জেনারেটর অপারেটর এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
by Mashiur | May 24, 2019 | চাকুরী |
জেনারেটর অপারেটর এর কাজের দায়িত্ব
- উচিত প্রয়োজন অনুযায়ী জেনারেটর চালানো ও রক্ষনাবেক্ষন করা।
- মেইনটেন্যান্স ম্যানেজার
- জেনারেটরের ফুয়েল / পানি লেভেল ঠিক আছে কিনা লক্ষ্য রাখা।
- জেনারেটর বেসমেন্টে যাতে পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখা।
- জেনারেটর রুমে যাতে কোনভাবেই পানি প্রবেশ না করে সেদিকে লক্ষ্য রাখা জেনারেটর অপারেটর এর দায়িত্ব
- জেনারেটরের কোথাও কোন লিকেজ আছে কিনা লক্ষ্য রাখা।
- যেকোন সমস্যায় সাথে সাথে মেইনটেন্যান্স ইন-চার্জ এর সাথে যোগাযোগ করা এবং দ্রুত তার সমাধান করা।
- জেনারেটর চলাকালীণ সময়ে সার্বিক পর্যবেক্ষন করা।
- প্রতি ঘন্টার মিটারসমূহের ডাটা লিপিবদ্ধ বা চলমান রেকর্ড বজায় রাখা।
- প্রয়োজনীয় লগবুক মেইনটেইন করা।
- নিজের নিরাপত্তার খাতিরে সব সময় ইয়ার প্লাাগ পরিধান করা।
- সময়মত জেনারেটরের সাভিসিং নিশ্চিত করা এবং জেনারেটরের নিয়মিত রক্ষনাবেক্ষন করা।
- এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
Related