Workers’ Interview On Forced Labor Policy
সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার) আপনাকে দিয়ে কাজ করানো হয় কি ? -,
প্রয়োজনে যে কোন ধরনের ছুটি নিতে আপনি কি বাঁধাপ্রাপ্ত হন ?
গর্ভবতী মহিলাকে হালকা কাজ দেয়া হয় কি ?
টয়লেট ব্যবহারের ক্ষেত্রে কোন বিধি নিষেধ আরোপ করা হয় কি ?
কারখানায় যে জবরদসিÍমূলক শ্রম বিরোধী নীতিমালা আছে সে সম্পর্কে আপনি জানেন কি ?
কারখানার অভ্যন্তরে জবরদস্তিমূলক শ্রম বিরোধী নীতিমালার কার্যক্রম সম্পর্কে আপনি জানেন কি ?
আপনার ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়া হয় কি ?
কাজ আদায়ের জন্য আপনার প্রতি চাপ বা বল প্রয়োগ করা হয় কি ?
আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি জব্দ করা হয়েছে কি ?
আপনার ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ জোর করে আপনাকে দিয়ে ওভারটাইম করানো হয় কি ?
কারখানার অভ্যন্তরে জবরদস্তিমূলক শ্রম বিরোধী নীতিমালা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম (মিটিং, ট্রেনিং, পি, এ সিষ্টেম এ্যানাউন্সমেন্ট, নোটিশ বোর্ড ইত্যাদি) থেকে আপনারা কি এ সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন বা সচেতন হতে পারছেন ?
অত্র কোম্পানীতে কাজ করে আপনি কি সন্তুষ্ট ?