শুল্ক আইন মেনে চলার নীতি
শুল্ক আইন মেনে চলার নীতিসমূহ নিম্নরূপ
- ফ্যাশনস্ লিমিটেড একটি ১০০% রপ্তানীমূখী পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। শুল্কের আইন অনুসরন (ঈঁংঃড়সং ঈড়সঢ়ষরধহপব): আমাদের শিল্প প্রতিষ্ঠানে আমরা শুল্ক আইন এর প্রয়োগ ও শুল্ক আইন মোতাবেক প্রতিটি তৈরী পোষাকের চালান জাহাজীকরন এবং সকল প্রকার শুল্ক আইনের যথাযথভাবে প্রয়োগ এবং তা মেনে চলি। বিশেষকরে বেআইনি ট্রানসশিপমেন্ট সংক্রান্ত সকল আইন এবং বিধি সমূহ মেনে চলি। ফ্যাশনস্ লিমিটেড কর্তৃপক্ষ আইন মেনে চলার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করিয়া থাকেন।
- পোষাক সামগ্রীর বে-আইনী স্থানান্তরীকরণের সকল প্রকার শুল্ক আইনের ব্যবহার নিশ্চিত করে এবং তার নথি পত্র সংরক্ষণ করিয়া থাকেন।
- এর উৎপাদন প্রতি স্টাইলের ভিত্তিতে পর্যবেক্ষণ করা হয়।
- দেশের উৎপন্ন সকল সরবরাহের জন্য নথিগুলো চিহ্নিত করা হয়, যেমন উৎপাদন, মাল স্থানান্তর, নথিগুলোর সত্যতা, মান নিয়ন্ত্রণের নথিগুলো এবং পৃথক পৃথক কার্যমূল্যের বিবরণ।
- চলমান অবস্থানে উৎপাদন এবং চুক্তিবদ্ধ কাজের ভিত্তিতে উৎপাদন পর্যবেক্ষন করা হয়।
- কোম্পানী একটি যন্ত্রপাতির তালিকা সংরক্ষণ করে এবং বছরে একবার এটি বর্তমান সময়ের ভিত্তিতে চূড়ান্ত করে। কার্য চলাকালীন সময়ে (যথাযথ নিয়ন্ত্রণকারী সরকারী সংস্থা) সম্ভাব্য বে-আইনী কার্যক্রম জানায়।
- দেশের উৎপন্ন নিশ্চিত করার লক্ষ্যে (বিশেষত্ব কর্মীবগের সন্নিবেশিত করা পদ্ধতি যেমন আমদানীকারকের নথির দাখিল করার ধরন এবং নিয়মানুযায়ী দেশে উৎপন্ন দ্রব্যের ইউ.এস শুল্ক সার্ভিস এর নিকট আবেদনের নির্দেশিকা, সুনির্দিষ্ট ধরণের দ্রব্য এবঙ দেশে উৎপাদনের প্রশিক্ষণ আছে।
- কোম্পানীর উৎপাদিত দ্রব্যগুলো কারখানায় অন্যায়ভাবে উৎপাদন, পরিবর্তন করা বা যে কোন উপায়ে প্রতিস্থাপন করা হয় না তা নিশ্চিত করে।
কর্তৃপক্ষ