Select Page
শিল্প বর্জ্য এর তালিকা ও মিটিগেশনবৃদ্ধিকরণের উপায়সমূহ

শিল্প বর্জ্য এর তালিকা ও মিটিগেশনবৃদ্ধিকরণের উপায়সমূহ

শিল্প বর্জ্য এর তালিকা ও মিটিগেশন উপায়সমূহ

শিল্প বর্জ্য -AUTO নীটওয়্যার লিঃ একটি ১০০%রপ্তানী মূখী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার কর্মক্ষেত্রের সকল দিকে আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করার চেষ্টা করে। পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে  AUTO নীটওয়্যার লিঃ কর্তৃপক্ষ সর্বদা স্থানীয় পরিবেশ আইন মেনে কাজ করার চেষ্টা করে এবং যথাসম্ভব সঠিক উপায়ে তার কারখানায় সৃষ্ট সকল ধরনের বর্জ্য পরিত্যাজ্য করে থাকে। …

  • কাঁচ বর্জ্য
  • স্থিতিশীল বর্জ্য (সলিডিফাইড, রাসায়নিক ভাবে ফিক্সড এবং এনক্যাপসুলেটেড বর্জ্য)
  • অজৈব রাসায়নিক বর্জ্য (যেমনঃ আর্সেনিক, কপার, কেডমিয়াম ইত্যাদি)
  • চামড়া বর্জ্য
  • ধাতব বর্জ্য
  • তৈল (যেমনঃ বর্জ্য তেল, তেল/পানি মিশ্রন)
  • জৈব স­াজ
  • জৈব দ্রাবক (যেমনঃ হ্যালোজেনেটেড, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক যৌগ)
  • রং/কালি/পেইন্ট বর্জ্য
  • এসিড বর্জ্য (যেমনঃ হাইড্রোক্লরিক এসিড, সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড ইত্যাদি)
  • ক্ষারীয় বর্জ্য (ক¯িটক সোডা, ক¯িটক পটাশ, ক্ষারীয় ক্লিনার ইত্যাদি)
  • রেজিন/লেটিস/এডহেসিভ
  • রাবার বর্জ্য
  • ¯টাইরোফোম বর্জ্য
  • টেক্সটাইল বর্জ্য
  • অন্যান্য, উল্লেখ করুন
  • এসবেসটস বর্জ্য
  • সিরামিক/খনিজ বর্জ্য
  • দূষিত পাত্র বা ধারক (যে গুলোতে ইতঃপূর্বে রাসায়নিক পদার্থ বা পেইন্ট ইত্যাদি রাখা হয়েছিল)
  • রাসায়নিক সার এবং বালাইনাশক বর্জ্য
  • কাগজ বর্জ্য
  • প্যাথজেনিক বা সংক্রামক বর্জ্য
  • ফার্মাসিউটিক্যাল বর্জ্য
  • প্লা¯িটক বর্জ্য
  • প্ল্যাটিং বর্জ্য
  • পঁচনশীল বর্জ্য (যেমনঃ গ্রীজ ট্রেপের বর্জ্য, প্রাণীজ বর্জ্য)
  • রিয়্যাক্টিভ রাসায়নিক বর্জ্য (যেমনঃ বি®েফারক, রিড্উিসিং এবং অক্সিডাইজিং এজেন্ট)

মিটিগেশন/বৃদ্ধিকরণের উপায়সমূহ

বায়ার কর্তৃক অর্ডারকৃত কাপড়ের শিপমেন্ট শেষে পারিত্যক্ত যে কাপড় থেকে যায় তা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে স্থানীয় সরবরাহকারী/ক্রেতার মাধ্যমে পারিত্যক্ত কাপড় রি-সাইক্লিং এর জন্য পাঠানো হয়।

