ওশাস্ OHSAS Occupational Health & Safety Assessment Series
ওকুপেশনাল হেলথ্ এন্ড সেফটি এ্যাসেস্মেন্ট সিরিজ ইহা পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সার্টিফিকেট। কর্মস্থল পরিস্কার-পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখা এই সার্টিফিকেট অর্জনের মূল উদ্দেশ্য। Read it in English Version
ওশাস্ (OHSAS) এর মূল নীতিঃ
এর মূল নীতি হচ্ছে Hazards (বিপদের উপাদান) ও Risk (বিপদ ঘটে যাওয়া) রেজিষ্টারের বিষয়গুলোর ক্রমাগত উন্নতি সাধন করা ও কার্যক্ষেত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখা। প্রত্যেক ব্যক্তিকেই তার কর্মস্থল ও মেশিন সংক্রান্ত Hazards ওঁ Risk সম্পর্কে জানতে হবে এব সেই অনুযায়ী ব্যস্থা গ্রহণ করতে হবে।
OHSAS18001:1999
এ ছাড়াও পেশাগত স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে।
- বাথরুম ব্যবহারের পর পানি ও সাবান ব্যবহার করা নতুবা অপরিস্কার থাকার ফলে বিভিন্ন ধরনের জীবানু দেহের অভ্যন্তরে প্রবেশ করে ডায়রিয়া ও অন্যান্য পাকস্থলীর রোগ সৃষ্টি করে।
- মুখোশ ব্যবহার করা যাহাতে পেশাগত রোগ যেমন, যক্ষা, কাঁশি, হাঁপানী ইত্যাদি না হতে পারে।
- থিনার বা এই জাতীয় কোন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করা। কারণ চর্মরোগ হয়, ফুসফুস আক্রান্ত হয় এবং অন্যান্য শারীরিক উপসর্গ দেখা দেয়।
- আগুন লাগলে কিভাবে নামতে হবে, কোন দিক দিয়ে নামতে হবে সে সম্পর্কে পরিস্কার ধারণা থাকতে হবে।
- থুথু, কফ ইত্যাদি ফ্লোরে রক্ষিত ডাষ্টবিনেবা থুথুদানিতে ফেলতে হবে।
- নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কখনো মেইন সুইচে হাত না দেয়া।
- আগুন লাগলে আতংকিত না হয়ে বরং চেষ্ঠা করুন কিভাবে নিজে নিজেই আগুন নিভানো যায় অথবা সুপারভাইজার/ইনচার্জ/পিএম এর সহযোগিতা নিন কিন্তু কখনই চিৎকার দিয়ে পরিবেশকে আতংকগ্রস্থ না করে তুলে বরং আগুন নিভানোর জন্য CO2 এবং ABC বা DCB অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে।
- সকল প্রকার ছুটি ও মাতৃত্বকালীন ছুটি প্রদান করা।
- পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়গুলো মেনে চলা।
- আগুন লাগলে আতংকিত না হয়ে এক হাত দুরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে নীচে নেমে যাওয়া এবং অন্যকে নামতে সাহায্য করা।
- কারখানার অভ্যন্তরে ধুমপান না করা।
- কারখানার অভ্যন্তরভাগ কার্যক্ষেত্র, সিঁড়ি, টয়লেট ইত্যাদি সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সহযোগীতা করা।
- দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ( ফ্লোর সুপারভাইজার, ইনচার্জ বা পিএম) ছাড়া অন্য কেউ কখনো ফায়ার এলার্ম সুইচে হাত না দেয়া।
- সিঁড়িতে বা অন্যকোন নির্দিষ্টস্থানে রক্ষিত ডাষ্টবিনে ময়লা ফেলতে হবে।
- কার্যক্ষেত্রের অভ্যন্তরে কখনো উচ্চশব্দ করে কথা না বলা।
- সব সময় মুখোশ ও স্কার্ফ ব্যবহার করা এবং এগুলোর যতœ নেয়া। নষ্ট হয়ে গেলে বা হাঁরিয়ে গেলে লাইন সুপারভাইজার বা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা।
- OHS-MS-Team, Fire Fighting Team এবং ওয়ার্কাস ওয়েলফেয়ার কমিটি (WWC) এর ছবি দেয়ালে ঝুলানো আছে, তাদের সবাইকে ভাল করে চিনে ( পরিচিত) নিতে হবে।