Hand Dryer-1
- M/c Switch এর (।।) নং দাগে সবসময় চালাতে হবে। (।।।) নং দাগে চালানো যাবে না
- SAMPLE HAND DRYER শুকানোর পর অবশ্যই Switch off (বন্ধ) করে রাখতে হবে।
- গরম অবস্থায় Dryer এর Nozzel এর শরীরের সংস্পর্শে যেন না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।
- Dryer এর Nozzel কোন অবস্থাতেই দেয়ালের সাথে ঘষাঘষি করা যাবে না।
- SAMPLE HAND DRAYER যেন কোন অবস্থাতেই নিচে (Floor) না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
- Hand Dryer-2:- (Digital)
- M/c Switch on/off করে চালাতে হবে। কোন অবস্থাতেই Setting এ হাত দেওয়া যাবে না ।
- Sample শুকানোর পর অবশ্যই Switch off (বন্ধ) করে রাখতে হবে।
- Hand Dryer যেন কোন অবস্থাতেই নিচে (Floor) না পড়ে।
- Hand Dryer এর Nozzel কোন অবস্থাতেই দেয়ালের সাথে ঘষাঘষি করা যাবে না।
- গরম অবস্থায় Dryerএর Nozzel শরীরের সংস্পর্শে যেন না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।
Hand Dryer এ Sample শুকানর নিয়মাবলি
- Sample (Fabric) বেশী বড় আকারের কাটা যাবে না। ছোট করে শুকাইতে হবে।
- Fabric হতে Dryer Nozzel এর দুরত্ব সবার ক্ষেত্রে সমান হতে হবে।(২ইঞ্চি)
- মাঝে মধ্যে Sampleউল্টিয়ে Nozzel এবং এর মাথা নেড়ে চেড়ে সমভাবে শুকাইতে হবে।
নিয়মাবলী
- সুপ্রিয় শ্রমিক ভাই ও বোনেরা এবং সম্মানিত স্টাফগণ, আমাদের এতো বড় ফ্যাক্টরী ক্লিনারদের একার পক্ষে পরিস্কার পরিচ্ছন্ন রাখা কখনও সম্ভব নয়। তাই পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষার্থে আমাদের অবশ্যই ক্লিনারদের সহযোগিতা করতে হবে। আপনাদের প্রত্যেকের লাইন ও কাজের জায়গা যেন পরিস্কার থাকে সে ব্যাপারে সজাগ ও সচেতন হতে হবে। ক্লিনাররা যতই পরিস্কার করুক আপনারা যদি পরিস্কার না রাখেন বা পরিস্কার রাখার ব্যাপারে সহযোগিতা না করেন তাহলে কখনও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে না।
- ফ্লোরে যারা সম্মানিত স্টাফ আছেন, ডব্লিও পি সি, ফার্স্ট এইডার ও ফায়ার ফাইটার আছেন-আপনারা জানেন যে আপনাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম বা পোশাক আছে। তাই আপনারা আপনাদের ইউনিফর্ম পড়ে কাজ করবেন।
- ফ্লোরে যারা গর্ভবতী মহিলা আছেন তাদের সহজেই সনাক্ত করার জন্য আমরা তাদের সবুজ স্কার্ফ দিয়েছি। তাই গর্ভবতী মহিলারা অবশ্যই মাথায় সবুজ স্কার্ফ পড়ে কাজ করবেন।
- সুপ্রিয় শ্রমিক ভাই ও বোনেরা এবং সম্মানিত স্টাফগণ, আপনারা যখন ফ্লোরে কাজ করেন তখন আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য অবশ্যই ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি পড়ে কাজ করতে হবে।
- যারা ফ্লোরে ম্যাকানিক্যাল ইনচার্জ ও ম্যাকানিকস আছেন- আপনারা আপনাদের পর্যবেক্ষণ আরো জোরদার করে প্রত্যেকটি মেশিনের নিরাপত্তা ও নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করবেন।
- মেশিনে কাজ করার সময় আপনারা সবাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারন একটু অসতর্কতার জন্য আপনার জীবনে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।