  • কঠিন বর্জ্য পৃথকীকরণ/সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা করা
  • বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান
  • পরিবেশস¤মতভাবে অপসারণের জন্য নিয়মিত বর্জ্য সংগ্রহ করা
  • ব্যবহƒত লেড-এসিড ব্যাটারী কেবল নির্দিষ্ট ডিলারের কাছে ফেরত দিতে হবে
  • মির উপরিভাগের মাটি নিরাপদ জায়গায় জমা করে রাখা এবং এ মাটির সাহায্যে ভরাটকৃত ভূমির সর্বউপরি ¯তর সৃষ্টি
  • নির্মাণ এলাকায় যতদ্রুত সম্ভব গাছ লাগানো
  • শুকনো মৌসুমে নির্মাণ কাজ করা
  • কাঁচা রা¯তা অথবা উš§ুক্ত মাটি/ভূমিতে নিয়মিত পানি ছিটানো
  • প্রকল্প এলাকা পরিত্যাগের পূর্বে ট্রাক এবং অন্যান্য যন্ত্রপাতি হতে মাটি/কাদা পরি®কার করা
  • ত্রিপল দিয়ে ঢেকে ট্রাকে মালামাল পরিবহন করা
  • নির্মাণ এলাকার চারপার্র্শ্বে অস্থায়ী বেড়া নির্মাণ করা
  • বেরিয়ার নেট স্থাপন
  • সিল্টেশন প্রতিরোধের জন্য অস্থায়ী সিল্ট ট্রেপ স্থাপন/পুকুর খনন
  • ন থেকে দূরে সমতল ভূমিতে স্পয়েল মাটি ¯তুপিকৃত করা
  • স্পয়েল মাটি ভূমি ভরাটের কাজে লাগানো
  • র্যাপ্ত বাফার এলাকার ব্যবস্থা করা
  • বাফার এলাকায় গাছ লাগানো
  • প্রকল্প এলাকার চারদিকে সীমানা প্রাচীর উত্তোলন
  • বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ
  • কার্যকর সেপটিক ট্যাংক ও সোকপিট স্থাপন
  • পয়ঃ বর্জ্যরে জন্য উপযুক্ত বর্জ্য পরিশোধনাগার স্থাপন
  • শিল্প তরল বর্জ্যরে জন্য উপযুক্ত বর্জ্য পরিশোধনাগার স্থাপন
  • বিপদজনক বর্জ্য পরিশোধন করা হবে
  • ইনসিনারেটরে পুড়িয়ে ফেলা হবে
  • সংরক্ষণ করা হবে
  • শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ (যেমনঃ ইনসুলেটর, মাফলার, সাইলেন্সার)
  • শক্তভাবে সিল্ড কন্টেইনার, মাস্কিং এজেন্ট ইত্যাদির ব্যবস্থা করা
  • ¤পন নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ (যেমনঃ শক এবসরবার, ডে¤পার/আইসলেটর, স্প্রিং আইসলেটর)
  • নির্দিষ্ট ডা¤পসাইট অথবা স্যানেটারী ল্যান্ডফিলে কঠিন বর্জ্য অপসারণ
  • নির্মাণ এলাকার ভিতরে অস্থায়ীভাবে বর্জ্য অপসারণ স্থানের ব্যবস্থা করা এবং যথাযথভবে কঠিন বর্জ্য পসারণ করা।
  • পর্যাপ্ত সৌচাগারের ব্যবস্থা করা
  • ঠিকাদার এবং কর্মরত শ্রমিকদের যথাযথ বর্জ্য অপসারণ এবং সেনিট্যাশন মেনে চলার ব্যবস্থা করা
  • লোক নিয়োগের সময় স্থানীয় এলাকাবাসীদের অগ্রাধিকার প্রদান
  • ফ্লোরের সকল ময়লা নির্দিষ্ট ঝুড়িতে ফেলা হয়। উক্ত ঝুড়ি গুলি প্রতিদিন হাইজ কিপার /সুইপার পরিষ্কার করে এবং কারখানার বাইরে নির্দিষ্ট ডাষ্টবিনে ফেলে দেয় যা স্থানীয় সরকার কর্তৃক পরিত্যাজ্য হয়।
বর্জ্য অপসারন চুক্তিপত্র কি? বর্জ্য পরিত্যাজ্য পদ্ধতি কি?

