Select Page

C-TPAT নিরাপত্তা প্রহরীদের প্রশিক্ষন পলিসি

নিরাপত্তা প্রহরীদের প্রশিক্ষন পলিসি কেমন হওয়া উচিত নিম্নে তা আলোচনা করা হলো

  • সর্বদা নিরাপত্তা প্রহরীদের আইডি কার্ড থাকতে হবে।
  • ভিজিটর আসলে তাদের নাম, ঠিকানা এবং আগমনের কারণ জানতে হবে। ভিজিটরের নিজস্ব আইডি কার্ড দেখতে হবে কার কাছে এসেছে জানতে হবে।
  • কোন সন্দেহ জনক ব্যক্তিকে দেখলে তাকে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে অস্বাভাবিক আচরন করলে তাবে চ্যালেঞ্জ করতে হবে।
  • আই ডি, কার্ড ছাড়া কোন ব্যাক্তিকে কারখানার আসে পাশে ঘুরাফেরা করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন আসছে ? কেন ঘরা ফেরা করছে ?
  • চাকুরী থেকে চলে গেছে এ ধরনের কোন শ্রমিককে কারখানার আসে পাশে বার বার ঘুরা ফেরা করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তার ঘুরাফেরার কারণ কি জানতে হবে।
  • কোন দূর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানতে হবে।
  • প্রয়োজন বোধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিতে হবে।
  • ভিজিটরদের ভিজিটর কার্ড দিতে হবে। রেজিষ্টারে নাম লিখতে হবে।
  • আগন্তককে স্কট দিয়ে নিয়ে আসতে হবে এবং যতক্ষন কারখানায় থাকে ততক্ষন পাহারা দিতে হবে।
  • ভিজিটরকে কোম্পানীর আইডি কার্র্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না।
  • আগন্তকের সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ।

জরুরী টেলিফোন নম্বর

ফায়ার সার্ভিস ঃ

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন কক্ষ          ঃ ৮১১১৫০, ৮১১১৫২,-৩

ফায়ার সার্ভিস বন্দর                         ঃ ৬৩০৩৪০

ফায়ার সার্ভিস ই,পি,জেড              ঃ ৮০০৮১৯

ফায়ার সার্ভিস বন্দর                         ঃ ৮১০৩৩৯

ফায়ার সার্ভিস সরাসরি                   ঃ ১৯৯

ফায়ার সার্ভিস এ্যাবুলন্স                 ঃ  ৭১৩৬২৬-৭, ৫০৫০৫০

হাসপাতাল ঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ            ঃ ৬৫৯৪৩৫-৭, পিএবি এক্স

ঘাসফুল হেল্থ সেন্টার                   ঃ ৭১৪৫১৯

চট্টগ্রাম হেল্থ কেয়ার                     ঃ ৬৫৩৯৬৫, ৬৫২৭২৮

মেমন মাতৃসদন                          ঃ ৬১৭১৬৯

মেরিস্টোপ                          ঃ ৬৫৩৮৯৩, ৬৫৩১৫৫

গন্ধানী চমেক ব্লাড ব্যাংক                        ঃ ৬১৬৮৯১-৪

পুলিশ প্রশাসন ঃ

পুলিশ হেল্প লাইন                         ঃ ৯৯৯

ডবল মুরিং থানা                            ঃ ৭১৫৭৮২-৩

বন্দর থানা                                      ঃ ৭২৮২৮৮

বিজিএমইএ পুলিশ টিম                              ঃ ৬৩৯০২২

র‌্যাব চট্টগ্রাম (৭)                            ঃ ৮০০০৭২

পতেঙ্গা থানা                                    ঃ ২৫০০০২৬

বিজিএমইএ                                      ঃ ৭১১৬৮১-৩

আগ্রাবাদ বিদ্যুৎ অফিস                              ঃ ৭১২২০০

ই,পি,জেড বিদ্যুৎ অফিস                            ঃ ৭৪০৪২২

চট্টগ্রাম ওয়াসা                                ঃ ৬১৬৫৯২

বাখরাবাদ গ্যাস                                               ঃ ৬৩১০৪২, ৬৩০১৬৯