by Mashiur | May 24, 2019 | চাকুরী
প্রোডাকশন ম্যানেজার এর কাজ
প্রোডাকশন ম্যানেজারের কাজের দায়িত্ব ও কর্তব্য কোম্পানীতে কর্মরত কারও সাথে কোন ধরনের খারাপ আচরন করতে যাবে না। কোন ধরনের সমস্যা হলে প্রোডাকশন ম্যানেজার উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন । যদি কোন ধরনের অভিযোগ থাকে তাহলে কল্যান কর্মকর্তার শরনাপন্ন হবেন। কোম্পানী আরোপকৃত যে কোন নতুন নিয়ম কানুন মেনে চলতে হবে। ফ্যাক্টরী ইনচার্জ কর্তৃক প্রদত্ত অন্য যে কোন কাজ করার মানসিকতা আগ্রহ থাকতে হবে। …
- প্রতিদিন সময়মত ফ্যাক্টরীতে প্রবেশ করতে হবে।তার প্রধান দায়িত্ব হচেছ বায়ার এর চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুনগত মানসম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করার লক্ষ্যে প্রোডাকশন ফ্লোরে কর্মরত প্রত্যেক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার কার্যক্রম পরিচালনা করা। একটি স্টাইল অপারেশনে দেওয়ার পর তা সঠিকভাবে তৈরী হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণ এবং কাজ পরিকল্পনা করা এবং সেই অনুযায়ী সমন্বয় সাধন করা।
- জেনারেল ম্যানেজার প্রতিদিন উৎপাদন মিটিং আহবান করা।
- প্রতিটি অপারেশন সম্পন্ন করতে কত সময় লাগবে তা নির্ধারণ করা। প্রতিটি অর্ডার বা স্টাইল-এর জন্য কারখানার ঈধঢ়ধপরঃু কত তা নির্ধারণ করা।
- প্রতিটি অপারেশন-এর শুরুর তারিখ এবং শেষের তারিখ নির্ধারণ করা এবং প্রতিদিন কি পরিমাণ কাজ হবে তার নির্ধারণ করা। কাজের গতি যেন কখনও বাঁধাপ্রাপ্ত না হয় সে জন্য সব সময় ইধপশঁঢ় ওাবহঃড়ৎু-র সরবরাহ পর্যাপ্ত থাকে তা নিশ্চিত করা।
- দৈনিক প্রতি ঘন্টার উৎপাদন সংগ্রহ করা এবং ফ্যাক্টরী ইনচার্জকে অবহিত করা।
- দৈনিক ডিফেক্টেড গার্মেন্টস মনিটরিং রিপোর্ট সংগ্রহ করা ও ফ্যাক্টরী ইনচার্জকে অবহিত করা।
- সবসময় ম্যাটারিয়াল রিসিভ স্ট্যাটাস চেক করা ও এ সংক্রান্ত রিপোর্ট ফ্যাক্টরী ইনচার্জকে অবহিত করা।
- সাইজ সেট গার্মেন্টস্ ফলোআপ সংক্রান্ত রিপোর্ট তৈরী করা।
- অভ্যন্তরীন পি.পি মিটিংয়ের ব্যবস্থা করা।
- দৈনিক কাটিং থেকে চ.ঙ শিট সংগ্রহ করা।
- দৈনিক প্রোডাকশন মনিটরিং করা এবং ফ্যাক্টরী ম্যানেজারকে অবহিত করা।
- দৈনিক ওয়াশ গার্মেন্টস পাঠানো ও গ্রহনের বিষয়টি ফলোআপ করা।
- কাটিং ও ফিনিশিংসহ সাপ্তাহিক প্রোডাকশন রিপোর্ট তৈরী করা।
- স্টাইল ওয়াইজ কাটিং ব্রেকডাউন সংগ্রহ করা কাটিং পরবর্তী সময়ে কাটিং (%) সংগ্রহ করা।
- প্রতিটি অপারেশন সম্পন্ন করতে কতজন অপারটের এবং হেলপার লাগবে তা ক্যালকুলেশন করে বের করা। উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন জনশক্তি, প্রক্রিয়া, যন্ত্রপাতি ইত্যাদির সঠিক ব্যব¯হাপনা করা এবং কাটিং, সুইং এবং ফিনিশিং এই তিনটি বিভাগের মধ্যে কাজের সমন্বয় সাধন করা এবং তাদের কার্যাবলী সর্বদা তদারকি করা।
- মাসিক প্রোডাকশন মিটিং আহবান করা। বায়ার এর ইচছানুযায়ী পণ্যের গুনগত মান উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে সকলের সাথে আলোচনা করা এবং সেই অনুযায়ী পণ্য উৎপাদন তদারকি করা।
- মান নিয়ন্ত্রন বিভাগের সাথে উৎপাদন বিভাগের কাজের সমন্বয় সাধন করা। প্রতিদিনের প্রোডাকশন রিপোর্ট যাচাই এবং সংরক্ষন করা।
- মাসিক প্রোডাকশন রিপোর্ট তৈরী করা। এ, পি, এম থেকে শুরু করে হেলপার পর্যন্ত সকলকে নিয়ন্ত্রন করা।
