Select Page

ফিটঅবদা আর্ম মেশিন

  • নির্দেশনা মেনে চলুন, নিজেকে সুরক্ষিত রাখুন সসস আআআ
  • ফিটঅবদা আর্ম মেশিন এর কাজ শুরুর পূর্বেই নিডেল গার্ড আছে কিনা তাহা নিশ্চিত হতে হবে।
  • সুতা লাগানোর সময় হাতের আঙ্গুলে যাতে নিডেল না ঢুকে  সেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে।
  • কাজের সময় যাতে সিজার / কাটার পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
  • মেশিন চলাকালে বেল্টের সাথে যাতে ওড়না বা গার্মেন্টস না জড়িয়ে যায় সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।
  • নিডেল ভেঙ্গে গেলে যাতে দুর্ঘটনা না ঘটে সে জন্য টেকনিশিয়ানকে জানাতে হবে এবং চুম্বকের মাধ্যমে ভাঙ্গা নিডেল খুঁজে বের করতে হবে।
  • ইলেকট্রিক সংযোগ সুরক্ষিত মনে না হলে তাৎক্ষনাত ইলেকট্রিশিয়ানকে জানাতে হবে।
  • মেয়েদের চুল খোলা অবস্থায় কাজ করা যাবে না।