Select Page

ডিওয়াটারিং মেশিন ব্যবহারের নিয়মাবলী ঃ-

ডিওয়াটারিং মেশিন বা কেলেটর মেশিন চালানোর সময় শ্রমিক ও কর্মস্থলের নিরাপত্তার জন্য নিম্ন লিখিত ঝুঁকিগুলোর প্রতি সতর্ক থাকতে হবে …

  • পুর্ববর্তী শিফট থেকে ডিওয়াটারিং মেশিন বা কেলেটর মেশিন বুঝে নেওয়ার সময় মেশিনের অবস্থান, কোন প্রয়োজনীয় তথ্য, অতি জরুরী বিষয় সমূহ সতর্কতার সাথে বুঝে নিতে হবে। কাপড়ের রং, নামানোর সময় এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শিফ্ট সুপারভাইজার , মেশিনের প্রোগ্রাম তৈরী করবে এবং তৎঅনুযায়ী মেশিন চালাতে হবে।
  • অতিরিক্ত বায়ুচাপ নিয়ন্ত্রনের জন্য দক্ষ ব্যক্তিকে নিয়োজিত করতে হবে। কারন অতিরিক্ত বায়ুচাপে র্দূঘটনা করতে পারে। মেশিন এবং তার আশেপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • প্রোগ্রাম অনুযায়ী বেচ কার্ড নিতে হবে এবং সর্তকতার সাথে বিভিন্ন ধরনের তথ্য (ডায়া, কালার, জিএসএম, কাপড়ের প্রকারভেদ ইত্যাদি) পড়তে হবে।
  • ঘূর্নায়মান অংশের থেকে নির্দিষ্ট পরিমান দুরে থাকতে হবে। কারন ইহার সংস্পর্শে যে কোন র্দূঘটনা ঘটতে পারে। কাপড়ের প্রকারভেদ অনুযায়ী এপেনডার এর প্রস্থ ,কাপড়ে প্রয়োজনীয় প্রস্থেও
  • প্রয়োজন অনুযায়ী পেডারের প্রেসার সেট করতে হবে (৩-৭ বার)।
  • ডিওয়াটারিং মেশিনের গতি যতদূর সম্ভব বেশী সেট করতে হবে (৩০-৫০ স/সরহ)।
  • প্রতিবার নুতন ব্যাচ চালানোর আগে মেশিন ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।
  • স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত রিস্ক এ্যাসেসমেন্ট । পরবর্তী সেকশনে ব্যাচকে হস্তান্তর করতে হবে।
  • যেকোন কারিগরি তথ্য এবং উৎপাদনের পরিমান একটি নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করতে হবে।
  • যে সময় গুলোতে মেশিন বন্ধ ছিল (যে কোন কারনে) তা খাতায় লিপিবদ্ধ করতে হবে।
  • মেশিনকে পরিষকার পরিচ্ছন্ন অবস্থায় পরবতীৃ শিফটের অপারেতরের হাতে হস্তান্তও করতে হবে।

ডিওয়াটারিং মেশিন বা কেলেটর মেশিন ব্যবহারের সতর্কতাঃ-

  • মেশিনের কাপড় পড়ানোর সময় অবশ্যই পেডার প্রেসার ০ (শূন্য) রাখতে হবে।
  • যে কোন বৈদ্যুতিক র্দূঘটনা এড়ানোর জন্য দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা মটর নিয়ন্ত্রন প্যানেল এবং অনান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও চেক করতে হবে। মেশিন চলা অবস্থায় পেডারে হাত দেয়া যাবে না।
  • খুবই সতর্কতার সাথে এপেন্ডারের প্রস্থ সেট করতে হবে।
  • ডিওয়াটারিং মেশিন বা কেলেটর মেশিন পরিষ্কার করার সময় অবশ্যই পেডার প্রেসার ০(শূন্য) এবং প্রধান সুইচ বন্ধ রাখতে হবে।

সারাংশ

ডিওয়াটারিং মেশিন বা কেলেটর মেশিন চলন্ত অবস্থায় বেল্ট কভার এবং চেইন খোলা যাবে না।