- প্রোডাকশন ফ্লোরে কর্মরত শ্রমিকদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত প্রশিক্ষন বা অন্নান্য শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহনের সুযোগ করে দেয়া।
- স্টাইল ক্লোজিং রিপোর্ট তৈরী করা। প্রতিটি অপারেটরের ব্যক্তিগত পারফরমেন্স ( নৈপূণ্য ) মূল্যায়ন করা।
- প্রোডাকশন ম্যানেজারের কাজের দায়িত্ব ও কর্তব্য এর নিয়ম-কানুনগুলো যেন ভালভাবে মেনে চলা যায় সে ব্যাপারে ফ্লোরের সবাইকে উদ্বুদ্ধ করা এবং নিশ্চিত করা।
- দৈনিক উৎপাদন বিশ্লেষণ এবং উৎপাদন রিপোর্ট তৈরী করা। শৃঙ্খলা রক্ষার্থে শ্রম ও শিল্প আইনের বিধিমালা অনুসরন করা।এছাড়া আরও পড়তে পারেন
পরিশেষ
প্রোডাকশন ম্যানেজারের কাজের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদাকৃত পরিমান ও মানসম্পন্ন প্রোডাক্ট তৈরী করে শিপমেন্টের জন্য প্রস্তুত রাখতে একজন প্রোডাকশন ম্যানেজার কোম্পানির কাছে দায়বদ্ধ।
by Mashiur | May 24, 2019 | চাকুরী
অ্যাসিসটেন্ট প্রোডাকশন ম্যানেজার এর কাজ
অ্যাসিসটেন্ট প্রোডাকশন ম্যানেজার এর কাজের দায়িত্ব মেইক সেকশনের ইনচার্জের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা। প্রতিটি প্রসেস্ মনিটরিং করা এবং যদি কোন প্রসেসে টার্গেট পূরণে ব্যর্থ হয় তাহলে উক্ত অপারেটরের সাথে কথা বলা এবং টার্গেট রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। স্টোর থেকে স্টাইল/ অর্ডার অনুযায়ী সকল প্রকার একসেসরিজ সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্মীদের সরবরাহ করা এবং হিসাব রাখা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য নির্দিষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ করা।
- টারগেট ডেট ও টারগেট পরিমান অনুযায়ী গুনগতমান সম্পন্ন পোশাক উৎপান করার উদ্দেশ্যে প্রোডাকশন ফ্লোর গতিশীল রাখা। কন্ট্রোল করা ও লাইন ব্যালেন্সিং করা।
- শ্রমিক সংখ্যা এবং এস.এম.ভি অনুযায়ী ফ্যাক্টরী ম্যানেজার কর্তৃক প্রদত্ত প্রোডাকশন টার্গেট সঠিক সময়ে পুরণ করা। তিনি তার কাজের জন্য প্রোডাকসান ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার এর নিকট জবাবদিহি করবেন।
- সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে মেশিন লেআউট প্ল্যান সঠিক কিনা নিশ্চিত করা।
- সঠিক সময়ে কাটিং ও মেক সেকশন থেকে ইনপুট পাওয়া যাচ্ছে কি না সেদিকে খেয়াল রাখা প্রয়োজনে ইনপুট এর জন্য কাটিং ও
- প্রতি ঘন্টার প্রোডাকশন সংগ্রহ করা এবং সংশ্লিস্ট প্রোডাকশন ম্যানেজারকে অবহিত করা।
- লাইনের সকল প্রকার অসংগতি সম্পর্কে প্রোডাকশন ম্যানেজারকে অবহিত করা।
- প্রি প্রোডাকশন মিটিংয়ে উপস্থিত থাকা।
- পরবর্তী স্টাইলের পেপার লে-আউট তৈরী করা এবং সংশ্লিষ্ট বিভাগকে (যেমন: মেইন্টেনেন্স, স্টোর, কাটিং এবং প্যাটার্ন) অবগত করা।
- মানসম্মত গার্মেন্টস তৈরী করা। উৎপাদন চলাকালীণ সময়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের প্রতি সজাগ দৃষ্টি রাখা।
- প্রেডিাকশন সিডিউল এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।
- নির্দিষ্ট অর্ডার এর কাজ শুরু হওয়ার পূর্বে প্রোডাকশন কো-অর্ডিনেটর এর কাছ থেকে অর্ডার শীট, অনুমোদিত সোয়াচ কার্ড সহ প্রয়োজনীয় প্রোডাক্ট প্যাকেজ সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট সেকশনে এর কপি পৌছানোর ব্যবস্থা করা।
