C-TPAT নিরাপত্তা তথ্য সর্ম্পকে ট্টেনিংকালীন সময়ে যা বলতে হবে
by Mashiur | Sep 2, 2018 | নিরাপত্তা |
নিরাপত্তারক্ষীকে ট্টেনিংকালীন সময়ে যা বলতে হবে
- প্রত্যেক C-TPAT নিরাপত্তা রক্ষীর পার্সোনাল ফাইল মানব সম্পদ বিভাগে থাকতে হবে।
- কোম্পানী কর্তৃক নিজস্ব ফটো আইডি বেজ প্রদর্শিত অবস্থায় থাকতে হবে।
- রোস্টার ডিউটি মেইনটেইন করতে হবে এবং রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।
- বাহির থেকে আগত ব্যক্তি / দর্শনার্থীদের প্রবেশ ও কারখানার অভ্যন্তরে চলাফেরা করতে হবে।
- প্রত্যেক গাড়ীর প্রবেশাধীকার নিয়ন্ত্রন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- কারখানায় আসা যাওয়া মালামালের প্রবেশ / বাহির নিয়ন্ত্রন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- কারখানায় আসা যাওয়া মেইন/পার্শ্বেল প্রবেশ/বাহির নিয়ন্ত্রন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- ভিজিটর রেজিষ্টার মেইনটেইন করতে হবে।
- ভিহিকল রেজিষ্টার মেইনটেইন করতে হবে।
- মেইন/পার্শ্বেল রেজিষ্টার মেইনটেইন করতে হবে।
- নিয়মিত ও সার্বক্ষনিক প্রহরার মাধ্যমে কারখানার চর্তুপার্শ্বে সীমার প্রাচীরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- কারখানা খোলা ও বন্ধের সময় দরজা/জানালা/গেট প্রভৃতি চেক করে নিরাপত্তা নিশ্চিত করবে এবং রেজিষ্টারে লিপিবদ্ধ করবে।
- কারখানার অভ্যন্তর শ্রমিক/কর্মচারীদের প্রবেশ নিরাপত্তা ও চলাফেরা নিয়ন্ত্রন করতে হবে।
- কারখানায় প্রবেশ কালে সকল শ্রমিক/কর্মচারী/দর্শনাথী ও অন্যান্য সরবরাহকারীদের আইডি বেজ আছে কিনা তাহা নিশ্চিত করবে।
- আইডি বেজ ছাড়া কাহাকে ও ঢুকতে দেয়া যাবে না।
- বাহিরের আগত দর্শনার্থীরা আসলে প্রশাসনিক অফিসারের নিকট অনুমতি নিয়ে প্রবেশ করাতে হবে।
- প্রয়োজনে পাহারা দিয়ে কাঙ্খিত ব্যক্তির নিকট পৌঁছে দিতে হবে।
- প্রয়োজনে দর্শনার্থীদের সঙ্গে সঙ্গে থাকতে হবে।
- কারখানায় মালামাল লোড এবং আনলোডিং এর নিরাপত্তা নিশ্চিত করবে।
- প্যাকিং সেকশান / এরিয়ার প্রবশাধীকার নিয়ন্ত্রন, নিরাপত্তা করতে হবে।
- ফিনিশড গুদামের প্রবেশাধীকার নিয়ন্ত্রন, নিরাপত্তা নিশ্চিত করবে।
- কারখানার অভ্যন্তরিন সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে।
- জরুরী টেলিফোন নিরাপত্তা পোস্টে রাখা নিশ্চিত করতে হবে।
- নিয়োগের জন্য আসা সকল শ্রমিকের চলাফেরা নিয়ন্ত্রন করবে।
- দূর্ঘটনা, চুরি, ক্ষতিসাধান, অনুনমোদিত ব্যক্তির সংরক্ষিত এলাকায় প্রবেশ, নাশকতামূলক কার্যক্রম প্রভৃতির নিরাপত্তা নিশ্চিত করবে।
