হাউজ কিপিংনিরাপত্তা কি ?
আমাদের ফ্যাক্টরীর নিরাপত্তা নীতিগুলোর মধ্যে রয়েছে ঃ অগ্নি নিরাপত্তা, পরিচ্ছন্নতা নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, হাউজ কিপিং এবং পরিস্কার পরিচ্ছন্নতা। সুপ্রিয় শ্রমিক ভাই ও বোনেরা এবং সম্মানিত স্টাফগণ, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের অটো গ্রুপ, সেই সাথে আমাদের এইচ আর এন্ড কমপ্লাইন্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।এটাও পরতে পারেন
- সুপ্রিয় শ্রমিক ভাই ও বোনেরা এবং সম্মানিত স্টাফগণ, আমাদের ফ্যাক্টরীতে কিছু নিয়ম-কানুন রয়েছে। আর ফ্যাক্টরীর নিরাপত্তার স্বার্থে, প্রডাকশনের স্বার্থে, সেই সাথে আমাদের ব্যাক্তিগত নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে হাউজ কিপিং এর নিয়মনীতিগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।
- মেশিন পরিচালনার সময় কোন অবস্থাতেই অন্যমনস্ক বা অমনোযোগী হওয়া যাবে না এবং অযথা অন্যের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন এবং দূর্ঘটনা থেকে মুক্ত থাকবেন।
- আপনার মেশিনে কোন সমস্যা দেখা দিলে দেরী না করে সঙ্গে সঙ্গে আপনার ফ্লোরের দায়িত্বপ্রাপ্ত নিকসসের সাথে যোগাযোগ করবেন এবং সেটা ভালোভাবে মেরামত করে নিবেন।
- যারা সুইং মেশিনে কাজ করেন তারা মেশিন ব্যবহারের পূর্বে সেফটি গার্ড ও নিডেল গার্ড চেক করবেন।
- ওভারলক মেশিন ব্যবহারের সময় মুখোশ ব্যবহার করবেন ও সেফটি গ্লাস নামিয়ে কাজ করবেন।
- ভেজা হাত দিয়ে কখনও মেশিনের সুইচ অন বা অফ করবেন না।
- এবং বিদ্যুত চলে গেলে সাথে সাথে আপনার মেশিনের সুইচটি বন্ধ করে দিবেন।কাজের সময় হাউজ কিপিং এর নিয়মাবলী যথাযথভাবে অনুসরন করতে হবে।
- যারা বাটন এরিয়ায় বা সেকশনে কাজ করেন তারা লক্ষ্য রাখবেন যেন কোন বাটন নিচে পড়ে না থাকে । কারন এ বাটনগুলোর মধ্যে কিছু বাটন থাকে অত্যন্ত সুক্ষè যেগুলো পায়ে ফুটে যে কেউ গুরুতর আহত হতে পারে।
- কাজের সময় অবশ্যই আপনারা কাটার, সিজার, ভোমর, টিনের প্যাটার্ন ইত্যাদি নন-ইলাস্টিক ড্রসটিং দ্বারা বেঁধে কাজ করবেন। কারন এগুলো অনেক ধারালো জিনিস। এগুলো ভালোভাবে বেঁধে কাজ না করলে এগুলো থেকে যে কোন মুহূর্তে আপনার হাত পা কেটে যেতে পারে বা অন্য যে কোন দুর্ঘটনা ঘটতে পারে।
- যারা থ্রেড সাকিং মেশিনে কাজ করছেন তারা অবশ্যই কানে এয়ার প্লাগ পড়ে নিবেন। কারন এয়ার প্লাগ না পড়লে থ্রেড সাকিং মেশিনের অত্যধিক শব্দে আপনার কানে নানা ধরনের সমস্যা হতে পারে। এমনকি আপনার শ্রবনশক্তি কমে যেতে পারে এবং আপনি বধির হয়ে যেতে পারেন।
- যারা আয়রন সেকশনে কাজ করছেন- সকল আয়রন ম্যান-আপনারা হাতে হাত মোজা, পায়ের নীচে রাবার ম্যাট ও রেস্টিং প্লেট ব্যবহার করে কাজ করবেন। আপনার আয়রন টেবিলের কাপড় বা কাভার পরিস্কার আছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। প্রায়ই লক্ষ্য করা যায় যে, আপনারা যখন লাঞ্চ করতে যান বা অন্যত্র যান তখন আপনাদের গরম আয়রনটি রেস্টিং প্লেটে না রেখে অসতর্কভাবে রেখে চলে যান। আপনারা অবশ্যই এ ধরনের আচরন থেকে বিরত থাকবেন। আপনাদের আয়রনটি আয়ডল অবস্থায় থাকলে সেটি অবশ্যই রেস্টিং প্লেটে রাখবেন এবং যে কোন অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়িয়ে চলবেন।
- যারা কাটিং সেকশনে কাজ করেন তারা জানেন যে, কাটিংয়ে প্রচুর ধুলাবালি বিরাজ করে। এই ধুলাবালি আপনার নিশ্বাসের সাথে দেহের ভিতর প্রবেশ করে বিভিন্ন প্রকার রোগ হতে পারে যেমন-হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি। তাই এই ধুলাবালি থেকে আত্মরক্ষার জন্য আপনারা অবশ্যই মুখে মাস্ক পরিধান করে কাজ করবেন।
- কাটিংয়ে যারা কাটার ম্যান আছেন আপনারাও মুখে মাস্ক পরিধান করবেন এবং অবশ্যই হাতে স্টিলের হাত মোজা ব্যবহার করবেন। কারন কাটার মেশিনের ধাঁরালো ব্লেড অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
- কাটিং মেশিন দিয়ে কাজ করার সময় অন্যমনস্ক বা অমনোযোগী হওয়া যাবে না এবং পাশের কোন সহকর্মীর সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
- যারা এমব্রয়ডারী মেশিন অপারেটর আছেন আপনারা ভেজা হাতে মেশিন পরিচালনা হতে বিরত থাকবেন এবং মেশিন চলাকালীন অবস্থায় সকলেই কানে ইয়ার প্লাগ ব্যবহার করবেন।
- যারা প্যাকিং বা সিটি-প্যাট-এ কাজ করছেন- আপনারা সমস্ত প্রকার ধাতব বস্তু যেমন: কাটার, সিজার, ষ্ট্যাপলারের পিন, টিনের প্যাটার্ন, চুলের ক্লিপ ও গহনা নিয়ে প্রবেশ এবং ব্যবহার থেকে বিরত থাকবেন।
- কাজের সময় সকল শ্রমিক বোনেরা-আপনারা চুল ছেড়ে না রেখে সুন্দরভাবে বেঁধে কাজ করবেন।