বর্জ্য অপসারন চুক্তিপত্র কি? বর্জ্য পরিত্যাজ্য পদ্ধতি কি?

বর্জ্য অপসারন চুক্তিপত্র

গ্র“প কারখানায় উৎপাদন প্রক্রিয়ার বর্জ্য সহ অন্যান্য যে কোনো  -, প্রকার ময়লা সঠিক উপায়ে অপসারনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ রক্ষায় একটি সুনির্দিষ্ট নীতি অনুসরন করার লক্ষ্যে  মেসার্স এন্টারপ্রইজ  চাষাড়া, নারায়নগঞ্জ্, বাংলাদেশ । এর সাথে চুক্তি সম্পাদন করা । সকল পরিত্যাক্ত বজ্য উপরোক্ত প্রতিষ্ঠানকে প্রদান করা হবে। শর্ত থাকে যে,প্রক্রিয়াজাত করনে পরিবেশের ক্ষতি বা ভারসাম্যের বিষয়ে মেসার্স এন্টারপ্রইজ প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। এর ব্যতিক্রম হইলে চুক্তি বাতিল করা হইবে । …

পানীয়/ তরল বর্জ্য পরিত্যাজ্য পদ্ধতি ঃ

পয়ঃনিষ্কাশনের পানি, ব্যবহৃত খাবার পানি, স্বাভাবিক নিঃষ্কাশনের পানি, ব্যবহৃত ময়লা পানি এবং সেনিটেশনের পানি সুুয়ারেজ লাইনের মাধ্যমে প্রবাহিত করা হয় যা  বর্জ্য অপসারন চুক্তিপত্র উল্লেখ করা হয়েছে।

ডাষ্ট/পরিত্যক্ত খাবার/আবর্জনা/পরিত্যক্ত কাগজ ঃ

এগুলো ফ্লোরে রক্ষিত ডাষ্টবিনে জমা করা হয় এবং দিনশেষে এগুলো  স্থানীয় সরকারের ডাষ্টবিনে ফেলা হয় যা স্থানীয় সরকার ক্লিনার দ্বারা পরিষ্কার করা হয়।

প্লাষ্টিক জাতীয় বর্জ্য পরিত্যাজ্য পদ্ধতি ঃ

খালি ড্রাম/ ব্যবহৃত কনটেইনার/ খালি বোতল/পরিত্যক্ত প্লাষ্টিক এগুলো ফ্লোরের একটি নির্দিষ্ট জায়গায় জমা হয় এবং পরবর্তীতে এগুলোর রি-সাইক্লিং এর জন্য সরবরাহকারী বা সংগ্রহকারীর নিকট পাঠানো হয়।

কাঠ জাতীয় বর্জ্য পরিত্যজ্য পদ্ধতি ঃ

কাঠের ভাঙ্গা বাক্স, ভাঙ্গ টেবিল, চেয়ার, ভাঙ্গা আসবাবপত্র এগুলো প্রথমে মেরামত করা হয়। যেগুলো  মেরামত করা সম্ভব না হয় সেগুলো সাময়িকভাবে স্টোরে জমা করা হয় এবং পরবর্তীতে এগুলো রি-সাইক্লিং এর জন্য প্রস্ততকারকের নিকট বিক্রয় করা হয়।

মেটাল জাতীয় বর্জ্য পরিত্যাজ্য পদ্ধতি ঃ

ভাঙ্গা ইস্ত্রি, ভাঙ্গা রড, অব্যবহৃত মেশিনের যন্ত্রপাতি ,ভাঙ্গা সিজার, কাটার, টেবিল এগুলো প্রথমে মেরামত করা হয়। যেগুলো মেরামত করা সম্ভব না হয় সেগুলো সাময়িকভাবে স্টোরে জমা করা হয় এবং পরবর্তীতে এগুলো রি-সাইক্লিং এর জন্য  প্রস্ততকারকের নিকট বিক্রয় করা হয়।

