Select Page

ইলেকট্রিক সেফটি কমিটি

একটি ১০০% রপ্তানীমুখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নিরাপত্তা তথা কোন বৈদ্যতিক সমস্যার কারনে কোন অগ্নিকান্ড বা দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে একটি সঠিক কর্মপরিকল্পনা প্রনয়ন এবং এর সঠিক প্রয়োগের  মাধ্যমে কারখানার নিরাপত্তা নিশ্চিত করা।  মালিক এবং শ্রমিকের মধ্যে সর্ম্পক ও স¤প্রীতি স্থাপনের  এবং উন্নয়নের লক্ষে শিল্প সর্ম্পক অধ্যাদেশে অংশগ্রহন কমিটির ব্যবস্থা করা হয়েছে । এ  কমিটি উভয়পক্ষের অভিন্ন স্বার্থে বিভিন্ন সুপারিশ প্রনয়ন করে থাকে এবং মতপার্থক্য দূর করার চেষ্টা করে থাকে । এই উদ্দেশ্যেই একটি অংশগ্রহনকারী ইলেকট্রিক সেফটি কমিটি গঠন করা হয়েছে।  অংশগ্রহণকারী কমিটি গঠনে আইনের নিম্নলিখিত নীতিমালা অনুসরন করেছে: ফফফফ

ইলেকট্রিক সেফটি এর কার্যক্রম

১) ইলেকট্রিক সেফটি কমিটির কাজ হইবে প্রধানত: প্রতিষ্ঠানের সকল ঝুকিপুর্ণ স্থান নির্ধারণ করা ।

২) ত্রæটিপূর্ণ সকল শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির

প্রচেষ্টা চালানো ;

খ) শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা ;

গ)  শৃংখলাবোধে উৎসাহিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতি

বিধান ও সংরক্ষণের ব্যবস্থা করা ;

ঘ) বৃত্তিমুলক প্রশিক্ষণ, শ্রমিক শিক্ষা এবং পরিবার কল্যাণ প্রশিক্ষণে উৎসাহিত করা ;

ঙ) শ্রমিক এবং তাহাদের পরিবারবর্গের প্রয়োজনীয় কল্যানমুলক ব্যবস্থা সমূহের উন্নয়নের লক্ষ্যে

ব্যবস্থা গ্রহন করা ; এবং

চ) উৎপাদন লক্ষ্য মাত্রা অর্জন, উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস করা এবং অপচয়

রোধ করা এবং উৎপাদিত দ্রব্যের মান উন্নত করা।

২) কোন ইউনিট অংশগ্রহনকারী কমিটি মুল অংশগ্রহনকারী কমিটির তত্বাবধানে  উলি­খিত কার্যাবলী, যতদুর সম্ভব, সম্পাদন করিবে।

 অংশগ্রহণকারী কমিটিএর গঠন ঃ

ক) মালিক ও শ্রমিকগনের প্রতিনিধির সমন্বয়ে অংশগ্রহণকারী কমিটি গঠিত হবে ।

খ) উক্ত কমিটিতে শ্রমিকগনের প্রতিনিধির সংখ্যা মালিকের প্রতিনিধির সংখ্যার কম হইবে না ।

গ) যেহেতু প্রতিষ্ঠানে কোন ট্রেড ইউনিয়ন নাই, সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী      কমিটিতে শ্রমিক প্রতিনিধিগন উহাতে কর্মরত শ্রমিকগনের মধ্য হইতে, বিধি দ্বারা নির্ধারিত পন্থায়      মনোনীত হইবেন ।

ঘ) অংশগ্রহনকারী কমিটির সদস্য সংখ্যা ৬-এর কম এবং ৩০-এর বেশী হবে না।

অংশগ্রহণ পরিষদে প্রতিনিধি নির্বাচিত হওয়ার প্রার্থীর যোগ্যতা

যেকোন শ্রমিক, যার বয়স ২৪ বছরের কম নয় এবং প্রতিষ্ঠানের চাকরি এক বছরের কম নয় তিনি অংশ- গ্রহন পরিষদের প্রতিনিধিত্ব করার জন্য অনুষ্ঠিতব্য গোপন ব্যালটে নির্বাচন প্রার্থী হতে পারেন ।