Select Page

সি সি টিভি

আমাদের কোম্পানীতে নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতা ও মনিটর করার জন্য সংবেদনশীল স্থান সমূহে cctv ক্যামেরা স্থাপন করা হয়েছে যাহা নিম্নরূপ ঃ

১.         প্যাকিং সেকশান।

২.        রপ্তানীর জন্য প্রস্তুতকৃত কার্টুন।

৩.        প্যাকিং সেকশান হইতে রপ্তানী পন্য সংরক্ষনগারে স্থানান্তর কালীন সময়।

৪.         রপ্তানীর জন্য পণ্য সংরক্ষনাগারে হইতে জাহাজীকরনের জন্য পরিবহনে উত্তোলন।

৫.        প্রধান প্রবেশ পথ।

১। প্যাকিং সেকশান ঃ

প্যাকিং সেকশানে যেহেতু রপ্তানী পণ্য প্রস্তুত করা হয়। সেহেতু সেখানে কোন ধরনের বিস্ফোরক বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ যেন কার্টুন প্রস্তুত করার সময় ভিতরে প্রবেশ করাতে না পারে সেইগুলি মনিটর করা /পর্যবেক্ষন করা।

২। রপ্তানীর জন্য প্রস্তুতকৃত কার্টুন ঃ

রপ্তানীর জন্য যে কার্টুন গুলি প্রস্তুত করা হইয়াছে তাহা যেন কোন ব্যক্তি প্রস্তুতকৃত কার্টুনের সিল খুলে অথবা কার্টুন কেটে বা ছিঁড়ে মালামাল বের করতে অথবা বিস্ফোরক বা ক্ষতিকারক প্রদার্থ ভিতরে প্রবেশ করাতে না পারে সেই গুলি মনিটর বা পর্যবেক্ষন করা।

৩। প্যাকিং সেকশান হইতে রপ্তানী পণ্য সংরক্ষনাগারে স্থানান্তর কালিন সময় ঃ

রপ্তানীর জন্য কার্টুন প্রস্তুত করার পর রপ্তানীরকৃত কার্টুন গুদামজাত বা পণ্য সংরক্ষনাগারে নেওয়ার পথে কেহ যেন এই সময়ে কোন কার্টুনের ভিতর ক্ষতিকারক পর্দাথ বা কার্টুনের ভিতরের মালামাল বা প্রস্তুতকৃত কার্টুন খোয়া থেকে যেতে না পারে সেই জন্য পর্যবেক্ষন করা।

৪। রপ্তানী পণ্য সংরক্ষনাগার ঃ

রপ্তানী পণ্য সংরক্ষনাগারে মজুতকৃত কার্টুন কেহ যেন নাশকতামূলক কার্যক্রম চালাইতে না পারে সেই জন্য পর্যবেক্ষন করা।

৫। রপ্তানীর জন্য পণ্য সংরক্ষনাগার হইতে জাহাজীকরনের জন্য পরিবহন উত্তোলন ঃ

জাহাজী করনের জন্য পরিবহনে উত্তোলনের সময় রপ্তানীকৃত কার্টুন পর্যবেক্ষন করা যাহাতে রপ্তানীকৃত কার্টুন খোয়া বা কোন ব্যক্তি দ্বারা নাশকতা মূলক কার্যক্রম চালাইতে না পারে।

৬। প্রধান প্রবেশ পথ ঃ

ভিজিটর, শ্রমিক কর্মচারী ও অন্যান্য ব্যক্তি বা জিনিস পত্রের প্রবেশ এবং বাহির ইত্যাদি নিয়ন্ত্রন পর্যবেক্ষন করা বা কনিটর করা।