Select Page

অ্যাকাউনটেন্ট এর কাজের দায়িত্ব

  • অ্যাকাউনটেন্ট কোম্পানির সকল প্রকার আর্থিক কর্মকান্ড সম্পাদন করে থাকেন।
  • কোম্পানির সকল প্রকার আর্থিক লেনদেন ও অর্থ সংক্রান্ত সকল কর্মকান্ড সম্পাদন করা।
  • মাসের ০২ তারিখের মধ্যে শ্রমিক / কর্মচারী / কর্মকর্তাদের বেতন /
  • ওভারটাইম শীট তৈরী হওয়ার পর উর্ধ্বতন কর্মকর্তাকে রিপোর্ট করা।
  • উৎপাদনের প্রয়োজনে কোন কিছু ক্রয় করার দরকার হলে বা ক্রয় করলে উক্ত পন্যের মান ও মুল্য পরীক্ষা করে তা যথাযথ প্রক্রিয়ায় সেটেলম্যান করা।
  • যে সকল পন্য / মাল ক্রয় করতে হেড অফিসের অনুমোদন লাগে সেক্ষেত্রে ঐ সকল পন্যের কোটেশন এবং নোট শীট পৌছালে যত তাড়াতাড়ি সম্ভব হেড অফিসের অনুমোদন আনতে সহযোগীতা করা।
  • ভাউচার, ক্যাশবুকসহ অ্যাকাউন্টস এর সাথে জড়িত সকল কাগজপত্র প্রতিনিয়ত আপডেট রাখা।
  • কোথাও কোন আর্থিক বিচ্যুতি ঘটলে সাথে সাথে ম্যানেজার বা জেনারেল ম্যানেজারকে অবহিত করা।
  • ব্যবসায়িক দিক থেকে প্রতিষ্ঠান কোন অবস্থানে (লাভ / ক্ষতি) আছে তা মাসিক কস্টিং এর মাধ্যমে প্রকাশ করা এবং প্রতিদিন কস্টিং রির্পোট করা।
  • সঠিক সময়ে সব ধরনের পাওনা প্রদান করা এবং সেটেলম্যান করা।