Boiler Room এর নিরাপত্তা সমূহ
- 2nd, 6th I10th floor এর finishing section এ ২টি করে মোট ৬টি বয়লার রয়েছে। এরমধ্যে ১ টি ১০০ kg বাকি ৫টি ৬০ kg|
- নিরাপত্তার জন্য প্রতিটি Boiler Room Wall দিয়ে তৈরী করা হয়েছে এবং Temperature control এর জন্য প্রয়োজনীয় সংখ্যক Exhaust fan বসানো হয়েছে।
- Boiler চালানোর জন্য প্রশিক্ষনপ্রাপ্ত Operator রয়েছে।
- প্রত্যেক বয়লার রুমের কাছে ১/২টি করে CO2 Extinguisher স্থাপন করা হয়েছে।
- প্রতিদিন বয়লারের Blow down এবং Blowup Time রেকর্ডভুক্ত করা হয়।
- সবগুলো বয়লারের Condition নিয়মিত Check করা হয়।
- প্রতিটি বয়লারের পাইপ Heat Protector দিয়ে মোড়ানো রয়েছে।
- বয়লারের তাপমাত্রা, , Pressure, পানিতে Scale এর পরিমান ইত্যাদি নিয়মিত চেক করা হয়।
- Boiler repairing এর প্রয়োজন হলে তা কারখানা এরিয়ার বাইরে সর্তকতার সাথে করা হয়।
- বয়লারগুলি সচল রাখতে বৎসরে একবার করে সাভিসিং করানো হয়।
Related