ওয়ার্ক ইন প্রোসেস ইনভেন্টরি
ওয়ার্ক ইন প্রোসেস ইনভেন্টরি – কোন মেশিন/স্টেশন/প্রসেসের অপারেটরের ইনপুট গ্রহন ও তার আউটপুট প্রদানের ব্যবধান বা পার্থক্যই হল ঐ মেশিন/স্টেশন/প্রসেসের ওয়ার্ক ইন ইনভেন্টরি ডওচ ওহাবহঃড়ৎু যেখানে প্রসেসের কার্যক্রম চলমান হওয়া সত্তেও অউটপুট হতে দেরী হয়।যখন কোন সুইং মেসিনে ব্যবহৃত নিডেল বা সূঁচ ভেঙ্গে যায়, তখন উক্ত ভাঙ্গা নিডেল ব্রোকেন নিডেল রেজিষ্টারে নিয়মিত ভাবে ভাঙ্গা অংশ সহ সংরক্ষন করা হয়। এভাবে ছয় মাস উক্ত ব্রোকেন নিডেল রেজিষ্টারে সংরক্ষন করা হয়। অতঃপর প্রতি ছয় মাস অন্তর উক্ত ভাঙ্গা সুঁচ বা ব্রোকেন নিডেল মেটাল কন্টেইনারে সংরক্ষন করা হয় এবং যখন উক্ত কন্টেইনার পূর্ণ হয়ে যায় তখন উহা রি- সার্কেলার(রি-রোলিং) মিলের কাছে বিক্রি করা হয়।
উদ্যেশ্য:
লাইনের ওয়ার্ক ইন প্রোসেস ইনভেন্টরি কমানো বা কন্ট্রোল করা
প্রসেসের সাইকেল টাইম কমানো
উৎপাদন বৃদ্ধি করা
লাইনের ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বাড়ানো
লাইনের থ্রোপুট টাইম কমানো
লাইনের প্রোডাকশন স্মুথ রাখা
ওয়ার্ক ইন প্রোসেস ইনভেন্টরির কারন:
লাইন ব্যালান্স না হলে
লাইন লে-আউট সঠিক না হলে
মেশিন লে-আউট সঠিক না হলে
ওয়ার্কার প্রয়োজনের তুলনায় অধিক অ্যালাউন্স টাইম ব্যবহার করলে
যোগ্যতা ও কাজের ধরন অনুযায়ী অপারেটর / হেলপার সঠিকভাবে সেট না করলে
অপারেটর / হেলপার তার ক্যপাসিটি অনুযায়ী প্রোডাকশন না দিলে
অপারেটর / হেলপার এন পি টি বেশি ব্যায় করলে
মেশিন ব্রেকডাউন / নষ্ট হলে
অপারেটর / হেলপারের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মোশন দিলে
এক্সেসরিস সঠিক সময় সঠিক যায়গায় না থাকলে
লাইনে মেশিন থেকে মেশিনে ইনপুটের সরবরাহে সামঞ্জস্য না থাকলে
ওয়ার্ক ইন প্রোসেস ইনভেন্টরি কমাতে প্রয়োজনীয় নির্দেশাবলী:
কোন লাইনে ইনভেন্টরি জমেছে কিনা তা দায়ীত্বরত আই.ই প্রতিনিধিকে সবসময় খেয়াল রাখতে হবে।
১ এক বান্ডেল কাট প্যানেলকে স্ট্যান্ডার্ড ওয়ার্ক ইন প্রোসেস হিসেবে গন্য করা হবে।
কোন প্রসেসে স্ট্যান্ডার্ড ওয়ার্ক ইন ইনভেন্টরি বেশী ইনভেন্টরি জমবে না। ইনভেন্টরি জমলে আই.ই প্রতিনিধিকে সাথে সাথে তার কারন দর্শন পূর্বক সমাধান করতে হবে।
সমাধান অবশ্যই আই.ই প্রদত্ত টুলস এবং টেশনিকস যেমন: সঠিক ব্রেকডাউন, লাইন ব্যালান্স ইত্যাদি মধ্যে থেকে করতে হবে।
সুপারভাইজার লাইনের মেশিন থেকে মেশিনে ইনপুট প্রবাহ ঠিক রাখবে এবং প্রতি মেশিনে সবসময় নূন্যতম এক বান্ডেল কাট প্যানেল নিশ্চিৎ করবে।
মেশিন ব্রেকডাউনের সাথে সাথে সুইং মেশিন মেইন্টেনেন্সের নিয়ম / সিস্টেস অনুযায়ী মেইন্টেনেন্স ডিপার্টমেন্টকে তাৎক্ষনিক সমস্যার সমাধান করতে হবে।