Select Page

সিকিউরিটি কন্ট্রোল প্রবেশাধিকার

  • প্রবেশকালীন সময়ে ব্যক্তির নাম, ঠিকানা আসার কারণ, প্রবেশ ও বাহির সময় বাহনের নাম, নাম্বার ইত্যাদি রেজিষ্টারে সংরক্ষন করে স্বাক্ষর নিতে হবে।
  • কোন মাল পত্র বা জিনিস পত্র থাকলে তাহা চেকের আওতায় আনতে হবে।
  • চেক করার সময়দি কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন জিনিস পাওয়া যায় তাহা সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • কোন ব্যক্তির প্রতি সন্দেহ হইলে তাহাকে চ্যালেঞ্জ করতে হবে এবং এসকট বা প্রহরা দিয়ে নিদির্ষ্ট জায়গায় নির্দিষ্ট ব্যক্তির নিকট পৌঁছা দিতে হবে।
  • ভিজিটর পাস বা অন্য কোন পাস যদি থাকে তাহা হইলে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে।
  • কোন অপরিচিত লোক যদি গেটের সামনে সন্দেহজনক চলাফেরা করে তাহাকে চ্যালেঞ্জ করতে হবে।
  • শ্রমিক কর্মচারীকে নিরাপত্তার স্বার্থে চেকের আওতায় আনা নিশ্চিত করতে হবে।

সিকিউরিটির দায়িত্ব হস্তান্তর

  • যখন কোন সিকিউরিটি দায়িত্ব শেষ হয় তখন ঐ সময় ডিউটিতে আসা নিরাপত্তা রক্ষিকে সমস্ত দায়িত্ব বুঝে দেওয়া।
  • দায়িত্ব বুঝে নেওয়ার এবং দেওয়ার সময় নিরাপত্তা কাজে ব্যবহৃত সকল জিনিস পত্র রেজিষ্টার এবং কারখানার সার্বিক অবস্থা নিশ্চিত করা।

নিরাপত্তা রক্ষীর সংখ্যা, সময় এবং শিফট

নিরাপত্তা রক্ষীর রোষ্টার ডিউটি মেইনটেইন করা হয়।

অ  শিফট = সকাল ৬ টা হইতে দুপুর ২ টা পর্যন্ত

শিফট = দুপুর ২ টা হইতে রাত ১০ টা পর্যন্ত

শিফট = রাত ১০ টা হইতে সকাল ৬ টা পর্যন্ত

প্রতিজন সিকিউরিটি ৮ ঘন্টা করে দায়িত্ব পালন করে।

দায়িত্ব পালনের রেজিষ্টার মেইনট্যাইন করা হয়।

নিরাপত্তা রক্ষীদের বায়োডাটা সংগ্রহ রাখা হয়।

নিরাপত্তা রক্ষীদের কোম্পানী সহিত চুক্তি সংগ্রহে রাখা।