Select Page

সাধারন তথ্যাবলী

DRYER মেশিন এর সাধারন তথ্যাবলী সমূহ নিম্নরূপ

Dryer মেশিন যা প্রযুক্তি ও নিরাপত্তা বৈশিষ্টে সর্বাধুনিক মানসম্পন্ন পন্য। মেশিনের প্রস্তুতকারীর পক্ষ থেকে সম্ভ্যব্য সকল সতর্কতা সত্ত্বে ও মেশিনটি যদি অদক্ষ ও  অপ্রশিক্ষিত কর্মচারী দ্বারা পরিচালিত হয়, তবে বিপদের আশাংকা থেকে যায়।
নিম্নে উল্লেখিত সতর্কতামূলক নির্দেশনার সাথে প্রত্যেক কে অবগত হয়ে মেশিন পরিচালনা করতে হবে।

DRYER মেশিন এর বিপদজনক যন্ত্রাংশ সনাক্তকরন

  • Air Line
  • Goas Needle
  •  চাইড্রলিক ওয়েট লিফটার দিয়ে ফ্ল্যাট ট্রলি স্থানান্তর।

বৈদ্যুুতিক সংযোগ সম্পর্কিত সতর্কতাবলী

প্রথমে Distribution panel থেকে Electrical power on করতে হবে। এখানে লক্ষনীয় যে,Distribution panel switch on  করার আগে panel এর সামনের  Rubber felt অথবা বিদ্যুৎ অপরিবাহী কিছুর উপর দাড়িয়ে switch on করতে হবে। অত:পর মেশিনের  Main switch on করে কাজ  শুরু করতে হবে।

Fabric Loading এর সময় সতর্কতাবলী

DRYER মেশিন এ Fabric feed  এর সময় Feeding Roller এর মধ্যে হাত প্রবেশ না করে তাহা  সতর্কতা সহিত অবলম্বন করিতে হবে।

 Emergency  সময়ে করনীয়

যদি মেশিন চালু অবস্থায় কোন দুর্ঘটনা ঘটে এবং কোন অসংগতি পরিলক্ষিত হলে Emargincy Switch চাপতে হবে এবং সংগে সংগে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাতে হবে।

 হাইড্রলিক ওয়েট লিফটার ও Fabric হতে সাবধানতা

হাইড্রলিক ওয়েট লিফটার দিয়ে  ফ্ল্যাট ট্রলি টেনে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন লিফটার চাকার মধ্যে পা ঢুকে না যায় এবং ফ্ল্যাট ট্রলি নামানোর সময় ফ্ল্যাট ট্রলির নিচে পা চাপা না পড়ে এবং Fabric ট্রলি স্থানান্তর করার সময় হাত বা পা চাপা না পড়ে।

উপসংহার

মেশিনের আশে পাশে যাতে ময়লা আবর্জনা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, বাইরে থেকে পানি দিয়ে মেশিন পরিস্কারের সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে Electrical Parts  পানির সংর্স্পশে না আসে। মেশিন থেকে  Fabric Round Trolley  তে Unload করার পর Trolley টেনে অন্য জায়গায় নেওয়ার সময় বিশেষভাবে সতর্কতা প্রয়োজন, যাতে Moving Trolley র চাকার নিচে পা না পড়ে।