Select Page

কাটিং ইনচাজের্র কাজের দায়িত্ব

  • কাজের সার সংক্ষেপ টেকনিকেল ম্যানেজার ও প্রোডাকশন ম্যানেজারের নির্দেশ মোতাবেক উৎপাদন প্রক্রিয়া সক্রিয় রাখতে ফ্লোরে কর্মরত কাটিং অপারেটর এবং সহকারী কাটিং অপারেটরদের এবং ম্যার্কার ম্যানদের কার্যক্রম পরিচালনা করা।
  • কাজের রিপোর্টিং / জবাবদিহিতা টেকনিকেল ম্যানেজার ও প্রোডাকশন ম্যানেজার
  • দায়িত¦ / সতর্কতা ১। ফেব্রিক গ্রহন করা এবং ফ্রেবিক্স কাটিং এ আসার পর ফেব্রিক চেক করানোর ব্যবস্থা করা ( কাপড়ের মধ্যে রিজেক্ট , হোল বা ডায়িংয়ের কোন সমস্যা আছে কিনা)।
  • বায়ার এবং অর্ডারের গুরুত্ব অনুযায়ী সারাদিনের কাজের পরিকল্পনা দিনের শুরুতেই করা এবং কতটুকু কাপড় লাগবে ,কতটুকু মার্কিং করতে হবে তা নির্ধারণ করা।
  • কাটিং ইনচাজের্র কাজ কাটিং মেশিন সর্বোচ্চ কতটুকু কার্যকর উপায়ে ব্যবহার করা যায় এবং ফেব্রিক কতটা ভালভাবে টেবিলে বিছানো যায় সে বিষয়ে তার অধীনস্হতদের প্রশিক্ষণ দেওয়া।
  • দক্ষতার সহিত ফেব্রিক ব্যবহার করা এবং যথাসম্ভব অতিরিক্ত ফেব্রিক কম কাটা এবং সময় মত শর্টলিষ্ট সংশ্লিষ্ট বিভাগে প্রদান করা।
  • অর্ডারের পরিমাণ অনুযায়ী মার্চেন্ডাইজিং বিভাগের দেওয়া ফেব্রিক হিসাব ঠিক আছে কিনা তা পরীক্ষা করা।
  • কাটিং করতে যদি কোন সমস্যার সৃষ্টি হয় এবং তার সমাধান দিতে যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে সাথে সাথে পিএম-টিএমএর সাহায্য নেয়া।
  • কোন অবস্থাতেই যাতে লাইনের কর্মপরিবেশ নষ্ট না হয়, তা নিশ্চিত করা।
  • কাটিং ইনচাজের্র কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ? -এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।