Select Page
রাসায়নিক বর্জ্য এবং কেমিক্যাল কনটেইনার এর অপসারন প্রক্রিয়া

রাসায়নিক বর্জ্য এবং কেমিক্যাল কনটেইনার এর অপসারন প্রক্রিয়া

রাসায়নিক বর্জ্য

রাসায়নিক বর্জ্য এবং কেমিক্যাল কনটেইনার এর অপসারন প্রক্রিয়া. কারখানায় কর্মরত পর্যাপ্ত সংখ্যক পুরুষ ও মহিলা শ্রমিক-কর্মচারীদের সমন্বয়ে পরিবেশ নিয়ন্ত্রন দল গঠন করবেন। কারখানায় উৎপাদন প্রক্রিয়ার ফলে উৎপাদিত কেমিকেল বর্জ্য এবং কেমিকেল মিশ্রিত খালি কন্টেইনার পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এগুলির অপসারন প্রক্রিয়া সঠিকভাবে না হলে কেমিকেল বর্জ্য পরিবেশের সংস্পর্শে অর্থাৎ পানি এবং মাটিকে দূষিত করবে ফলে পরিবেশের ভারসাম্যে হুমকির মুখে পরবে। এজন্য এক্সেসরিজ লিঃ কেমিকেল বর্জ্য এবং কেমিকেল কনটেইনার অপসারনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। …

রাসায়নিক বর্জ্য অপসারন প্রক্রিয়া ঃ

  • কেমিকেল এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে কেমিকেল অপচয় বা কেমিকেল বর্জ্যরে পরিমান কমিয়ে আনতে হবে।
  • পরিবেশ নিয়ন্ত্রন দলের প্রত্যেক সদস্য/সদস্যাকে পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য নিষ্কাশন সহ পরিবেশ নিয়ন্ত্রন সংক্রান্ত অন্যন্য বিষয়ের উপর পর্যাপ্ত প্রশিক্ষন প্রদান করবেন।কেমিকেল বর্জ্যরে অপসারন করার জন্য দ্বায়িত্বপ্রাপ্ত হবেন।
  • কেমিকেল বর্জ্যসমূহকে কেমিকেল কনটেইনারের মধ্যে সংরক্ষন করে ঢেকে রাখতে হবে এবং কন্টেইনারের গায়ে সঠিক লেবেলিং থাকতে হবে।
  • সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কারখানা এলাকার পরিবেশ নিরাপদ, পরিষ্কারক পরিচ্ছন্ন ও ঝুকিমূক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।কেমিকেল বর্জ্যসমূহকে একটি নিরাপদ স্থানে সংরক্ষন করতে হবে।
  • কেমিকেল বর্জ্যসমূহকে চুক্তিপত্র অনুযায়ী কেমিকেল সাপ্লাইয়ারের কাছে রি-সাইক্লিং করার জন্য হস্তান্তর করতে হবে।
  • কেমিকেল বর্জ্যসমূহ হস্তান্তরের পরিমান উল্লেখসহ চালান কপি সংগ্রহ কওে রাখতে হবে।
  • ইটিপির সাথে সংযোগকৃত চৌবাচ্চায় ক্যামিকেলের জন্য ব্যবহৃত খালী ড্রাম গুলো ভাল ভাবে ধৌত করতে হবে। ধৌতকৃত পানি ইটিপিতে পরিশোধন করে নিঃসরণ করতে হবে। ধোয়ার কাজের সাথে সংশ্লিষ্ট কর্মীদের অবশ্যই পিপিই ব্যবহার করতে হবে এবং উক্ত কাজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষন দিতে হবে।
  • নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার পাশাপাশি কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে পরিবেশ নিয়ন্ত্রন ব্যবস্থাপনার উপর সচেতনতা সৃষ্টি করবেন। খালি কনটেইনারগুলি আলাদা করে নির্দিষ্ট স্থানে সংরক্ষন করতে হবে।
  • কেমিকেল কনটেইনারগুলি খোলা আকাশের নিচে না রেখে ছাউনির নিচে গুছিয়ে রাখতে হবে যাতে সরাসরি সুর্যের আলো, বৃষ্টির পানি বা আগুন থেকে দুরে থাকে।
  • নির্দিষ্ট পরিমান কেমিকেল কনটেইনার জমা হওয়ার পর চুক্তি অনুযায়ী. কে সরবারহ করে থাকে এবং উক্ত কোম্পানী রি সাইক্লিং করার পর সঠিকভাবে উক্ত