ওয়েষ্টেজ একসেসরিজ পরিত্যাজ্য পদ্ধতি ঃ

কার্টুন, বাটন, হ্যাঙ্গার, ফেব্রিক, পলি, জিপার ইত্যাদি প্রথমে মেরামত করা হয়। যেগুলো মেরামত করা সম্ভব না হয় সেগুলো সাময়িকভাবে স্টোরে জমা করা হয় এবং পরবর্তীতে এগুলো রি-সাইক্লিং এর জন্য প্রস্ততকারকের নিকট বিক্রয় করা হয় অথবা নির্দিষ্ট স্থানে পুড়িয়ে ফেলা হয়।

বর্জ্য  সমুহ:

কারখানায় উৎপাদন প্রক্রিয়ার বর্জ্য (ঝুট, টুকরা সুতা, টুকরা কাপড়, ব্যবহৃত সুতার কোন্ ও অন্যান্য ময়লা) ,ব্যবহৃত ধাতব  পদার্থ  কাটার, সিজার, সেলাই কাজে ব্যবহৃত নিডল্ সহ অন্যান্য ধাতব পদার্থ ,বৈদ্যুতিক  সরজ্ঞাম যেমন টুকরা তার, ভাঙা বা ফিউজ টিউবলাইট (ঞঁনব ষরমযঃ), ভাঙা সুইচ সহ ব্যবহার অনুপযোগী বৈদ্যুতিক সামগ্রী প্রকার কাঠের  সামগ্রী ভেঙে গেলে বা ব্যবহারের অনুপযোগী ,উৎপাদন ফ্লোরে ব্যবহৃত সকল প্রকার কাগজ, কলম, মার্কার, প্লাষ্টিক  সামগ্রী, পলিথিন , কাগজের তৈরী কার্টুন জেনারেটরের পোড়া লুব্রিকেটিং ওয়েল, সেলাই মেশিনে ব্যবহৃত তেল ,ডক্টর রুম ,এ ব্যবহৃত সকল প্রকার সিরিজ সূইচ, ব্যবহৃত বজ্য ইত্যাদি।

সুবিধাজনক স্থানে যথেষ্ট সংখ্যক আবর্জনা ফেলার বাক্র ও পিকদানীর ব্যবস্থা রাখিতে হইবে।

স্বাস্থ্য ও পরিবেশ নীতিমালা

১। বায়ু চলাচল ও তাপমাত্রা ঃ পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা ও স্বাচ্ছন্দবোধ করার মত তাপমাত্রার ব্যবস্থা করিতে হইবে।

২। আলোর ব্যবস্থা  ঃ কাজের ও চলাচলের স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করিতে হইবে যাহাতে চোখে চাপ না পড়ে। জানালার কাঁচ ভিতর ও বাহিরের দিকে পরিষ্কার রাখিতে হইবে।

৩। পান করার পানি ঃ  ব্যবহারের জন্য  সুবিধাজনক স্থানে পর্যাপ্ত পরিমানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করিতে হইবে এবং “পান করার পানি” কথাটি লিখিয়া রাখিতে হইবে যাহাতে চোখে পড়ে।

৪। প্রস্রাবখানা ও পায়খানা ঃ পর্যাপ্ত আলো ও বায়ু চলাচল ব্যবস্থাসম্পন্ন ব্যবহারের জন্য সুবিধাজনক স্থানে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক প্রস্রাবখানা ও পায়খানার ব্যবস্থা করিতে হইবে। এইগুলি যথোপযক্ত  ভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ডিটারজেন্ট বা জীবানুনাশক বা উভয়টি দ্বারা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিতে হইবে।