প্যাকিং লোডিং এবং আনলোডিং এলাকার নিরাপত্তা রক্ষীর দায়িত্ব ও কর্তব্য
মাল উঠানো ও নামানোর এলাকায় অন্য কোন গাড়ী ও ব্যক্তিগত গাড়ী রাখা যাবে না। লোডিং-আন লোডিং এবং প্যাকিং এলাকা অন্যান্য এলাকা থেকে চিহ্নিত থাকবে এবং সম্পূর্ন ভাবে পৃথক ও সংরক্ষিত থাকবে। অন্য গাড়ী ও ব্যক্তিগত গাড়ী রাখার স্থান অবশ্যই মাল উঠানো ও নামানোর এলাকা থেকে পৃথক হবে। অত্র এলাকায় বাহ্যিক ও দৃশ্যমান বেড়া ও নিরাপত্তা কর্মী দ্বারা বেষ্টিত থাকবে, যেন কোন অননুমোদিত ব্যাক্তি অত্র এলাকায় প্রবেশ করতে না পারে এবং তা পন্য ও কনটেইনারের নিরাপত্তা নিশ্চিত করবে। অত্র এলাকা “সংরক্ষি এলাকা ও অননুমোদিত ব্যাক্তির প্রবেশ নিষিদ্ধ” এলাকা হিসেবে ব্যবহৃত হবে। যৌথ ভাবে বাহ্যিক ও দৃশ্যমান বেড়া এবং নিরাপত্তা কর্মী এর নিরাপত্তা নিশ্চিত করবে। …
- লোডিং-আন লোডিং এবং প্যাকিং এলাকায় কারখানা চলাকালীন সময়ে সার্বক্ষনিক নিরাপত্তা প্রহরী নিযুক্ত থাকবে।
- লোডিং এন্ড আন-লোডিং এরিয়া বাহ্যিক নিরাপত্তা তদারকির অধীনে রাখতে হবে। উক্ত প্রহরীগন উক্ত এলাকায় সকল প্রকার দ্রব্য সামগ্রী ও ব্যক্তিবর্গের যাতায়াত নিয়ন্ত্রন করবে।
- কোন প্রকার অনুনোমোদিত দ্রব্য সামগ্রী বা ব্যক্তিবর্গ প্যাকিং – লোডিং এবং আনলোডিং এরিয়ায় প্রবেশ করতে না পারে তারা সে দিকে দৃষ্টি রাখবে এছাড়া ও প্যাকিং-লোডিং এবং আনলোডিং কর্মকর্ত সুপার ভাইজার বা ইনচার্জগন ও সতর্ক দৃষ্টি রাখবে।
- প্যাকিং ও লোডিং এরিয়াতে যে সকল ব্যক্তিবর্গ ও শ্রমিকগন দায়িত্বে নিয়োজিত আছে তাদেরকে এমনভাবে নিরাপত্তা মুলক প্রশিক্ষন বা ধারণা প্রদান করতে হবে তারা উক্ত এলাকায় যে কোন অনুনোমোদিত ব্যাক্তি বা দ্রব্য সামগ্রী প্রবেশের বৈধতা চ্যালেঞ্জ করতে পারে।
- অননুমোদিত ব্যক্তি ব্যতিত লোডিং / আনলোডিং এরিয়ায় সকল প্রবেশ পথ বিধিনিষেধকৃত হতে হবে। অত্র এলাকায় প্রবেশের ব্যাপারে অনুনোমোদিত ব্যাক্তি বর্গের তালিকা ফ্যাক্টিরীর প্রাচীরে প্রদর্শিত অবস্থায় থাকবে।
- অত্র এলাকায় দায়িত্বে নিয়োজিত বহিরাগত সকল শ্রমিক / অতিথিগনকে অবশ্যই ভিজিটর কার্ড প্রদান করতে হবে এবং তাদের ইন-আউট টাইম রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে। এছাড়াও তাদের গতিবিধি ও কার্যাদি উক্ত এলাকায় দায়িত্বরত নিরাপত্তা প্রহরী গন লক্ষ্য রাখবে এবং যথাযথভাবে কতৃপক্ষের নিকট মনিটরিং করবে।