প্রশিক্ষণঃ

স্বাস্থ্যকর খাবার পানি সরবরাহ, বাতাস প্রবাহ ব্যবস্থা এবং কারখানার অভ্যন্তরের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রনে কার্যকরী ব্যবস্থা গ্রহন করতে হবে।দক্ষ মানব সম্পদ সৃস্টির মাধ্যমে ঠেকসই উন্নয়নকে তরান্বিত করা এবং সমূহ ঝুকি অনেকটাই কমানো  স্বাস্থ্যকর ক্যন্টিন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যকর ক্যন্টিন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শ্রমিক কর্মচারীদের জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন টয়লেট সুবিধা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করবেন। কমিটি সঠিক বর্জ্য নিষ্কাশন পদ্ধতি নিশ্চিত করে কারখানার অভ্যন্তরে ও চারপাশে পরিবেশ সহায়ক অবস্থা বজায় রাখতে সাহায্য করবেন। যায়। পরিবেশ সংরক্ষণ ও তা দূষন হতে রক্ষা করার জন্য দক্ষ ও সচেতন মানব সম্পদের কোন বিকল্প নেই। কর্মক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের ব্যবহার জনিত কারনে কোন ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান যাতে কোন ভাবে ক্ষতি গ্রস্থ না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে অত্র প্রতিষ্ঠান উক্ত বিষয়ের উপর নিয়মিত প্রশিক্ষন প্রদান করে থাকে। এই নীতিমালা বাস্তবায়নে মনিটরিং সবচেয়ে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে। কেমিকেল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগন নিজ নিজ দ্বায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং কেমিকেল ব্যবহারকারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে।

কারখানার বর্জ্য Dirty ব্যবস্থাপনা নীতিমালা গুলো কি কি?

কারখানার বর্জ্য Dirty ব্যবস্থাপনা নীতিমালা গুলো কি কি?

কারখানার বর্জ্য)

বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা

উৎপাদনের নিমিত্তে বা কোন যন্ত্র পরিচালনা/ব্যবহারের নিমিত্তে বা কোন উৎপাদনের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত কার্য্য সম্পাদনের নিমিত্তে বা ব্যবস্থাপনা কার্য্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যবহৃত সকল দ্রব্য কাঁচামাল, আনুসঙ্গিক মালামাল যাহা প্রয়োজনীয়তা হারাইয়াছে/ব্যবহারের যোগ্যতা হারাইয়াছে/গুনাগুণ হারাইয়াছে ইত্যাদি বর্জ্য হিসাবে ধরা হয় বা চিহ্নিত করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্যবসায়িক ক্রমোন্নয়নের সফলতাকে ধরে রাখা। আমরা ব্যবসায়ের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং সামাজিক ও পরিবেশগত নৈতিক  উদ্দেশ্য অর্জনের অঙ্গিকারাবদ্ধ। আমরা আরও অঙ্গিকারাবদ্ধ উহার সমসাময়িক/উপযোগী আইনগত বিষয়ে শ্রদ্ধাশীল হওয়ার। আমরা প্রতিটি কর্মীদেরকে বর্জ্য ব্যবস্থাপনা ও গুরুত্ব সর্ম্পকে সচেতন করে তুলি যাহাতে তাহারা পরিবেশ দূষণ হইতে বিরত থাকে এবং ইহার প্রতিরোধে এবং উন্নতিতে এগিয়ে আসে। পরিবেশগত উন্নয়নের মাধ্যমে পৃথিবীকে আদর্শ আবাস/বাসস্থান উপযোগী করে তোলার জন্য আমরা আমাদের পরিবেশগত নীতিমালা, অভিজ্ঞতা ও যে কোন তথ্য  অংশীদার/সরবরাহকারীদের সাথে ভাগাভাগি করি। …

