Select Page

STENTER এ কাপড় চালানোর সময় MACHINE বিরতিহীন ভাবে চালানো

০১. এক ব্যাচ থেকে অন্য ব্যাচ এ কাপড় Feeding এর সময় অবশ্যই Backing / Wastage কাপড় লাগাতে হবে।কোন অবস্থাতে Stenter Machine বন্ধ করে জোড়া স্থানে কাটা যাবেনা।

০২. কাপড়ের Roll to Roll জোড়া দেয়ার সময় অবশ্যই লক্ষ রাখতে হবে যে দুই পাশ সঠিক ভাবে জোড়া দেয়া হয়েছে কিনা।

০৩. যদি কাপড়ের Side এ কাটা, ছেঁড়া থাকে তাহলে Machine এর পেছনে যে থাকবে তাকে Operator কে সঠিক নির্দেশনা দিতে হবে।

০৪. Machine এর Jog Speed বিশেষ প্রয়োজন ছাড়া ব্যাবহার করা যাবেনা। Operator এর বাক্তিগত প্রয়োজনে (পানি পান করতে যাওয়া, টয়লেটে যাওয়া)ইত্তাদির সময় Jog Speed ব্যাবহার করা যাবেনা।

০৫. Machine Operator কে তার নির্দিষ্ট স্থানে দাড়িয়ে দুই পাশের Wheel এর দিকে সঠিক দৃষ্টি রেখে Machine Operate করতে হবে যাতে করে Chain থেকে কাপড় ছেড়ে দিয়ে Machine বন্ধ না হয়ে যায়।

উপরে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে মেনে চলার উদ্দেশ্য হচ্ছে  Fabrics Running অবস্থায় Machine  বন্ধ করা যাবেনা, যদি Running অবস্থায় Machine  বন্ধ হয় তাহলে Fabrics  Running Shade  সহ নানা রকম সমস্যার সৃষ্টি হয়, যা পরবর্তীতে Fabrics Rejection, Rework এর পরিমান বেড়ে যায়, এতে করে প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।তাই Machine Operate এর সময় উপরে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে মেনে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে।

Read This Article in English

 

CAUSE OF STOPPAGE OF STENTER MACHINE DURING PRODUCTION

 

০১. এক ব্যাচ থেকে অন্য ব্যাচ Feeding এর সময় Machine বন্ধ করে নতুন ব্যাচ চালানো হয়।

০২. এক Roll থেকে অন্য Roll Joint এর সময় সঠিক ভাবে সেলাই না হলে Machine বন্ধ হয়।

০৩. Droop Line থেকে যদি দূরে Slit করা হয় তাহলে Machine বন্ধ হয়।

০৪. Dyeing Shade কাটার জন্য অনেক সময় কাটার স্থান Chain থেকে কাপড় ছেড়ে দিয়ে Machine বন্ধ হয়ে যায়।

০৫. একই ব্যাচ এ Dia কম বেশি থাকলে Machine বন্ধ হয়ে যায়।

০৬. Jog Speed ব্যাবহার করার কারনে Machine Speed Slow হয়ে যায়।সাধারনত কাপড় Chain থেকে ছেড়ে দিলে অথবা Operator এর বাক্তিগত প্রয়োজনে (পানি পান করতে যাওয়া, টয়লেটে যাওয়া)ইত্তাদির সময় Jog Speed ব্যাবহার করা হয়।

০৭. ডান পাশের Wheel এর সমস্যা থাকার কারনে Machine বন্ধ হয়ে যায়।

০৮. মাঝে মাঝে Monitor এ “ ALARM PADDER NOT READY “ Alarm এসে পেছনের PADDER বন্ধ হয়ে যায়।

০৯. সর্বোপরি Machine Operator এর  সচেতনতার অভাবে Machine বন্ধ হয়ে যায়।