সিলিকন নিরাপত্তা নির্দেশিকা
সিলিকন নিরাপত্তার নির্দেশিকা আলোচনা করা হলো
রং ঃ রঙহীন স্বচ্ছ/সাদা তরল।
গঠন ঃ এমাইনো সিলিকন যৌগ। ক্ষারত্ব ৬-৭।
কার্যকারীতা ঃ ইহা যে কোন ইয়ার্নে/তন্তুতে ব্যবহার উপযোগী। ইহার অদ্বিতীয় প্রভাব আছে বিশেষত সুয়েটারকে কোমল করতে, যাকে কোমল এবং লুব্রিকেটেড করা খুবই কষ্ট সাধ্য।
ব্যবহার পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ৬০০ গ্রাম পি.সি- সিলিকন ব্যবহার করতে হবে।
সি-১০সি
রং ঃ হাল্কা বাদামী স্বচ্ছ তরল।
গঠন ঃ বিশেষ বিশেষ তলের সংমিশ্রণ এবং জৈব দ্রাবক। ক্ষারত্ব মাত্রা ৯ (দ্রাব্যতা ১%)।
কার্যকারীতা ঃ পি.সি-১০সি’র অদ্বিতীয় প্রভাব আছে বিভিন্ন ধরনের তন্তুতে খারাপ প্রকৃতির সমস্যা সমাধানে যেমন হলদেটে দাগ, ফলের রসের দাগ, রক্তের এবং অন্যান্য দাগে।
ব্যবহারের পরিমান ঃ প্রতি ৮০ পাউন্ড সুয়েটারে ৮০০ গ্রাম পি.সি-১০এ ব্যবহার করতে হবে।
নিরাপত্তা নির্দেশিকা
ক্ষতিকারিতা ঃ অম্লক,ক্ষতিকারক এবং ত্বক-কে অক্রান্ত করে।
প্রাথমিক চিকিৎসা ঃ
১। ত্বক/সংস্পর্শ ঃ আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
২। শ্বাস-প্রশ্বাস ঃ গলার ভিতরে আলতোভাবে প্রচুর পরিমান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৩। ব্যবহারকারী ঃ ত্বকে বা শ্বাস-প্রশ্বাসের এলার্জিতে আক্রান্ত ব্যক্তিবর্গকে চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য দ্রুত নিতে হবে।
ছিটকে পড়লে ঃ ছিটকে পড়া সামগ্রী সরিয়ে ফেলতে হবে, বাদ বাকী দ্রব্য ভাল করে তৎক্ষনাৎ মুড়িয়ে রাখতে হবে, বাদ বাকী দ্রব্যের সাথে প্রচুর পানি মিশাতে হবে এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে।
বিকল্প মিশ্রণ ঃ অনুরূপ দ্রব্যের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যায়।
ব্যবহারকারীকে রক্ষার উপায় ঃ হাত এবং চোখ রক্ষাকারী সরঞ্জাম পরতে হবে।
আগুনের ক্ষেত্রে সাবধানতা ঃ ইগনিশন তাপমাত্রায় পানিতে দ্রবনীয়।
পরিবহনের জন্য দরকারী ঃ ছিটকে না পড়ে, উচ্চ চাপে না রেখে এবং কোন সংঘর্ষ যেন না হয় এমন অবস্থায় পরিবহন করতে হবে।