CTPAT Policy বিষয় সমূহ
প্রতিষ্ঠানিক নিরাপত্তা ঃ
- CTPAT Policy বিষয় সমূহ কারখানা বন্ধ।
- সিল পদ্ধতি।
- কারখানা খোলা।
- চাবি সংরক্ষণ।
প্রবেশাধিকার নিয়ন্ত্রন ঃ
ভিজিটর।
- শ্রমিক / কর্মচারী।
- প্রধান কার্যালয়ের লোকজন।
- একই গ্রুপের অন্য ইউনিটের লোকজন।
- লোডিং আনলোডিং কাজে নিয়োজিত লোকজন।
- প্রধান ফটকে অবস্থিত লোকজন।
- অন্যান্য লোকজন।
- শ্রমিকদের কারখানায় প্রবেশ / বাহির ও চলাকালীন সময়ে ব্যবহার্য জিনিসপত্র।
- লোডিং আনলোডিং এরিয়া।
- রপ্তানী পণ্য সংরক্ষণাগার।
প্রসিডিউরাল নিরাপত্তা ঃ
- ইমপোর্ট।
- রপ্তানী।
- আসা যাওয়া মালামালের শর্ট এবং ওভারের রির্পোটিং পদ্ধতি।
- রপ্তানীকৃত কার্গো লোডিং পরিচালনা পলিসি
- রপ্তানীকৃত কার্গো সিল পলিসি
- প্রোডাক্ট ইনট্রিগ্রিটি পলিসি
- পরিচয় পত্র পলিসি
- প্যাকিং করার সময় লক্ষনীয়
- সিকিউরিটির সময় এবং শিপ্ট
- সিকিউরিটির দায়িত্ব হস্তান্তর
- শ্রমিক কর্মচারীদের নিরাপত্তামূলক দায়িত্ব ও কর্তব্য
- সন্দেহজনক/আইন বিরোধী/নিয়ম বহির্ভূত কার্যক্রম সনাক্তকরন পরবর্তী পালনীয় পদক্ষেপ সমূহ
- সিটি পেট সংক্রান্ত তথ্য (প্যাকিং শ্রমিক/কর্মচারীদের)
- থ্রেট সংক্রান্ত তথ্য
- প্যাকিং/লোডিং/আনলোডিং এলাকায় নিরাপত্তারক্ষীর দায়িত্ব ও কর্তব্য
- নিরাপত্তারক্ষীর দায়িত্ব ও কর্তব্য
- আইডি কার্ড/পাঞ্চ কার্ড হারানো নষ্ট / চুরি এবং নতুন করে পাওয়ার পদ্ধতি
- শ্রমিক কর্মচারীদের ইধপশমৎড়ঁহফ চেক পলিসি।
- শ্রমিকদের ব্যক্তিগত দ্রব্যাদি রাখার পলিসি।
- কোম্পানী কর্তৃক শ্রমিকদিগকে দেওয়া এবং যথাস্থানে রাখা দ্রব্যাদির পলিসি
- কোম্পানীর কর্তৃক দেওযা দ্রব্য সামগ্রীর ফেরৎ নেওয়া পলিসি
- মেইল/পার্শ্বেল এবং অন্যান্য ডকুমেন্টন দেওয়া পলিসি
- মেইল/পার্শ্বেল এবং অন্যান্য ডকুমেন্টন নেওয়া পলিসি
- CTPAT Policy বিষয় সমূহ সিসিটিভি
- জরুরী টেলিফোন
- কারখানায় প্রবেশকালীন শ্রমিক কর্মচারীর নিরাপত্তা
- কারখানায় প্রবেশকালীন ভিজটরের নিরাপত্তা
- সরবরাহকারীদের জন্য নিরাপত্তা নীতিমালাপলিসি
- ইনসিডেন্ট পলিসি
- আইটি ঃআইটি ডাটা পলিসি
- ট্রেনিং ঃ
- সনাক্তকরন ঃ
১। ভিজিটর সনাক্তকরণ কার্ডের নমুনা/কার্ড
২। শ্রমিক/কর্মচারীদের কারখানা ও সেকশন সনাক্তকরণ নমুন
সাধারন নিরাপত্তা
- অগ্নি নিরাপত্তা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তা। আর অগ্নি নিরাপত্তার জন্য আমাদের যে সকল বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে সেগুলো হলোঃ
- আপনার মেশিনের বৈদ্যুতিক তারে, আপনার লাইনের টিউব লাইটে যদি কোন সমস্যা হয় তাহলে আপনি নিজে কখনও সেটা ঠিক করতে যাবেন না। কারন এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা করতে গিয়ে আপনি বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হতে পারেন। তাই এসব ব্যাপারে আপনি অবশ্যই আপনার ফ্লোরের দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানদের সাথে যোগাযোগ করবেন।
- সুপ্রিয় শ্রমিক ভাই ও বোনেরা এবং সম্মানিত স্টাফগণ, ফ্লোরের হাউজ কিপিং রক্ষার্থে ও ঠিক রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। ফেøারের হাউজ কিপিং রক্ষার জন্যঃ
- গার্মেন্টস কোন ক্রমেই মেঝের উপর যত্রতত্র রাখা যাবে না। প্রায়ই লক্ষ্য করা যায় যে, আপনারা ফ্লোরের উপর গার্মেন্টস ফেলে কাজ করেন। এ ধরনের কাজ থেকে আপনাদের অবশ্যই বিরত থাকতে হবে। গার্মেন্টস সবসময় সাজিয়ে গুছিয়ে কাজ করতে হবে। ওয়াশিং ফ্লোরের গার্মেন্টস ও স্টোরের ফেবিক্র রোল রাখার জন্য অবশ্যই কাঠের মাচা ব্যবহার করতে হবে।
- ফ্লেরে কোন কাটিং পার্টস ফেলে রেখে কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- সকল এক্রিট রাস্তা এবং আইল মার্কস সব সময় পরিস্কার রাখতে হবে। এক্রিট রাস্তা এবং আইল মার্কস-এর উপর কোন গার্মেন্টস, কাটুন, মেশিন, টেবিল, বক্স ইত্যাদি কিছু রাখা যাবে না।
- সকল মেশিন, টেবিল, বক্র ইত্যাদি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোন মশিন, টেবিল, বক্র যেন ফ্লোরের হলুদ দাগ অতিক্রম করে না রাখা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।