Select Page

হিট প্রেস মেশিন চালু করার পূর্বে প্রস্তুতিমূলক সতর্কতা

হিট প্রেস মেশিন – পোশাক শিল্পের গুনগতমান বজায় রাখার ক্ষেত্রে একটি ভালো মেশিনের গুরুত্ব অনেক বেশী। তাই মেশিনের রক্ষনাবেক্ষন করার ক্ষেত্রে একটি সুনিদিষ্ট নীতিমালা অনুসরন করে থাকে। নি¤œাক্ত নিয়মে মেশিন রক্ষনা-বেক্ষন করা হয়ে থাকে। মেশিন চালু করার পূর্বে দায়িত্বরত শ্রমিক মেশিন চেক করার পর মেশিন চালু করেন … ফফফফ

  • সার্কিট ব্রেকারে ইলেকট্রিসিটি আছে কিনা তা চেক করা।
  • মেশিনের আর্থিন লাইনের কানেকশন আছে কিনা।
  • মেশিনের ইরেকট্রিক তারের কানেকশন লুজ বা এলোমেলো কি না।
  • এয়ার লাইনে এয়ার প্রেসার আছে কি না।

হিট প্রেস মেশিন চালু করার নিয়মাবলী

  • সার্কিট ব্রেকার অন করা এবং মেশিনের সুইচ অন করা।
  • হিট প্রেস মেশিন চালু অবস্থায় সতর্কতা
  • মেশিনে পর্যাপ্ত পরিমান হিট হয় কিনা।
  • প্রেসার গেজ মিটারে প্রেসার শো করে কি না।
  • টাইমারে টাইম সঠিকভাবে দেয়া আছে কি না।
  • টেম্পারেচার মিটার ঠিক আছে কি না।

কাজ শেষে সতর্কতা ও করণীয়

  • ম্যানুয়াল সুইচ ও সাকির্ট ব্রেকার অফ করতে হবে।
  • ্এয়ার লাইনের ভাল্ব অফ করতে হবে।
  • মেশিনের আশেপাশের সকল ফেব্রিক্স সরিয়ে ফেলতে হবে

সম্ভাব্য দুর্ঘটনাসমূহ

  • অতিরিক্ত হিট হলে ফেব্রিক্সে আগুন ধরে যেতে পারে।
  • ইলেকট্রিক তারে লুজ কন্ডাক্ট থাকলে স্পার্ক হয়ে আগুন ধরতে পারে।
  • তার জয়েন্ট হতে খুলে গিয়ে মেশিনের বডিতে লাগলে বডিতে কারেন্ট হয়ে যেতে পারে

মেশিন  চেক করার নিয়মসূহ নি¤œরুপ :

১.  হিট প্রেস মেশিন লাইন ও সুইচ ঠিক আছে কিনা দেখে মেশিন চালু করা হয়।

২.  মেশিনের কোন যান্ত্রিক ত্রুটি আছে কিনা তাহা পরীক্ষা করে দেখা হয়।

৩.  মেশিনে যদি কোন যান্ত্রিক ত্রুটি  থাকে তাহলে মেশিন বন্ধ রাখা  হয় এবং অবশ্যই টেকনিশিয়ানকে অবহিত করা হয়।

৪.  মেশিন এর সমস্ত ত্রুটি মুক্ত হওয়ার পরে মেশিন চালু করা হয়।

৫.  এছাড়া প্রতি মাসে একবার  মেশিন সার্ভিসিং করা হয় । সার্ভিসিং করার সময় নি¤œর বিষয়গুলো পরীক্ষা করা হয় ঃ

ক.  নিডেল প্লেইড খুলে পরিস্কার করা হয়,

খ.  ফিটডক পরিস্কার করা হয় ,

গ.  মেশিনের পুরনো ওয়েল বা তৈল পরিবর্তন করা হয় ;

ঘ.  মেশিন থ্রেডস্টান লুস বা টিলে থাকলে তা টিক করে দেয়া হয়।

ঙ.  মেশিনে সকল ধরনের সেফটি গার্ড লাগানো আছে কিনা তাহা চেক করা হয়।

৬.  সেফটি গার্ড ব্যবহার করছে কিনা তাহা কমপ্লায়েন্স টিমের সদস্যরা প্রতিনিয়ত চেক করে রিপোর্ট দিয়ে থাকে।

৭.  কাজের সময় অবশ্যই মেশিনের সাথে সর্ম্পৃৃক্ততা বজায় রেখে আতœরক্ষামূলক সরঞ্জামাদি ব্যবহার করছে কিনা তাহা কমপ্লায়েন্স টিমের সদস্যরা নিশ্চিত করে থাকে।

৮.  এই প্রতিষ্টানে মেশিন রক্ষনাবেক্ষনের একটি কমিটি রয়েছে।

৯.  এই কমিটি প্রতি এক-দুইমাস পর পর নিজেদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করে থাকে।

১০. এইচ আর সেকশন এবং কমপ্লায়েন্ম টিমের সদস্যরা প্রয়োজন অনুযায়ী  মেশিন রক্ষনা-বেক্ষনের উপর অভিজ্ঞ ও দায়িত্ববান লোকের মাধ্যমে প্রশিক্ষনের আয়োজন করে থাকে।

১১. মেশিনে যে কোন রকম সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে দায়িত্ব ও কর্তব্যরত মেকানিক্সকে জানানো হয় ।

১২. প্রতিদিন কাজের শেষে মেশিনের পাওয়ার সুইচ অবশ্যই অফ করে ভালোভাবে মেশিন পরিস্কার করে কভার দিয়ে ডেকে রাখা হয় এবং ফিটের নীচে কাপড় বা প্যার্টান দিয়ে রাখা হয় ।ফফফ

সারাংশ

হিট প্রেস মেশিন প্রতিদিন ছুটির শেষে সকল মেশিন অফ করা এবং কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে কিনা সুপারভাইগন ও  সিনিয়র মেকানিক তার পর্যবেক্ষন করে দেখে তারপর ফ্লোর ত্যাগ করেন।