- কারখানা এলাকায় অনুনমোদিত ব্যক্তির প্রবেশ/চলাফেরা ইত্যাদি নিয়ন্ত্রন করবে।
- পাহারাকালীন সময়ে কাহাকে ও সন্দেহ হলে বা অস্বাভাবিক আচরণ করলে চ্যালেঞ্জ করতে হবে।
- কারখানায় প্রবেশের সময় কোন জিনিসের প্রতি সন্দেহ হলে চেক করতে হবে।
- চাকুরীচ্যুত/বরখাস্তকৃত/স্বেচ্ছায় চাকুরী হইতে অব্যাহতি প্রাপ্ত শ্রমিক/কর্মচারীদের কর্ম এলাকায় দেখলে চ্যালেঞ্জ করতে হবে।
- চাকুরীচ্যুত/বরখাস্তকৃত/স্বেচ্ছায় চাকুরী হইতে অব্যাহতি প্রাপ্ত শ্রমিকের তালিকা সংগ্রহে রাখতে হবে।
- কারখানা এলাকায় কোন কারণ ছাড়াই একাধিক লোক দেখলে/নাশকতামূলক কাজ দেখলে/ঝগড়া বা কলহ সৃষ্টির অপচেষ্টা করতে
- দেখলে তাহাদেরকে চ্যালেঞ্জ করতে হবে এবং প্রয়োজনে প্রশাসনিক অফিসারকে অবহিত করতে হবে।
- কারখানার নিরাপত্তা বিঘিœত হতে পারে এমন সব কর্মকান্ড দেখা মাত্র নিয়ন্ত্রন এবং প্রয়োজনে প্রশাসনিক অফিসারকে অবহিত করবে।
- তালা চাবি নিয়ন্ত্রন করবে এবং নিরাপত্তা বিধান করবে।
- ফটোসহ আইডি বেজ প্রদর্শিত অবস্থায় থাকতে হবে।
- সার্বক্ষনিক চোখ কান খোলা রেখে কারখানার নিরাপত্তা, মালামালের নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে।
- প্রত্যেক দর্শনার্থীর / কণ্ট্রাক্টর লেবার / নিজস্ব লেবার প্রভৃতির আভ্যন্তরীন চলাফেরা করবে।
- কোন অনুনোমোদিত ব্যক্তিকে দেখামাত্রই সংশ্লিষ্ট বিভাগ অর্থ্যৎ প্রশাসনিক অফিসারকে অবহিত করবে।
- যে কোন ঘটনা/দূর্ঘটনা হলে নিয়ন্ত্রন করবে এবং প্রশাসনিক অফিসারকে অবহিত করবে।
- সংরক্ষিত এলাকা সমূহ যেমন প্যাকিং এরিয়া/লোডিং-আনলোডিং এরিয়া/ফিনিশিড গুডস এরিয়ার পত্তা নিশ্চিত করবে।
- কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন দ্রব্য / পেকেট সন্দেহ হলে চ্যালেঞ্জ করবে।
- কাহকে সন্দেহ হলে / অস্বাভাবিক আচরন করলে / ঝগড়া বিবাদে লিপ্ত হলে তাহা নিয়ন্ত্রন করবে।
- C-TPAT নিরাপত্তা রক্ষী নিয়মিত ও সার্বক্ষণিক প্রহরার মাধ্যমে কারখানার চুর্তপার্শ্বের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করবে।
- রপ্তানীযোগ্য মালামালের নিরাপত্তা নিশ্চিত করবে।
- প্রশাসনিক অফিসারের মাধ্যমে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করবে।
- শ্রমিক/কর্মচারীদের আসা যাওয়া/আভ্যন্তরীন চলাফেরা/ ব্যক্তিগত ব্যবহার্য জিনিস প্রভৃতি নিয়ন্ত্রন পূর্বক নিরপত্তা বিধান করবে।
- কারখানার নিরাপত্তা /মালামালের নিরাপত্তা/শ্রমিক কর্মচারীর নিরাপত্তা বিঘিœত হতে পারে এমন সব কর্মকান্ড দেখা মাত্রই নিয়ন্ত্রন করবে প্রয়োজনে প্রশাসনিক অফিসারকে অবহিত করবে।
Related