ISO 9001:2000
পোশাক শিল্পে কিভাবে ISO 9001:2000 সার্টিফিকেট অর্জন করতে হয় – এর অপর নাম হচ্ছে Quality Management System কায়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও প্রডাকশনের উন্নয়নের জন্য ওঝঙ ৯০০১:২০০০ গুরুত্ত্ব অপরিসীম। এই সার্টিফিকেট এর মূল কথা হচ্ছে যে কোন কাজই করা হোক না কেন তা হতে হবে লিখিত বা ডকুমেন্টেড এবং কাজ হতে হবে সুশৃংখল বা নিয়মতান্ত্রিকভাবে এবং নিজের কাজ বা দায়িত্ব সর্ম্পকে পরিস্কার ধারণা থাকতে হবে।
International Organization of Standardization
ISO 9001:2000 বা Quality Objective I Quality Policy প্রতিষ্ঠানের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জানা থাকা আবশ্যকীয়। নিম্নে উল্লেখ Quality Objective ও Quality Policy করা হলঃ-
গুনগত মানের লক্ষ্যঃ আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় সাধন করে নিশ্চিত করা হয় আমাদের গার্মেন্টসের গুনগত মান এবং আমাদের মূল লক্ষ্য হল সুলভ (প্রতিযোগিতা মূলক) মূল্যে ক্রেতার চাহিদা অনুযায়ী মান সম্পন্ন গার্মন্টস উৎপাদন করা এবং প্রতি বছর ধীরে ধীরে অল্টার রিজেক্ট ইত্যাদির পরিমান কমিয়ে আনা এবং প্রডাকটিভিটি বা উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
Education/Training/Awareness
এর নিরাপত্তা নিশ্চিত করতে কর্মরত সকল সিকিউরিটি ও এর পাশাপাশি সকল Employee-র Security Plant, Policy And Procedure সম্পর্কে সম্মক জ্ঞান ও ধারনা থাকা প্রয়োজন। তাই সকলকে Security Procedure I C-TPAT Compliance সংক্রান্ত সকল বিষয়ে ধারনা দেওযার জন্য বিভিন্ন বিষয়ে Education/ Training/Awareness এর ব্যবস্থা করা হয় এর মধ্যে নিুলিখিত ট্রেনিং গুলো উল্লেখ যোগ্য-
- Security Training for Security Guards .
- Security Awareness Training program for all Employees.
- Orientation Training Program for New Employees.
- Periodic Refresh & Update Security Training Program for Security Guards
- Computer Security
- Shipment Procedures .
- Internal conspiracy
গুনগত মানের নীতি
গুনগতমান ঃ আমাদের প্রতিটি পন্য গুনগত মানসম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন।
প্রতিজ্ঞাবদ্ধ ঃ গুনগত মানসম্পন্ন গার্মেন্টস উৎপাদনের জন্য দক্ষ জনশক্তি ও সুন্দর কার্য পরিবেশ গড়ে তোলাই আমাদের সংকল্প।
নির্ভরশীলতা ঃ– উন্নত প্রযুক্তির উৎপাদন ব্যবস্থা, দক্ষ মার্চেন্ডাইজিং এবং সঠিক সময়ে শিপমেন্ট নিশ্চিত করে আমাদের উপর নির্ভর করা যায়।
ক্রেতার সন্তুষ্টি ঃ– ক্রেতার সন্তুষ্টি প্রমান করে আমাদের পণ্যের গুনগত মান।
ক্রমাগতউন্নয়ন ঃ– সময়ের সাথে উন্নত প্রযুক্তির সমন্বয় সাধন করে উন্নয়ন ব্যবস্থাপনার মাধ্যমে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের পর্যায়ক্রমিক উন্নয়ন সাধন।
পরিবেশগত সচেনতা ঃ– দূষণমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমাদের প্রয়াস অপরিসীম।
সামাজিক দায়বদ্ধতা ঃ -দেশীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে শ্রমিক কল্যাণ এবং সামাজিক কর্মকান্ডে আমরা সদা জাগ্রত।