বর্জ্য সনাক্তকরন

  • মেডিক্যাল বর্জ্য (প্রাথমিক চিকিৎসা)।
  • উৎপাদনের ক্ষেত্র দ্বারা সৃষ্ট বর্জ্য
  • উৎপাদনের মাধ্যমে নিম্নোক্ত বর্জ্য তৈরী হইতে পারে:
  • ওভেন, প্রিন্টিং, নিডল ইত্যাদি সেকশনের উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে।
  • গুদামজাতকরণ, কাটিং ও প্যাকেজিং ইত্যাদি এর প্রক্রিয়ার মাধ্যমে।
  • বাতিল ও অব্যবহৃত কেমিক্যাল এবং অন্যান্য রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে।
  • এছাড়াও বিভিন্ন প্রকার উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে।
  • অন-উৎপাদনশীল বর্জ্য
  • নিম্নরূপভাবে অন-উৎপাদনশীল বর্জ্য তৈরি হইতে পারে
  • সেনিটারী বর্জ্য।
    প্যাকেজিং মেটেরিয়াল (হেংগার, পলিথিন, পেপার ও প্লাষ্টিক জাতীয় দ্রব্য)
  • অফিসে ব্যবহৃত কাগজ, কার্টন, ব্যবহৃত প্রিন্টার/ফটোকপি টোনার, ইত্যাদি।
  • অব্যবহৃত খাদ্য জাতীয়/পচাঁ ফলমুল ইত্যাদি।
  • মেডিকেলে ব্যবহৃত সরঞ্জামাদি, পায়খানা/টয়লেট, রান্নাঘর, লাবরেটরি ইত্যাদিতে সৃষ্ট বর্জ্য।
  • অফিস বা কারখানায় ব্যবহৃত বাতিল কাগজ, নষ্ট টিউব লাইট, ব্যবহৃত বাল্ব, ব্যাটারী, ব্যবহৃত প্রিন্টার/ফটোকপি টোনার, ব্যবহৃত তৈল, গ্রিজ, ব্যবহৃত কেমিকেলের ড্রাম/কনটেইনার, প্যাকেজিং এ ব্যবহৃত কাচাঁমাল ও  কেমিকেল, মেটাল জাতীয় এবং কারীগরি কাজের মাধ্যমে সৃষ্ট বর্জ্য।
  • ব্যবহার অনুপযোগী ফ্লুইড, কেমিক্যাল মেশিন ওয়েল ইত্যাদি।
  • এছাড়াও বিভিন্ন প্রকার অন-উৎপাদনশীল প্রক্রিয়ার মাধ্যর্মে রক্ষণাবেক্ষনের জন্য দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ
  • খাদ্য সামগ্রির বর্জ্য।
    জুট বা কাপড়ের ছাঁট
    বৈদ্যুতিক সরঞ্জামাদির বর্জ্য (ভাঙ্গাঁ টিউবলাইট, ফিউজ টিউব লাইট, পি,ভি,সি পাইপ সুইচ ইত্যাদি)।

বিপদজ্জনক ও ক্ষতিকারক বর্জ্য

বিপদজনক তরল বর্জ্য ঃ  আমাদের কারখানায় স্বল্প মাত্রায় যে সমস্ত বিপদজনক তরল বর্জ্য পদার্থ উৎপাদিত হয় সেগুলি হল-

  • বিভিন্ন ধরনের অব্যবহৃত তৈল, ফ্লুইড যাহা সহজে দাহ্য।
  • ব্যবহৃত মেশিনের তেল
  • ব্যবহৃত মবিল
  • খাবারের বর্জ্য ঃ সকালের টিফিন, দুপুরের লাঞ্চ ও বিকালের টিফিনের সময় কিচেন ও ডাইনিং সেকশনে উৎপাদিত খাবারের উচ্ছিষ্ট বা বর্র্জ্য।
  • মেডিকেল বর্জ্য ঃ মেডিকেলের চিকিৎসার সময় ব্যবহৃত বিভিন্ন উপাদান যেমন- ব্যবহৃত তুলা, ব্যান্ডেজ, সিরিঞ্জ, টেবলেট এর খালি প্যাকেট, খালি বোতল, টিউব, স্যালাইনের খালি প্যাকেট ইত্যাদি।
  • বিভিন্ন ধরনের কেমিক্যাল যাহা শরীরের জন্য ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেমন- থিনার, স্পিরিট, এসিড ইত্যাদি।

বিপদজ্জনক নয় এমন বর্জ্য

অ-বিপদজনক কঠিন বজঃ আমাদের কারখানায় যে সমস্ত  অ-বিপদজনক বর্জ্য পদার্থ উৎপাদিত হয় সেগুলি হল-

  • ভাঙ্গা / ছেঁড়া কার্টুন
  • কাটা কাপড় বা কাপড়ের ছাঁট।
    বৈদ্যুতিক সরঞ্জামাদির বর্জ্য যেমন, ইলেকট্রিক্যালের অব্যবহৃত তার ভাঙ্গাঁ সুইচ, ফিউজ টিউব লাইট, ভাঙ্গাঁ টিউব লাইট, পিভিসি পাইপ ইত্যাদি।
  • নষ্ট পলিথিন
  • কাগজ
  • লেবেল বর্জ্য
  • কক
  • প্যাকেজিং মেটেরিয়াল যেমন হেংগার, পলিথিন, পেপার কার্টুন ইত্যাদি।

বর্জ্য রাখার কন্টেইনার

  • লিকুইড বর্জ্যগুলি কন্টেইনারের মধ্যে রাখা।
  • সেনিটারী বর্জ্যগুলি ঝুড়িতে রাখা (পলিথিনের মধ্যে)।
  • জুট ও অন্যান্য আনুসঙ্গিক দ্রব্যাদি বস্তায় ভরে এবং রেখের মধ্যে রাখা।
  • বৈদ্যুতিক সরঞ্জামগুলি কাঠের বক্সের মধ্যে রাখা।
  • মেডিকেল বর্জ্যগুলি প্লাষ্টিক কন্টেইনার বা প্লাষ্টিক ঝুড়িতে রাখা।