- লোডিং এবং আনলোডিং এর সময় কোন গাড়ির চালক সেখানে থাকবে না।
প্যাকিং নিরাপত্তা পলিসি
লোডিং / আনলোডিং এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) এর তদারকীর অধীনে রাখতে হবে এবং রেকর্ড করা যন্ত্রের দ্বারা রেকর্ড করতে হবে। প্যাকিং সেকশন সি,সি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রীত।
- প্যাকিং এলাকা সংরক্ষিত এলাকা।
- যে কোন কন্টেইনার উঠানোর পুর্বে নিম্মলিখিত বিষয় বিবেচনা করতে হবে: সহজে সাধারনের প্রবেশ নিষেধ।
- সমাপনী পন্য অবশ্যই মেটাল ডিক্টেটর দ্বারা চেক করা হয়।
- প্যাকিং কর্মচারীদের সকল তথ্য সংরক্ষিত করা হয়।
- প্যাকিং / অন্য কোন শাখা হইতে কোন কর্মচারী বাহির থেকে পুনরায় প্রবেশের পূর্বে অবশ্যই চেক করে প্রবেশের অনুমতি প্রদান করা হয়।
- বাহির থেকে কোন ভিজিটর/কর্মকর্তা /কর্মচারী/ শ্রমিক প্যাকিং সেকশান প্রবেশ করতে চাইলে তাহার নাম নিবন্ধন পূর্বক তাকে/তাহাকে চেক করার পর প্রবেশের অনুমতি প্রদান করা হয়।
- কন্টেইনারের অবস্থা। প্যাকিং সেকশনের সকল নিরাপত্তার ব্যাপারে সর্বদা সজাগ এবং সি,সি, টিভিতে রেকডিং এবং তা তাদারকির জন্য নিরাপত্তা রক্ষী নিয়োজিত থাকে।
- পরিবহনের ফিটনেস ও ট্যাক্স টোকেন। প্যাকিং শাখার কর্মীদের স্বতন্ত্র ইউনিফর্ম পরিধান করিতে হয়।
- প্যাকিং শাখার কর্মীদের নাম, কোড নং সহ ছবি দেয়ালে লাগিয়ে রাখতে হবে।
পরিবেশ নিরাপত্তা পলিসি ঃ
লোডিং ও আনলোডিং এর সময় কন্টেইনারের সকল লেবেল ও সীল পরীক্ষা করতে হবে। আমাদের কর্তৃপক্ষ পরিবেশের নিরাপত্তা বিষয়ক নীতি মালা মানিয়া চলিতে বদ্ধ পরিকর।
- কন্টেইনারের লোডিং ও আনলোডিং নিরাপত্তা কর্মী কর্তৃক চেক ও রক্ষা করতে হবে। যেহেতু আমাদের শিল্প পোষাক শিল্প, সেখান থেকে পরিশিষ্ট জুট/ওয়েষ্টিজ বের হয়, সেটা আমরা স্থানীয় ক্রেতার কাছে বিক্রয় করে থাকি।
- আমাদের কারখানায় পরিত্যক্ত টিউব, হেঙ্গার, পলিব্যাগ ইত্যাদি দ্রব্য গুলো সু-নিদিষ্ট কারখানা /দোকান/প্রতিষ্ঠানে চালানের মাধ্যমে ফেরত দেওয়া হয়।
- লোডিং এর সুপারিশকৃত সীল দ্বারা কন্টেইনার সীল করতে হবে। কারখানার চারপাশ পরিস্কার পরিছন্ন রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপারে আমরা বদ্ধ পরিকর।ফফফ