Select Page

রপ্তানীপন্য সংরক্ষনাগার পদ্ধতি

রপ্তানীপন্য সংরক্ষনাগার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ

  • অনুমতি প্রাপ্ত ব্যক্তিরাই কেবল রপ্তানী পণ্য সংরক্ষনাগারে প্রবেশ করতে পারবে।
  • কাজ শেষে পণ্যগার সিলযুক্ত তালা দিয়ে বন্ধ করিতে হবে।
  • পন্যগার খোলা ও বন্ধ কেবল কর্তৃপক্ষের অনুমতি ব্যক্তিরাই করিতে পারিবে।
  • বিনা অনুমতিতে পণ্যগারে প্রবেশ করা যাবে না।
  • পণ্যগারে জমাকৃত মালের হিসাব রাখা হয়।

প্যাকিং এরিয়া নিরাপত্তা নীতিমালা ঃ

  • শুধুমাত্র কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্ত ব্যক্তিরাই প্রবেশ করিতে পারিবে।
  • আইডি বেজ প্রদর্শিত অবস্থায় রাখা।
  • সকল ভিজিটরের আসার সময় যাওয়ার সময় এবং কারণ নিয়ন্ত্রন করা।
  • প্যাকিং এরিয়া কোন প্রকার বিস্ফোরক, ক্ষতিকারক পর্দাথ ইত্যাদি নিয়া যেন না ঢোকে তাহা নিশ্চিত করা।
  • প্যাকিং এরিয়ায় কাজ করার অনুমতি ব্যাক্তিরাই শুধুমাত্র কাজ করতে পারবে।
  • প্রবেশের এবং বাহিরের সময় চেক করবে।
  • প্যাকিং এরিয়াকে নিরাপত্তা জোন হিসাবে চিহ্নিত করে সার্বক্ষনিক নিরাপত্তা বিধান করতে হবে।
  • প্যাকিং সেকশান থেকে ফিনিশড গুডসের মাল নিরাপত্তা রক্ষী কর্তৃক পাহারা দিয়া গুদামজাত করা।
  • প্যাকিং সেকশান থেকে মাল হিসাব করে পন্যগারে গুদামজাত করা (প্রতিদিন ৩ বার)।