বর্জ্য চিহ্নিতকরন

এক্সেসরিজ লিমিটেড একটি স¦নামধন্য ১০০% রপ্তানীমুখি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। লেবেল প্রস্তুতকালীন সময়ে যে সমস্ত বর্জ্য পদার্থ উৎপাদিত হয় সেগুলি যাতে পরিবেশের  কোন ক্ষতি করতে না পারে সে দিকটি বিশেষ ভাবে বিবেচনা করা হয়। সে জন্য কারখানায় উৎপাদিত বর্জ্যসমুহের ক্ষতিকর দিক বিবেচনা করে বিভিন্নভাবে শ্রেনীবিভক্ত করা হয়েছে এবং বর্জ্যসমুহকে আলাদা আলাদাভাবে বর্জ্য সংরক্ষন এলাকায় যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হচ্ছে। কারখানায় উৎপাদিত বর্জ্যসমুহকে ত ভাবে শ্রেনীবিভাগ করা হয়েছে-

বিপদজনক কঠিন বর্জ্য ঃ  আমাদের কারখানায় যে সমস্ত বিপদজনক বর্জ্য পদার্থ উৎপাদিত হয় সেগুলি হল-

  • খালি রাসায়নিক কন্টেইনার
  • অপচনশীল বর্জ্য।
  • ভাঙ্গা / নষ্ট লাইট
  • ক্ষতিকারক বর্জ্য (শারীরিক ও পরিবেশ)।
  • সহজে জ্বলে বা দাহ্য বর্জ্য।
  • পচনশীল বর্জ্য।
  • পুরোনো কার্টিজ
  • পুরোনো টোনার
  • ওয়েল ফিল্টার
  • ভাঙ্গা কাঁচ
  • প্লাস্টিক
  • পদজ্জনক বর্জ্য।

বর্জ্য গুদামজাতকরন

সংগ্রহ এবং অস্থায়ী গুদামজাতকরণ ঃ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী দ্বারা বিভিন্ন বিভাগ হইতে বর্জ্য সংগ্রহ করা হয়। প্রতিটি বিভাগে বর্জ্য রাখার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট জায়গা করে দেওয়া। সে সকল জায়গা হইতে বর্জ্য সংগ্রহকারী কর্মীরা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট গো-ডাউনে স্থানান্তর করে থাকে। গো-ডাউনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বর্গ বর্জ্যে ধরণ অনুযায়ী আলাদা আলাদা রেজিস্টারে রেকর্ড সংরক্ষণ করেন।

  • লিকুইড বা দাহ্য বর্জ্যগুলিকে আলাদা করে রাখা।
  • ক্ষতিকারক বর্জ্যগুলিকে সম্পূর্ণ আলাদা করে রাখা।
  • বিপদজ্জনক বর্জ্যগুলিকে আলাদা করে রাখা।
  • জুট গুলিকে আলাদা করে রাখা।
  • বৈদ্যুতিক সরঞ্জামাদির বর্জ্যগুলিকে আলাদা করে রাখা।
  • প্লাষ্টিক জাতীয় বর্জ্যগুলিকে আলাদা করে রাখা।

বর্জ্যরে তালিকাকরন

  • রেজিষ্ট্রারের মাধ্যমে রেকর্ড রাখা।
  • তারিখ দেওয়া।
  • নাম্বার দেওয়া।
  • বর্জ্যরে নাম লিখা।
  • সংখ্যা উল্লেখ করা।
  • শ্রেণী উল্লেখ করা।

বর্জ্য অপসারন

  • জুট বর্জ্য যাহারা রিসাইক্লিন করে তাদেরকে দেওয়া হয়।
  • পেপার/কার্টুন ইত্যাদি বর্জ্য যাহারা রিসাইক্লিন করে তাদেরকে দেওয়া হয়।
  • গার, পলিথিন, ইত্যাদি বর্জ্য সাপ্লাইয়ারকে ফেরৎ পাঠানো ব্যবস্থা করা।
  • ইলেকট্রিক্যাল সরঞ্জামাদি সাপ্লাইয়ারকে ফেরৎ পাঠানো ব্যবস্থা করা।
  • সেনিটারী বর্জ্য ও খাদ্য সামগ্রির বর্জ্য সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ডাষ্টবিনে ফেলা ব্যবস্থা করা।

(কারখানার বর্জ্য)