- উৎপাদনের ক্ষেত্রে নীতি ও কৌশল গ্রহন এবং সর্ব ক্ষেত্রে যতদুর সম্ভব ব্যয় সংকোচ করার চেষ্টা করা যাতে করে চৎড়ফঁপঃরড়হ পড়ংঃ / চপং নিয়ন্ত্রনে থাকে।
- কাজের গতি যেন কখনও বাঁধাপ্রাপ্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা।
- মান নিয়ন্ত্রন বজায় রেখে কাজ করা এবং মান নিয়ন্ত্রন বিভাগের সাথে উৎপাদন বিভাগের কাজের সমন্বয় সাধন করা।
- প্রতিটি মেশিনের প্রয়োজনীয় গাইড, ফোল্ডার, নিডেল ইত্যাদি নিজ সংগ্রহে রাখা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা।
- প্রতিটি স্টাইলের প্রয়োজনীয় মেশিন, গাইড, ও ফোল্ডার সম্পর্কে ম্যাইনটেনেন্স ম্যানেজারকে অবহিত করা।
- কোন মেশিনের সমস্যা হলে যথাসময়ে মেইনটেন্যান্সকে অবহিত করা এবং দ্রুত সারানোর ব্যবস্থা করা।
- সপ্তাহে ১ বার লাইনের সকলের সাথে প্রডাকশন ও কোম্পানীর বিভিন্ন নীতিমালা সংক্রান্ত ব্যাপারে মিটিং করা।
- স্টাইল চেঞ্জওভার করার সময় দ্রুত লে-আউট করা যাতে প্রোডাকশনে কোন প্রকার ঘাটতি না হয়।
- প্রতিটি প্রসেসের সিরিয়াল নম্বর ঠিক আছে কিনা তা নিশ্চিত করা।
- প্রতিটি প্রসেসে পর্যাপ্ত কাজ আছে কিনা তা চেক করা এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
- রিজেক্ট বডি রিপেয়ার করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
- প্রতিদিন মেশিন পরিস্কার করার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করা।
- সময়মত কিউ সি টেবিল ও ফিনিশিং সেকশন থেকে আসা অল্টার বডি প্রসেস অনুযায়ী সংশ্লিষ্ট অপারেটর দিয়ে সেগুলো সারিয়ে
- সময়মত কিউ.সি টেবিল ও ফিনিশিং সেকশনে পৌছে দেয়ার কাজ তদারকী করা । প্রোডাকশন ফ্লোরে কর্মরত শ্রমিকদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত প্রশিক্ষন বা অন্যান্য শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহনের সুযোগ করে দেয়া।
- কোম্পানীর বৃহত্তর স্বার্থে/ প্রয়োজনে গ্রুপভুক্ত যেকোন প্রতিষ্ঠানে স্থানান্তর/ বদলী করলে তা মানতে হবে।শৃঙ্খলা রক্ষার্থে শ্রম ও শিল্প আইনের বিধিমালা অনুসরন করা।
- অ্যাসিসটেন্ট প্রোডাকশন ম্যানেজারএর নিয়ম-কানুনগুলো যেন ভালভাবে মেনে চলা যায় সে ব্যাপারে ফ্লোরের সবাইকে উদ্বুদ্ধ করা এবং নিশ্চিত করা। শৃঙ্খলা রক্ষার্থে শ্রম ও শিল্প আইনের বিধিমালা অনুসরন করা
- দৈনিক শার্প টুলস ইস্যু সঠিকভাবে হচ্ছে কিনা এবং এর নির্ধারিত রেজিষ্টার দৈনিক হালনাগাদ হচ্ছে কিনা তা মনিটরিং করা।
- আর. এন্ড. ডি ডিপার্টমেন্ট কর্তৃক প্রদত্ত অপারেটরের ক্যাপাসিটি অনুযায়ী কাজ করার জন্য প্রত্যেককে সচেতন করা ও বাস্তবায়নে করা।
- সংক্রান্তীয় নীতিমালা পালন ও বাস্তবায়নে কঠোর ভুমিকা রাখা।
- ঠিক রাখার ব্যাপারে অগ্রণী ভুমিকা পালন করা, অপ্রয়োজনীয় কোন জিনিষ ফ্লোরের ভিতরে না রাখার ব্যাপরে সার্বক্ষনিক নজর রাখা।
পরিশেষ
অ্যাসিসটেন্ট প্রোডাকশন ম্যানেজারের কাজের দায়িত্ব ও কর্তব্য যে কোন বিষয়ে সময়োপযোগী দ্রুত সিদ্ধান্ত গ্রহন করার প্রয়োজনে প্রোডাকশন ম্যানেজারের পরামর্শ নেয়া। প্রতিদিন কাজ শেষে অপারেটরগণ তাদের মেশিন পরিষ্কার করে কিনা ও মেশিন ঢেকে রাখে কিনা তা মনিটরিং করা। কোম্পানী আরোপকৃত যে কোন নতুন নিয়ম কানুন মেনে চলতে হবে। ফ্লোর ম্যানেজার ও ফ্যাক্টরী ইনচার্জ কর্তৃক প্রদত্ত অন্য যে কোন কাজ করার মানসিকতা ও আগ্রহ থাকতে হবে।