সুইং মেশিন কি? সুইং মেশিন ব্যবহারের নির্দেশাবলী গুলো কি কি?
by Mashiur | Dec 5, 2017 | সুইং |
সুইং মেশিন ব্যবহারের নির্দেশাবলী
সুইং মেশিনে কাজ শুরু করার পূর্বে লক্ষ্যণীয় ঃ
- মেশিনে বসার সময় লক্ষ্য করুন মেশিন পরিষ্কার আছে কিনা। না থাকলে সর্বপ্রথম মেশিন পরিষ্কার করুন।
- মেশিনে কোন ছেড়া বা খোলা তার আছে কিনা তা লক্ষ্য করুন। থাকলে মেকানিককে তা ঠিক করতে বলুন।
- মেশিনের আই গার্ড, নিডেল গার্ড, বেল্ট আভার, পুলি কাভার, মোটর কাভার, ফিংগার গার্ড ইত্যাদি ঠিক আছে কিনা তা লক্ষ্য করুন।
- কাটার-সিজার সঠিকভাবে মেশিনের হূকের সাথে বেধেঁ নিন।
- মহিলা শ্রমিকগন মাথায় স্কার্ফ ব্যবহার করুন।
- সকল শ্রমিকগন মুখে মাস্ক ব্যবহান করুন।
সুইং মেশিনে চেক লিস্ট
- সকল খোলা এবং ব্লক মুক্ত অবস্থায় আছে কি না ?
- সকল সিঁড়ি বাঁধা মুক্ত অবস্থায় আছে কিনা ?
- সকল রাস্তা বা হলুদ দাগ বাঁধা মুক্ত অবস্থায় আছে কিনা ?
- সিজর, কার্টার বাঁধা আছে কিনা ?
- আই গার্ড / নিডিল গার্ড ব্যবহার করে কিনা ?
- সকল মেশিনের নিরাপত্তা গার্ড লাগানো আছে কিনা ?
- শ্রমিকরা তাদের আই ডি র্কাড পরিধান করে কিনা ?
- শ্রমিকরা ইউনির্ফম পরিধান করে কিনা ?
- সকল শ্রমিক মাক্স পরিধান করে কিনা ?
- গুলো ব্লক মুক্ত অবস্থায় আছে কিনা ?
- সঠিক অবস্থায় আছে কিনা ?
- জ্বলে কিনা ?
- সকল শ্রমিক বাঁধা মুক্ত অবস্থায় আছে কিনা ?
- ইলেকট্রিক বোর্ড পরিষ্কার ও ব্লক মুক্ত আছে কিনা ?
- ইলেকট্রিক তার, চ্যানেল অথবা কানেকশন নিরাপদ আছে কিনা ?
- সুইচ ঠিক আছে কিনা ?
- অবমুক্ত আছে কিনা ?
- ফ্লোর পরিষ্কার পরিছন্ন আছে কিনা ?
- দেয়াল, সিড়ি ও সিলিং পরিস্কার ও মাকড়সার জাল মুক্ত আছে কিনা ?
- পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানির সরবরাহ আছে কিনা ?
- টয়লেট পরিস্কার, দূর্গন্ধমুক্ত এবং সাবান দেয়া আছে কিনা ?
- পর্যাপ্ত আলোতে শ্রমিকরা কাজ করছে কিনা ?
- কোন গামেন্টস অথবা ফেব্রিক মাটিতে রাখা আছে কিনা ?
- নোটিশ বোর্ডে প্রয়োজনীয় নোটিশ টানানো আছে কিনা ?
- সচল আছে কিনা ?
- ফায়ার এবং ফাষ্ট এইড ব্যাজ পরিধান করা আছে কিনা ?
সুইং মেশিনে কাজ শুরু করার নিয়মাবলী ঃ
- পাদানীর উপর পা রাখুন এবং গোড়ালীর দিকে চাপ রাখুন।
- ডান হাত মেশিনের সুইচের উপর রাখুন এবং সবুজ রঙয়ের বোতাম চাপ দিন।
- মটর সম্পূর্ন চালু হলে পরে আপনার কাজ আরম্ভ করুন।
কাজ শেষে লক্ষণীয় ঃ
- ছুটির সময় লাল রংয়ের বাটন চাপ দিন এবং মেশিন ভালভাবে পরিষ্কার করে কর্মস্থল ত্যাগ করুন।
- সুইং মেশিন এর মটর চালু রেখে বাথরুমে যাবেন না বা অন্য কারও সাথে গল্প করবেন না।
সম্ভাব্য দুর্ঘটনাসমূহ ঃ
- মেশিনের কোন ছেড়া বা খোলা তার থাকলে ইলেকট্রিক শক হতে পারে।
- ফিংগার গার্ড ব্যবহার না করলে দুর্ঘটনা ঘটতে পারে।
Related
ভাল পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ। তবে মানুষ ভুলের দিকে নয়। আরও অজানা কিছু জানতে চাই ???
আরও অজানা কিছু জানতে চাই, মানুষ ভুলের দিকে নয়, ধন্যবাদ। ??