Select Page

প্যাকিং ম্যান /কাটূন ম্যান এর কাজ

  • ফিনিশিং এরিয়াতে সুশ্তহুভাবে কাজ সমাধান করা
  • ফোল্ডিং ও পলি শেষে ফিনিশড প্রোডাক্টস প্যাকেট করে শিপমেন্টের জন্য প্রস্তুত করা।
  • ফিনিশিং সুপারভাইজার
  • সু-শৃঙ্খলভাবে বায়ারের চাহিদা মোতাবেক এবং উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পলি শেষে প্যাকেট করে শিপমেন্টের জন্য প্রস্তুত করা। কার্টনে মাল ভরা।
  • কার্টনের মুখ বন্ধ করা।
  • কার্টন সিরিয়াল অনুযায়ী সাজিয়ে রাখা।
  • কার্টন শিপমেন্ট পর্যন্ত গোডাউনে ঠিকমত রাখার ব্যবস্থা করা।
  • প্যাকিং ম্যান কাটূন ম্যান এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
  • পলিকৃত পোশাকে যেন পোকা / ডাষ্ট ইত্যাদি না ঢুকে সেদিকে সজাগ দৃষ্টি রাখা ক্ষেত্রে প্যাকিং ম্যান / কাটূন ম্যানের জবাব দিহিতা রয়েছে।আছারা আরও পরতে পারেন