Select Page

শ্রমিক/ কর্মচারী সনাক্তকরন নীতিমালা

উদ্দেশ্য: AUTOGARMENT  ফ্যাশনস্  লিমিটেড  শ্রমিক/ কর্মচারী সনাক্তকরন করার একটি সুনিদিষ্ট  নীতিমালা  প্রনয়ন করে থাকে ।

প্রত্যেক শ্রমিক কোম্পানী কর্তৃক আইডি কার্র্ড প্রদর্শন করে কর্মস্থলে প্রবেশ করে।

কারখানার  কাজের  সহিত সংশ্লিষ্ট  নয় এমন কোন জিনিস নিয়ে কারখানায়  প্রবেশ করানো  হয় না।

শ্রমিকদের ব্যক্তিগত জিনিস পত্র কর্মস্থলে আনা যাবে না। যদি কেউ এ জাতীয় জিনিসপত্র কারখানায় আনে তাহা হইলে অবিলম্বে কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

ব্যক্তিগত প্রয়োজনে বাহিরে যাওয়ার সময় লিখিত অনুমতি (গেইট পাস নেওয়া) নিয়ে  তারপর বাহিরে যাওয়া যায়।

শ্রমিক/ কর্মচারী সনাক্তকরন নীতিমালা কোম্পানী  প্রদত্ত আইডি কার্ড গেটে প্রবেশের পূর্ব মুহুর্ত হইতে শেষ পর্যন্ত প্রদর্শিত অবস্থায় রাখা হয়।

চাকুরীচ্যুত বা বরখাস্তকৃত কোন শ্রমিক যেন ভিতরে প্রবেশ করিতে না পারে তার জন্য কড়া নজর রাখা হয়।

চাকুরীচ্যুত বা বরখাস্তকৃত শ্রমিকদের নামের  তালিকা  নিরাপত্তা  রক্ষীকে এইচ আর সেকশন থেকে  জানিয়ে দেয়া হয়।

সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ না করার জন্য  যথাযথ ব্যবস্থা করা হয়।

অনুমতি ছাড়া এক কর্মস্থল হইতে অন্য কর্মস্থলে যাতে কেই প্রবেশ করিতে না পারে  তার জন্য নিরাপত্তা কর্মী সর্বক্ষন সচেতন থাকে ।

প্রয়োজনে  সংরক্ষিত  এলাকায়  প্রবেশ করতে হলে এবং সংরক্ষিত রেজিষ্টারে নাম, সেকশান, আইডি কোড, কারণ ইত্যাদি  লিপিবদ্ধ  করে  অনুমতি নিয়ে  তারপর  প্রবেশ  করে।

প্রধান কার্যালয়ের লোকজনের প্রবেশাধিকার

হেড অফিসের লোকজনের  নাম, আসার কারণ, কার সাথে দেখা করবে প্রভৃতি রেজিষ্টারে লিপিবন্ধ হওয়ার পর স্বাক্ষর করে প্রবেশ করা হয়।

সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে হলে নাম/কারণ লিখে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রবেশ করা হয়।

সংরক্ষিত এলাকায় প্রবেশের সময় ও বাহির সময় রেজিষ্টারে উল্লেখ করা হয়।

তাদের কাছে কোন জিনিসপত্র থাকলে এবং সন্দেহ হলে চেকের ব্যবস্থা করা এবং  যদি অবৈধ হয় তা হলে কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

কার, গাড়ি, মটর সাইকেল ইত্যাদি থাকলে ড্রাইভারের নাম, লাইসেন্স নং, গাড়ি নং ইত্যাদি রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়।

একই গ্রপের অন্য ইউনিটের লোকজনের প্রবেশাধিকার

একই গ্রুপের অন্য ইউনিটের লোকজনের নাম কার সাথে দেখা করবে আসার সময়, যাওয়ার সময় কারণ ইত্যাদি রেজিষ্টারে লিপিবদ্ধ করে পাস নিয়ে ভিতরে প্রবেশ করা হয়।

সঙ্গে থাকা জিনিসপত্র যদি সন্দেহ হয় চেক করে কর্তৃপক্ষকে অবহিত করা।

যদি সন্দেহ হয় তাহা হলে নিরাপত্তা রক্ষী কর্তৃক নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়।

সংরক্ষিত এলাকায় পূর্বানুমতি ছাড়া প্রবেশ করতে দেয়া হয় না।

নিজস্ব কর্মী ছাড়া অন্যান্য শ্রমিকের প্রবেশাধিকার

কাপেন্টার মিস্ত্রি, রং মিস্ত্রি এবং অন্যান্য ব্যক্তি যারা কারখানায় কনষ্ট্রাকশন কাজে ও রক্ষনা বেক্ষন কাজে নিয়োজিত থাকে বা সেই সমস্ত লোকদের নাম তাহাদের কোম্পানীর নাম ইত্যাদি লিখে প্রবেশ করতে দেওয়া হয়।

অবশ্যই তাদেরকে অনুমতি নিয়ে প্রবেশ করতে দেয়া হয়।

তাহাদের বিভিন্ন যন্ত্রপাতি মালামাল চেক করে ভিতরে প্রবেশ করানো হয় এবং বাহির হওয়ার সময় তাদেরকে চেক করা হয়।

কতজন লোক কি কাজে প্রবেশ করল এবং তাদের মালামাল একটি তালিকা তৈরী করা হয়।