Manufacturing Guideline For Sewing Section
- কাজ শুরু করার আগে PP Metting করতে হবে।
- PP Metting এর Record লিখিত আকারে থাকতে হবে।
- Trail Quantity Sewing শেষ হওয়ার পরে দায়িত্বরত Quality Controller / APM / PM /In charge Trail Quantity গুলোকে সঠিকভাবে Analyses করবে এবং Record রাখবে।
- Special Country যেমন ঃt US, CA,CN, ME, Sewing করার ক্ষেত্রে লাইনে উক্ত কান্ট্রির পতাকা লাইনে Input এবং Output এ ঝুলিয়ে রাখতে হবে এবং কান্ট্রির পতাকাসহ Bundle Pass করতে হবে যাতে সকল অপারেটর জানতে পারে যে, , Special কান্ট্রির Production চলতেছে।
- গুরুত্বপূর্ন Process Mockup লাগাতে হবে।
- Join Stitch ১ ইঞ্চি হবে।
- Stitch ১২/১৩ হবে।
- Overlock গাইড লাগাতে হবে।
- উল্লোখিত PP Metting এ সম্ভ্যব্য সমস্যা নিয়ে Production/Quality Team কে যথেষ্ট পরিমান সতর্ক থাকতে হবে এবং প্রতিষোধক ব্যবস্থা গ্রহন করতে হবে।
- নতুন Style শুরু কারার আগে Trail Cutting এবং Trail Sewing করতে হবে।
- Machine Tension Adjust থাকতে হবে।
- যেখানে Size Label Joint করবে সেখানে একই Size Label থাকতে হবে বাকি Size সুপাভাইজার এর কাছে থাকবে।
- যেখানে Care Label Joint করবে সেখানে একই Order এবং এক কালার Label থাকতে হবে।
- কাটিং নাম্বার ইষ্টিকার Matching করে বিভিন্ন Part Joint করতে হবে।
- প্রথম আউটপুট হওয়া গামেন্টস Counter Sample এর সাথে অবশ্যই মিলাতে হবে।
- প্রত্যেক লাইনে D/C Counter Sample থাকতে হবে এবং সাথেPP Metting Sheet ,Counter Comments , Art Work , M-List , Trim Card থাকবে।
- দায়িত্বরত Quality Controller/Manager কে Process Control সম্পর্কে জানতে হবে এবংProcess Control Record রাখতে হবে।
- প্রতিদিন মেশিন পরিস্কার করতে হবে এবং Record রাখতে হবে।
- Country Sticker সহ Finishing এ পাঠাতে হবে।
- Measurement Tape অবশ্যই Calibration করা থাকতে হবে।
- ME Country তে ME Label লাগাতে হবে।
- CA, US Country Made In Bangladesh /EN Fabric In Bangladesh এবং only for CA (Canada) Name Label এর পরিবর্তে Name/Nom Label লাগাতে হবে।
- Drawstring Lenth Check (US,CA,CN,-7.5CM Others Country -14CM) হবে।
- Hood Item হলে GB Country Drawstring হবে না।
- Broken Needle Policy সর্ম্পকে সবাইকে অবহিত করতে হবে এবং সঠিকভাবে তা Maintain করতে হবে।
- Broken Needle Policy কেন করা হয়েছে,কেন এটি এত গুরুত্বপূর্ন তা অবশ্যই সকল অপারেটরদের জানতে হবে।
- প্রতিদিন Line Wise Inline Report করতে হবে ।
- Daily/Weekly মেশিন Maintenance Record রাখতে হবে।
- Uncut এবং Loose Thread Major Defect হিসাবে গন্য হবে।
- Organic Order হলে Organic Board লাইনে লাগাতে হবে।
- L.O.G.G. Garments হলে ১০০% 100% Wash করতে হবে।
- যদি কোন Garments (Aplick/EMb.) থাকে তাহলে Exclusive Of Decoration হবে।
- GB Country তে ৪৪-৬২Country এ Fire Label হবে। ইহা Night Wear এ Baby ,Children Adult,-All Size এ Fire Label হবে।Set এর ক্ষেত্রে Top এবং Bottom উভয় Body তে Fire Label হবে।
- যদি কোন স্টাইলে এ Top এবং Bottom এক সাথে থাকে তবে Care Label এ “Sold as Set” লেখা থাকবে।
- কাটার এবং সিজার বেধে কাজ করতে হবে।
- ৯২-১৭০ Size পর্যন্ত Name Label হবে।
- ৬২-৮৬ পর্যন্ত Size থাকলে কোন Name Label হবে না।
- সব ধরনের Accessories Joint করার আগে চেক করে নিতে হবে।
- Button এবং Bow থাকলে Pull Test করতে হবে।
- Children Night Wear এর ক্ষেত্রে কোন Name Label হবে না।
- Neck Extended Measurements Short এর কোন Garments কখনই QC Pass করা যাবে না।
- Production শুরু হওয়ার আগে Cut Panel Measurement করতে হবে।
Related