নিরাপত্তা রক্ষীর দায়িত্ব ও কর্তব্য

  • অত্র কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা শাখা কর্তৃক নিম্নে বর্ণিত নিদের্শাবলী অনুসরন করতে হবে।
  • বাহির থেকে আগত দর্শনাথীদের প্রবেশ ও কারখানার অভ্যন্তরে চলাফেরা নিয়ন্ত্রন ও নিরাপত্তা নিশ্চিত বিধান করবে।
  • কারখানার প্রধান ফটক সহ বিভিন্ন ফটক সিকিউরিটি পয়েন্ট ও চতুপার্শ্বে ও শিপটে সার্বক্ষনিক বা ২৪ ন্টার জন্য নিরাপত্তা প্রহরী দ্বারা পাহারা নিশ্চিত করবে।
  • কারখানা খোলা ও বন্ধের সময় চাবি সংরক্ষন নীতি বাস্তবায়ন হচ্ছে কিনা তাহা নিশ্চিত করবে।
  • নিয়মিত বা সার্বক্ষনিক প্রহরার মাধ্যমে কারখানার চতুপার্র্শ্বের সীমানার প্রাচীর নিরাপদ আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করবে।
  • নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রহরী ও অন্যান্য কর্মচারীদের নিরাপত্তা মূলক সচেতনতা বৃদ্ধি, দায়িত্ব পালনের গুরুত্ব ও দক্ষতা বৃদ্ধি কল্পে প্রয়োজনীয় প্রশিক্ষনের ব্যবস্থা করবে।
  • কারখানায় প্রবেশ কালে প্রতিটি শ্রমিকদের আই ডি কার্ড ও টাইম কার্ড ও অন্যান্যদের পরিচয় পত্র পরীক্ষা করবে।
  • বাহির থেকে আগত দর্শনার্থীদের প্রবেশ ও কারখানার অভ্যন্তরে চলাফেরা নিষন্ত্রন ও নিরাপত্তা নিশ্চিত বিধান করবে এ ব্যাপারে ডিজিটাল লগ বুক ও ভিজিটর কার্ড রক্ষনাবেক্ষন করবে।
  • কারখানার অভ্যন্তরে অস্থায়ী শ্রমিক/কর্মচারীদের প্রবেশ, নিরাপত্তা ও চলাফেরা নিয়ন্ত্রন করবে।
  • সকল প্রকার যানবাহনের প্রবেশ/বাহির ও নিরাপত্তা নিশ্চিত করবে।
  • কারখানা হইতে বাহিরে মালামাল প্রেরণ ও বাহির হতে ভিতরে আগমন এবং সকল প্রকার লোডিং-আনলোডিং এর নিয়ন্ত্রন ও নিরাপত্তা নিশ্চিত করবে।
  • কারখানায় অগ্নি দূর্ঘটনা সহ অন্যান্য সকল সম্ভাব্য দূর্ঘটনার কারণ অনুসন্ধান পূর্বক প্রয়োজনীয় প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করবে।
  • রক্ষনাবেক্ষন বিভাগের মাধ্যমে নিয়মিত বিদ্যুৎ লাইন, পানির লাইন, গ্যাস লাইন, বয়লার, জেনারেটর ইত্যাদি পর্যবেক্ষন মূলক ব্যবস্থা গ্রহণ করবে।
  • কারখানার অভ্যন্তরে আইন শৃঙ্খলা ও সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত করবে।
  • স্থাীয় পুলিশ, থানা, র‌্যাব অফিস, ফায়ার ষ্টেশন, ওয়াসা, বিদ্যুৎ, মেডিকেল ইত্যাদির ঠিকানা ও ফোন সংগ্রহ পূর্বক যোগাযোগ রাখবে ও বাহিরে জরুরী ফোন সমূহ রাখার ব্যবস্থা নিবে।
  • দূর্ঘটনা, চুরি, ক্ষতি সাধন, অনুনোমোদিত ব্যক্তির সংরক্ষিত এলাকায় প্রবেশ, নাশকতা মূলক কার্যক্রম ইত্যাদি দেখা মাত্র শ্রমিক/কর্মচারীগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে এবং অবহিত করা হচ্ছে কিনা তাহা নিশ্চিত করবে।

সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে রক্ষী কর্তৃক নিম্নলিখিত রেজিষ্টার গুলি রক্ষনা বেক্ষন করবে ঃ

  • সকল সেকশান খোলা ও বন্ধের রেজিষ্টার।
  • ভিজিটর রেজিষ্টার।
  • ভিহাইকেল রেজিষ্টার।
  • কর্মচারী ইন-আউট রেজিষ্টার।
  • শ্রমিক/কর্মচারীদের শর্টলিভ ইন/আউট রেজিষ্টার।
  • শ্রমিক/কর্মচারীদের লাঞ্চে যাওয়ার রেজিষ্টার।
  • মালামাল আসা যাওয়ার রেজিষ্টার।
  • লোডিং এবং আন-লোডিং এ নিয়োজিত ব্যক্তির রেজিষ্টার।
  • কার্পেন্টার, পেইন্টার, নির্মাণ শ্রমিক, পাইপ মিস্ত্রি ও অন্যান্য আনুষঙ্গিক কাজে নিয়োজিত ব্যক্তির রেজিষ্টার।
  • তালা ও চাবি নিয়ন্ত্রন রেজিষ্টার।
  • নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন ও হস্তান্তরের রেজিষ্টার।

উপরোক্ত বিষয়গুলি পর্যবেক্ষণ, তদারকি ও নিয়ন্ত্রন করার জন্য নিম্নলিখিত ব্যক্তিবর্গ সদা প্রস্তুত থাকবে।