Select Page

মালামাল গ্রহন,মজুদ ও রপ্তানী নীতিমালাঃ

তৈরিকৃত মালামালকে মোল্ড মুক্ত রাখার জন্য মালামাল গ্রহন,মজুদকরন ও রপ্তানীর ক্ষেত্রে ক্রেতাদের আচরন বিধি ও নিয়মকানুন অনুসরণ করে একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি মেনে চলে। তা নি¤েœারুপঃ
১. চালান অনুযায়ী মালামাল গ্রহন করা হয়।
২. মালামাল গ্রহন এর সময় স্টোরে নির্ধারিত কোয়ালিটি সেকশনের দায়িত্বশীল কর্মকর্তা কর্তৃক মালামালের আদ্রতা যেসব মালের জন্য প্রযোজ্য যাচাই করা হয় এবং মালামাল সঠিক কিনা তা পূর্ব নির্ধারিত নমুনার সাথে মিলিয়ে মালামাল গ্রহন করা হয়।
৩. অতিরিক্ত আদ্রতা যুক্ত কোন মালামাল ষ্টোর কর্তৃক গ্রহন করা হয় না।
৪. গ্রহনকৃত মালামাল নির্ধারিত কোয়ারেন্টাইন এলাকায় প্যালেট/র‌্যাকে নিদিষ্ট নে রাখা হয়।
৫. মালামাল মজুদ এর সময় মেঝে ও দেয়াল হতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হয়।
৬. ভেজা বা স্যতস্যেতে জায়গা পন্য রাখা হতে বিরত থাকা হয় যদি ভেজা বা স্যাতস্যেতে জায়গা পরিলক্ষিত হয়।
৭. মালামাল জানালা দিয়ে বৃষ্টির পানি বা ছাদ, দেয়াল কোন দিক থেকে পানি আসতে পারে এমন ন হতে দূরে রাখা হয়।
৮. পন্য সংরক্ষন এর সময় নির্দিষ্ট বিন কার্ড এর মাধ্যমে পৃথক পৃথক ভাবে সংরক্ষন করা হয়।
৯. ব্যবহৃত মালামাল ও বতিলকৃত মালামাল পৃথক ভাবে সংরক্ষন করা হয়।
১০. কোন অর্ডার সম্পন্ন হওয়ার পর অতিরিক্ত অবশিষ্ট মালামাল পরবর্তী অর্ডারে ব্যবহার করা হয় এবং অব্যবহৃত মালামাল বিক্রয় করে দেওয়া হয়।
১১. ওয়াশকৃত মালামাল নির্দিষ্ট ট্রলিতে করে সংরক্ষন করা হয় এবং পরে সংশ্লিষ্ট সেকশনে পাঠানো হয়।।
১২. গার্মেন্টস ট্রলিটি নির্দিষ্ট কাপড় দিয়ে আবরিত করে রাখা হয় যাতে ময়লা না লাগে।
১৩. পন্য পরিবহনের সময় গার্মেন্টস গুলো পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে পরিবহন করা হয়।
১৪. পন্য রপ্তানির সময় মালামাল রপ্তানী নীতিমালাঃ অনুসারে নির্দিষ্ট কভার্ড ভ্যান এর ব্যহ্যিক আভ্যন্তরীন অব¯’া পর্যবেক্ষন করা হয়, যেন গাড়ীর কোন অংশ ভেজা, ছিদ্রযুক্ত বা অপরিস্কার আছে কিনা।

ডাইনিং রুম ব্যবহারের নিয়মাবলী

  • লাঞ্চ ও টিফিনের জন্য নির্ধারিত সময়ে ডাইনিং রুমে গিয়ে দুপুরের খাবার ও টিফিন খান।
  • লাঞ্চ ও টিফিনের জন্য নির্ধারিত সময়ের আগে বা পরে খাওয়ার জন্য ডাইনিং রুমে যাবেন না।
  • ডাইনিং রুমে কাপড়ের টুকরা, কাগজ ইত্যাদি ফেলবেন না । খাবারের পরিত্যাক্ত অংশ যতদূর সম্ভব নিজেই পরিস্কার করুন।
  • ডাইনিং রুম ছাড়া অন্য কোথও বসে খাবার খাবেন না।
  • খাবারের আগে ও পরে নির্ধারিত স্থানে বা পানির কলে হাত ধৌত করুন।
  • ব্যবহারের পর পানির কল বন্ধ করুন।