STRIPPING করার ক্ষেত্রে নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করতে হবেঃ
- হাইড্রজ এমন এক্তি পদার্থ যেটা বাতাশ থেকে ময়েশ্চার (জলীয় বাস্প) শুষে নিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলে অর্থাৎ নিজে ভেঙ্গে যায় এবং তার কর্মক্ষমতা হারায়।
- সেজন্য হাইড্রজ ব্যাবহার যেমন জরুরি তেমনি সংরক্ষণ ও জরুরি। হাইড্রজ ড্রাম থেকে নেওয়ার পর সেটাকে দ্রুত এয়ার টাইট করে রাখতে হবে। ড্রাম এয়ার টাইট করতে বেশি সময় নিলে ময়েশ্চার শুষে নিয়ে, গুনাগুণ নষ্ট হতে পারে।
- প্রথমে যে পাত্রে হাইড্রজ নিতে হবে সেটাকে শুকনা কাপড় দিয়ে ভালভাবে মুছে নিতে হবে যেন পাত্রে কোন প্রকার পানি বা ময়েশ্চার না থাকে। এয়ার টাইট ড্রাম খুলে হাইড্রজ বালতিতে (পাত্রে)নেওয়ার পর দ্রুত ড্রামের ভিতরকার পলিথিন বেধে ড্রামের মুখ বন্ধ করতে হবে।তারপর দ্রুত বালতিকে পলিথিন এবং শুকনা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যাতে বালতির মধ্যে বাইরের বাতাস প্রবেশ করতে না পারে।মনে রাখতে হবে কোন অবস্থায়ই বালতির হাইড্রজ যেন জলীয় বাষ্পের সংস্পর্শে না আসে।
- এখানে একটা কথা বিশেষ ভাবে উল্লেখ্য যে বালতির মুখ কখনও ভেজা কাপড় দিয়ে বন্ধ করা যাবে না।
- স্ট্রিপিং বা মেশিন ক্লিনের সময় হাইড্রজ নির্দিষ্ট সময়ের আগে আনা যাবে না । হাইড্রজ আনার সঙ্গে সঙ্গে এডিশন ট্যাঙ্কির ঠাণ্ডা পানিতে ঢালতে হবে এবং দ্রুত মেশিনের ভিতরে ঢুকাতে হবে।
- স্ট্রিপিং বা মেশিন ক্লিনের সময় হাইড্রজ বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শোষণ করে, যা স্ট্রিপিং বা মেশিন ক্লিনের উদ্দেশ্যকে ব্যাহত করে। সুতরাং স্ট্রিপিং বা মেশিন ক্লিনের সময় মেশিনের ডোর (দরজা)অবশ্যই বন্ধ রাখতে হবে।
- হাইড্রজ যেকোনো ভাবে জলীয় বাষ্পের সংস্পর্শে আসলে, হাইড্রজ এর গুনাগুণ পরিবর্তন করে ফেলবে এবং স্ট্রিপিং বা মেশিন ক্লিনে ভাল কোন ফলাফল পাওয়া যাবে না।
- হাইড্রজ এর ড্রাম যদি জলীয় পরিবেশে রাখা হয় অথবা হাইড্রজ ভেজা কোন চামচ বা হাতা দিয়ে নেওয়া হয় তাহলে ড্রামের মধ্যে ময়েশ্চার (জলীয় বাস্প) প্রবেশ করে হাইড্রজ এর গুনাগুণ নষ্ট করে ফেলে।
- ফ্যাব্রিক স্ট্রিপিং করতে গেলে দুটি বিষয় বিশেষ ভাবে লক্ষণীয়; একটি বিষয় হোল ফ্যাব্রিক ইভেনলি স্ত্রিপিং হয়েছে কি না, অন্যটি হোল স্কাউরিং ব্লিচিং এর পরে পারক্সাইড কিলিং সঠিকভাবে হোয়েছে কী না।
Related