Select Page

ATHENA/VENUS মেশিনের নির্দেশাবলী:

  • সল্ট পাম্পে কোন অবস্থাতেই ডাম্প সল্ট ( ভেজা লবন)ব্যাবহার করা যাবে না।লবন আনার সময় ড্রাই সল্ট (শুকনা লবন) আনতে হবে।
  • সল্ট পাম্পের ইনলেট পাইপের ম্যানুয়াল ভাল্ব নির্দিষ্ট পরিমান ওপেন রাখতে হবে যাতে কোন অবস্থাতেই ইনলেট পাইপের পানি বেশি স্পীডের কারনে লাফিয়ে পাম্পের স্ক্রু এর মধ্যে প্রবেশ না করে।
  • ইনলেট পাইপের প্রেশার বেশি হলে লিকার ওভার ফ্ল হয়ে স্ক্রু এর মধ্যে প্রবেশ করলেই পাম্প ক্লগিং (জাম)হবে।
  • সল্ট ট্রান্সফার শেষ হলেই,হলার শুকনা কাপড় দিয়ে এমনভাবে মুছতে হবে যাতে হলারের গায়ে একটুও সল্ট লেগে না থাকে।
  • হলারের গায়ে সল্ট শক্ত হয়ে পাথরের মতো লেগে থাকলে সেটা শক্ত শুকনা কাঠের টুকরা দিয়ে ঘষে উঠাতে হবে।
  • হলার সব সময় ঝকঝকে থাকতে হবে।
  • সল্ট ট্রান্সফার শেষ হলেই, সল্ট পাম্পের মুখের বাটি খুলে, হাত ঢুকিয়ে, চাকা বাধা সল্ট বের করে আনতে হবে যাতে মুখ পরিস্কার থাকে।
  • বাটি খুলে হাত ঢুকানোর সময় কোন দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।
  • venus মেশিন বাব্যহার শেষে পরিষ্কার রাখতে হবে।

শর্ট কুয়ান্টিটি (হাই লিকার রেশিও) ডাইং এর ক্ষেত্রে সল্ট সোডার হিসাব:

পূর্ববর্তী ব্যাচ যে লিকার রেশিওতে ডাইং হয়েছে, সেটাকে বেজ ধরে হিসাব শুরু করতে হবে।

পরবর্তী ব্যাচে যে পারছেন্টেজ এ লিকার রেশিও বাড়বে, সেই পারছেন্টেজ এ সল্ট সোডা এবং কস্টিক সোডা বাড়াতে হবে।

উদাহরন ১:

HT-2 তে PINK COLOR  এর ৩৪০ কেজির একটা ব্যাচ ১:৮ লিকার রেশিওতে ডাইং হয়েছিল। এখন HT-1 এ সেই PINK COLOR এর ৮০ কেজি শর্ট কুয়ান্টিটী এসেছে।সুতরাং ৮০ কেজি শর্ট কুয়ান্টিটি ১:১৩ লিকার রেশিও তে ডাইং করতে হবে।

এক্ষেত্রে পূর্ববর্তী ব্যাচ থেকে বর্তমান ব্যাচের লিকার রেশিও বৃদ্ধি পেয়েছে

(১৩-৮)*১০০  

    ৮

= ৬২.৫%

সুতরাং; বর্তমান ব্যাচে ৬২.৫% সল্ট, সোডা এবং কস্টিক সোডা বাড়াতে হবে।

উদাহরন ২:

HT-3 তে OLIVE COLOR  এর ৩৪০ কেজির একটা ব্যাচ ১:৯ লিকার রেশিওতে ডাইং হয়েছিল। এখন HT-1 এ সেই OLIVE COLOR এর ৬০ কেজি শর্ট কুয়ান্টিটী এসেছে।সুতরাং ৬০ কেজি শর্ট কুয়ান্টিটি ১:১৭ লিকার রেশিও তে ডাইং করতে হবে।

এক্ষেত্রে পূর্ববর্তী ব্যাচ থেকে বর্তমান ব্যাচের লিকার রেশিও বৃদ্ধি পেয়েছে

(১৭-৯)*১০০  

    ৯

= ৮৮.৮৮%

সুতরাং; বর্তমান ব্যাচে ৮৮.৮৮% সল্ট, সোডা এবং কস্টিক সোডা বাড়াতে হবে।

Read in English about Cold Pad Batch Machine