবহারের উপযোগী।
  1. প্রত্যেকটা স্টক সলুশন (সফেনার সলুশন) ২৪ ঘণ্টার মধ্যে ব্যাবহার করতে হবে।২৪ ঘণ্টার মধ্যে ব্যাবহার না করলে পচে গন্ধ হয়ে যেতে পারে।