TSM Spreading Machine
- মেশিনটি চালনার পূর্বে ও পরে পরিস্কার করতে হবে।
Machine should be cleaned before and after use.
- মেশিনটি চালানোর পূর্বে অবশ্যই বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন।
Check the electrical connection before start the machine.
- অন/অফ বাটনটি চেক করুন এবং মেশিনটি অন করুন।
Check On/Off button and on the machine.
- মেশিনটি অন করার পর মেশিনের মনিটর-এর দিকে লক্ষ্য করুন।
After start the machine see the monitor.
- মনিটরে আপনার প্রয়োজনীয় অপশন নির্দিষ্ট করুন।
Set up your option in the monitor.
- মনিটর থেকে আপনার লে-এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্দিষ্ট করুন।
Set up the length and breath of Lay in the monitor.
- লে শুরু করার জন্য কাপড়টিকে মেশিনের নির্দিষ্ট স্থান দিয়ে প্রবেশ করে লে শুরু করুন।
Fabric should place in correct way in the machine to start the Lay on the table.
- লে-এর কাপড়ের টেনশন ঠিক রাখার জন্য প্রয়োজনীয় গিয়ারটি চেক করুন।
Check the gear for necessary tention of the Lay.
- চলন্ত অবস্থায় যে কোন জরুরী মূহুর্তে মেশিনটি বন্ধ করার জন্য
To stop the machine during Emergency by putting emergency stop button.
- চলন্ত অবস্থায় মেশিন থেকে দুরে অবস্থান করলে জরুরী মূহুর্তে মেশিনটি বন্ধ করার জন্য লে-এর জন্য ব্যবহৃত টেবিলের উভয় পার্শ্বে অবস্থিত কেবলটি টেনে ধরুন।
To stop the machine during Emergency period from distance by pulling cable of both Side of cutting table.
- মেশিনটির যে কোন ত্র“টি পরিলক্ষিত হলে দ্রুত সিনিয়র মেকানিক্সকে খবর দিন।
If you feel any problem of the machine, stop and inform to senior mechanics.
- অপ্রয়োজনে মেশিনের সুইচ এবং অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করবেন না।
Donot use the machine and its parts unnecessary.
- মনে রাখবেন, দুর্ঘটনা ঘটার চাইতে সাবধানে নিরাপদে কাজ করাই শ্রেয়।
Mind it, work savely and maintain safety procedure to avoid accident.
ঝুকি সমুহ
বৈদ্যুতিক ডিভাইজগুলো পরীক্ষার সময় সতর্ক না থাকলে এবং প্রয়োজনীয় চচঊ এর ব্যবহার নিশ্চিত না করলে প্রাণহানীর সম্ভাবনা থাকে।
কাজশেষে অর্থাৎ কর্মস্থল ত্যাগ করার পূর্বে সকল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করলে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে।
জেনারেটর রুম, বয়লার রুম, ডিজেল রুম, ক্যামিকেল রমিকে সংরক্ষিত ঘোষনা করে প্রবেশাধিকার সংরক্ষন
করতে হবে এবং অবশ্যই বিপদজনক নোটিশ লাগাতে হবে । উক্ত কর্মস্থল অবশ্যই খড়পশধনষব হতে হবে।
মেটাল/ ধাতব অলংকার ব্যবহার করা থেকে বিরত থাকুন ।
কাটার, সিজার বেঁধে কাজ করুন এবং নিজ নিয়ন্ত্রনে রাখুন ।
ফ্যাক্টরীর ভিতরে কোন প্রকার ধাঁরালো ধাতব বস্তু বহন করা থেকে বিরত থাকুন, কেননা এ গুলো কোম্পানীর মেটাল কন্ট্রোল পলিসি এর পরিপন্থি।