নিরাপত্তামূলক সরঞ্জামাদির ব্যবহারবিধি
নিরাপদ কর্মক্ষেত্রে গড়ে তুলার জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক সরঞ্জামাদি ব্যবহার করতে হবে। ফ্যাশন ইন্ডাষ্ট্রি লিমিটেড নিরাপত্তামূলক সরঞ্জামাদির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নিন্মোক্ত পদক্ষেপ গ্রহন করেছে ঃ-
০১। যে সমস্ত মেশিনে নিডল গার্ড ব্যবহার করা হয়, সে সমস্ত মেশিনে নিডল গার্ড লাগানো হয়েছে।০২। অপারেটরগন নিশ্চিত করবে তাদের মেশিনে নিডল গার্ড লাগানো আছে। যদি কোন মেশিনে নিডল গার্ড লাগানো না থাকে অপারেটর সাথে সাথে সুপারভাইজার ও মেকানিকের দৃষ্টি আকর্ষন করবে। মেকানিকগন তাৎক্ষনিক নিডল গার্ড প্রতিস্থাপন করে দিবেন।০৩। প্রতিটি ওভারলক, ফ্ল্যাটলক ও অন্যান্য কিছু মেশিনে আইগার্ড ব্যবহার করা হয়। যদি কোন মেশিনে আইগার্ড না থাকে বা ভেঙ্গে যায় তবে সাথে সাথে সুপারভাইজার ও মেকানিককে জানাতে হবে। মেকানিক তাৎক্ষনিকভাবে আইগার্ড প্রতিস্থাপন করে দিবে।০৪। নিডল গার্ড ও আইগার্ড ব্যতিত মেশিন চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।০৫। প্রতিটি মেশিনের সাথে মটর পুলি থাকে এবং এই পুলি একটি রাবার দ্বারা মেশিনকে পরিচালনা করে। অনেক সময় এই রাবারে ওড়না বা চুল পেচিয়ে দুর্ঘটনা ঘটে থাকে, তাই এই পুলি এবং রাবার কভার দ্বারা আবৃত থাকে। যদি কোন মেশিনে পুলি কভার না থাকে তবে সাথে সাথে মেকানিক বা ইলেক্ট্রিশিয়ানকে জানিয়ে তা প্রতিস্থাপন করে নিতে হবে।০৬। সাধারণত ওভারলক ও ফ্ল্যাটলক মেশিন দ্বারা কাপড় সেলাই করার সময় একধরনের হাল্কা ময়লা বের হয়, যা সহজেই স্বাসপ্রস্বাসের মাধম্যে শরীরে প্রবেশ করে থাকে। পরবর্তীতে দেখা দেয় স্বাসকষ্ট, যক্ষা ও ক্যানসারের মতো মারাত্মক রোগ। সম্ভাব্য এ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি অপারেটর ও হেলপারকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করে কাজ করতে হবে।০৭। কাটিং মেশিন দ্বারা ফেব্রিক কাটার সময়ও ময়লা বের হয়, তাই কাপড় কাটার সময় কাটিংম্যানদেরও মাস্ক পরিধান করতে হবে।০৮। এক ধরনের ধারালো ছুরি দ্বারা ফেব্রিক কাটিং করা হয়, ফলে অসাবধানতাবশতঃ অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাটিং মেশিন দ্বারা কাজ করার সময় অবশ্যই মেটাল হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। ০৯। থিনার এক ধরনের দাহ্য কেমিক্যাল। থিনার রুমে কাজ করার সময় অবশ্যই কেমিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। থিনার রুমে কোন মহিলা বিশেষ করে গর্ভবতী মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।১০। থ্রেড সাকিং মেশিন দ্বারা কাজ করার সময় এপ্রোন এবং এয়ার প্লাগ ব্যবহার করতে হবে।১১। যদি কখনো হ্যান্ড টাগ গান ব্যবহারের প্রয়োজন পড়ে তবে মেটাল ফিংগার গার্ড ব্যবহার করতে হবে। শুধুমাত্র প্রশিক্ষনপ্রাপ্ত ব্যক্তিরাই হ্যান্ড টাগ গান ব্যবহার করতে পারবে।১২। আয়রন মেশিন দ্বারা কাজ করার সময় সম্ভাব্য ইলেক্ট্রিক্যাল শক থেকে রক্ষা পাওয়ার জন্য রাবারের সু/স্যান্ডেল ব্যবহার করা উচিত। আয়রন করার পর আয়রনটি নির্দ্দিষ্ট স্থানে রাখতে হবে এবং সাবধানে নাড়াচড়া করতে হবে যাতে শরীরের কোথাও গরম ছ্যাকা না লাগে। আয়রন যখন ব্যবহার হবে না তখন সুইচটি অফ করে রাখুন।১৩। আয়রনের জন্য সঠিক তারটি ব্যবহার করুন এবং ইলেক্ট্রিশিয়ানগন তার স্থাপনের সময় এদিকে বিশেষ দৃষ্টি রাখবেন।১৪। সকল ইলেক্ট্রিক্যাল বোর্ডের নিচে সব সময় রাবারম্যাট রাখতে হবে সম্ভাব্য ইলেক্ট্রিক্যাল শক এড়াতে।১৫। শুধুমাত্র ইলেক্ট্রিশিয়ান ব্যতীত অন্য কেহ কোন অবস্থায় ইলেক্ট্রিক্যাল প্যানেল বোর্ডে হাত দিবেন না।১৬। জেনারেটর রুমে সাধারনতঃ উচ্চ শব্দমাত্রা বিদ্যমান থাকে। এই উচ্চ শব্দমাত্রা শ্রবনশক্তির ক্ষতি করতে পারে বিধায় জেনারেটর রুমে কাজ করার সময় এয়ারপ্লাগ ব্যবহার বাধ্যতামূলক।১৭। কাপড় কাটার কেঁচি এবং সুতা কাটার যন্ত্র কাজ করার সময় টেবিলের সাথে বেধে রাখতে হবে।১৮। প্রতি মাসে একবার সকল বৈদ্যুতিক লাইন পরীক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি ও দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে প্রতিটি শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার সচেতন থাকতে হবে ।