Select Page

স্কুইজার মেশিন চালনা পদ্ধতি

মেশিনে কাপড় লাগানোর সময় রান স্পিড এবং এয়ার প্রেসার বন্ধ করে নিতে হবে; কোন অবস্থাতেই প্যাডার রোলার এর এয়ার প্রেসার  থাকতে পারবেনা।

মেশিন চালু অবস্থায় সেপ লাগানো যাবে না। চালু অবস্থায় সেপ লাগালে বেল্টের মধ্যে আঙ্গুল ঢুকতে পারে। যখন সেপ লাগাবে তখন মেশিন বন্ধ করে লাগাতে হবে।

টার্ন (ঞঁৎহ) টেবিল ঘুরানোর সময় দুরে থাকতে হবে। কাছে থাকা অবস্থায় ঘুরালে বুকে অথবা মাথায় আঘাত লাগার সম্ভাবনা আছে।

স্কুইজার মেশিনের নিরাপত্তা প্রণালী

যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করা।

হঠাৎ আগুন লাগলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করা।

স্কুইজার মেশিন দূর্ঘটনা এড়াতে কাজের সময় ঢিলা ঢালা পোষাক পরিধান না করা।