STENTER MACHINE এ সফেনার দেওয়ার সময় সতর্কতা

STENTER MACHINE সফেনার
STENTER MACHINE এ সফেনার দেওয়ার সময় সতর্কতা

STENTER MACHINE

STENTER MACHINE এ সফেনার দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবেঃ Read This Article in English

  • প্রতিটা নতুন ড্রাম খুলে প্রথমে দেখতে হবে যে, ড্রামের উপরিতলে সর (SKIN FORMATION) পড়েছে কিনা সেটা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে।
  • সর যুক্ত সফেনার কাপড়ে দিলে, কাপড়ে দাগ আসতে পারে।
  • তারপর ড্রামের মধ্যে মগ ঢুকিয়ে দেখতে হবে চাকা বা দানা আছে কিনা।
  • চাকা বা দানা যুক্ত সফেনার কাপড়ে দিলে, কাপড়ে দাগ আসতে পারে।
  • সংক্ষেপে বলতে গেলে, একটা সফেনারের ড্রাম প্রথমে পরীক্ষা করে নিতে হবে সেটা ব্যাবহারের উপযোগী কি না।যদি ব্যাবহারের অনুপযোগী হয় তাহলে সফেনার ডিসল্ভিং এর দায়িত্তপ্রাপ্তদের সাথে যোগাযোগ করে সেটাকে ব্যাবহারের উপযোগী করে নিতে হবে।
  • সফেনার ট্রে তে সফেনার দেওয়ার পরে, সফেনার ট্রে এর সব জায়গায় সমস্বতঃ মিশ্রণ আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে।
  • ট্রে এর একপাশে সফেনার ঘন ও একপাশে পাতলা থাকলে কাপড়ের দুইপাশে দুইরকম শেড অর্থাৎ রানিং শেড আসতে পারে।
  • সফেনার ঢালার সময় খেয়াল রাখতে হবে যাতে কোন অবস্থায় সফেনার সরাসরি কাপড়ের গায়ে না লাগে।কোন প্রকার সফেনারের ফোম ও কাপড়ের গায়ে না লাগে।
  • সফেনার অথবা সফেনারের ফেনা কাপড়ের গায়ে সরাসরি লাগলে, শুকানোর পর সেটা কালার স্পট (দাগে) পরিনত হতে পারে।
  • সফেনার ট্রে তে সফেনার ঘন হয়ে গেলে সেটা সেটা কাপড়ের গা বেয়ে উঠতে থাকলে কাপড়ে ভারটিকাল মার্ক আসতে পারে।সেক্ষেত্রে সফেনার ট্রে তে সফেনারের ঘনত্ব বিশেষভাবে লক্ষণীয়।
  • সফেনার ট্রে তে সফেনারের ঘনত্ব ব্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে। তা নাহলে রোল টু রোল শেড ভেরিয়েশন হতে পারে।
  • সফেনারের মধ্যে এনজাইমের ডাস্ট থাকলে সেটা প্যাডারে চাপ লেগে সাদা সাদা দাগ আসতে পারে, সেজন্য কিছুক্ষণ পর পর এনজাইম ডাস্ট সফেনার ট্রে থেকে তুলে ফেলতে হবে।

Read More in English in another web site

By Mashiur

He is Top Class Digital Marketing Expert in bd based on Google Yahoo Alexa Moz analytics reports.. He is certified IT Professional from Aptech, NCC, New Horizons & Post Graduated from London Metropolitan University (External) in ICT. Cell# +880 1792525354. যোগাযোগ এর জন্য নিম্নে Leave a Reply এ গিয়ে কমেন্টস Comments করুন

Leave a Reply