গার্মেন্টস পরিচালনা পদ্ধতি
গার্মেন্টস পরিচালনা -অদ্য বিকেল ২.৩০ মিনিটে ফ্যাশনস লিমিটেড এর কনফারেন্স কক্ষে বায়ার উৎপাদন প্রক্রিয়া নিয়ে এক জরূরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফ্যাশনস লিঃ এর মাননীয় মহাব্যবস্থাপক জনাব হানিউর । যে সকল বিষযগুলো সভায় আলোচনা করা হয় তা নিম্নে তুলে ধরা হলো ঃ
- স্টোর ইনভেন্টরি ঃ স্টোরের ইনভেন্টরি ১০০% সঠিক থাকতে হবে। ফেব্রিক্স, এক্সেসোরিস সবকিছু প্রযোজনমত আছে কিনা তা খেয়াল রাখতে হবে এবং অন্যান্য সেকশনের সকল ইনচার্জ যথাসময়ে রিপোর্ট করতে হবে।
- স্টোরের রির্পোটের সাথে সাথে কাটিং প্রোডাকশন, স্যাম্পল সবার একই রির্পোট হতে হবে। কোন প্রকার এলোমেলো রির্পোট হওয়া চলবে না।
- প্রোডাকশনের স্বার্থে সবাইকে সবদিকে ১০০% সচেতন থাকতে হবে। কোন প্রকার গাফলতী গ্রহন করা হবে না। তবে কোন ধরনের গালিগালজ, ভয়ভীতি, ইত্যাদি করা যাবে না। শ্রমিকদের বুঝিয়ে তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে।
- উৎপাদনের লক্ষ্যমাত্রা ঃ প্রোডাকশনের স্বার্থে সবাইকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের মানসিকতা গড়ে তুলতে হবে। ইনপুট সঠিকভাবে এবং ধারাবাহিক ভাবে হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। আগামীকাল কি কি ইনপুট হবে তা আগের দিনই কাটিং সেকশন কে অবহিত করতে হবে। যাতে উৎপাদনের ব্যঘাত না ঘটে। এবং যথাসময়ে যাতে শিপমেন্ট দিতে পারি সে ব্যাপারে সবাইকে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।
- কোয়ালিটি ঃ উৎপাদনের সময় উৎপাদিত পণ্যের সঠিক মান যাতে বজায় থাকে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। যেহেতু কমটেক্র আমাদের প্রথম বায়ার সেহেতু তাদের পণ্যের মান ভালো থাকলে ভবিষ্যতে আরো বেশি বেশি অর্ডার পাওয়া যাবে
- পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার সভার সমাপ্তি ঘোষনা করেন।