বৈশিষ্ট্য
বেজাইম ইউ এল এক প্রকার হলুদ বর্ণ, গন্ধযুক্ত তরল পদার্থ। ইহা পানিতে অত্যন্ত দ্রবনীয়। ইহা এক প্রকার ব্যাকটেরিয়া।
ব্যবহারের সাবধানতা
পন্যের নিরাপত্তা/পন্য ব্যবহারে সাবধানতা বিষয়ক কিছু তথ্য
- রাবার হ্যান্ড গ্লাভস ব্যাবহার করতে হবে।
- আই প্রটেক্টর গগল্স (চশমা) ব্যাবহার করতে হবে।
- রাবার-বুট অথবা রাবার-জুতা ব্যাবহার করতে হবে।
- ভর্তি কন্টেইনারের মধ্যে যেন কখনই সরাসরি পানি না ঢোকে সেই দিকে খেয়াল রাখতে হবে।
স্থানান্তর বা মজুত করার সময় সতর্কতা মূলক ব্যবস্থা
- কর্মস্থানে উপযুক্ত বাতাসের প্রবাহ থাকতে হবে।
- ব্যাবহারের সময় কোন চাপের ফলে যেন বাষ্পীত’ত না হয়।
- দ্রব্য কোনক্রমেই শুকানো যাবে না।
- ব্যবহারের সময় কোন কারণে মেঝেতে পরে গেলে প্রচুর পরিমান পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
শরীরের কোন স্থানে পরে গেলে করণীয়
- নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করিলে, দ্রুত বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- চোখে লাগলে, সাথে সাথেই চোখ খুলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ সময় ধরে পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- শরীরের কোন স্থানে লাগলে দ্রুত সাবান এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
- যদি কেউ দ্রব্যটি গিলে ফেলে, তবে দ্রুত মুখ এবং গলা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতে হবে এবং প্রচুর পরিমাণ পানি সেবন করতে হবে।
- যদি কারো চর্মরোগ থাকে সেক্ষেত্রে ডাক্তারের সাথে সাক্ষাতের সময় উক্ত দ্রব্যের সতর্কতা মূলক ব্যবস্থাপত্র সাথে নিয়ে যেতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অগ্নি নির্বাপক ব্যবস্থা
- নির্বাপক মাধ্যমঃড্রাই পাউডার, পানি, ফোম, বালু ইত্যাদি।
নির্বাপক কর্মীর নিরাপত্তা
- প্রত্যেক নির্বাপক কর্মীকে সুবিধাজনক গ্লাভস্, বুট, অগ্নি প্রতিরোধক পোশাক পরিধাণ করা উচিৎ।
- পন্যের নিরাপত্তা বিষয়ক অধিক তথ্যাবলি সম্পর্কে জানতে হবে।