Select Page

কেমিক্যাল ব্যবস্থাপনা কমিটির

কেমিক্যাল ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব হাবিব আলম, সভাপতি, কেমিক্যাল ব্যবস্থাপনা কমিটি, এক্সেসরিজ লিঃ। সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সম্মিলিত আলোচনা ও মতামতের ভিত্তিতে  সিদ্ধান্ত  সমূহ গ্রহন করা হয়-

কেমিক্যাল ক্রয় প্রসঙ্গেঃ

সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন আমাদের সর্ব প্রথম যে বিষটির উপর লক্ষ্য রাখা প্রয়োজন সেটি হলো বায়ারের চাহিদা অনুযায়ী কেমিক্যাল ক্রয় করতে হবে। বায়ার নিষিদ্ধ কেমিক্যাল ক্রয় করা যাবে না। এ ব্যাপারে বেশী ক্রয় বিভাগ (সাপ্লাই চেইন) কে লক্ষ্য রাখতে হবে । কেমিক্যাল ক্রয় এর পূর্বে ল্যাব এর পরামর্শ নিতে হবে এবং কেমিক্যাল ক্রয়ের সময় সরবরাহকারীর নিকট থেকে কেমিক্যাল এর এস ডি এস সংগ্রহ করতে হবে ।

কেমিক্যাল ব্যবহার করা প্রসঙ্গেঃ

সভাপতি মহোদয় আরো বলেন ফ্লোরে কেমিক্যাল ব্যবহার করার সময় আমাদের আরো সাবধান হতে হবে। কেমিক্যাল ব্যবহারের সময় অবশ্যই মাস্ক, গ্লাভস, গামবুট, এপ্রোন ব্যবহার করতে হবে । ফ্লোরে ব্যবহৃত কেমিক্যালের ছোট বড় সকল ধরনের ড্রাম, পাত্র, কন্টেইনারগুলিকে অবশ্যই সেকেন্ডারী পাত্রে রাখতে হবে ।

শ্রমিকদের পি পি ই ব্যবহার নিশ্চিত করা প্রসংঙ্গেঃ

কেমিক্যাল কমিটির অন্যতম সদস্য মো. হাম্নিদ রহমান তার বক্তব্যে বলেন শ্রমিক পি পি ই ব্যবহার নিশ্চিত করার জন্য শ্রমিকদের ট্রেনিং দিতে হবে, ফেøারে গিয়ে তাদেরকে পি পি ই ব্যবহারের গুরুত্ব বুঝাতে হবে । এ ক্ষেত্রে ফ্লোরের সুপারভাইজার, ম্যানেজার সবচেয়ে বেশী ভূমিকা পালন করবে ।

সপ্তাহে অন্তত একবার ফ্লোর ভিজিট করা প্রসংঙ্গেঃ

কেমিক্যাল কমিটির অন্যতম সদস্য মো. নেসার রহমান বলেন সপ্তাহে অন্তত একবার আমাদের কেমিক্যাল কমিটির সদস্যগনকে এক সাথে প্রতিটি ফ্লোরে কেমিক্যাল ব্যবস্থাপনা ও পি পি ই ব্যবহার নিশ্চিত করার জন্য ভিজিট করতে হবে এতে সবার মধ্যে পি পি ই ব্যবহারে আগ্রহ ও কেমিকেল ব্যবহারের সচেতনতা তৈরী হবে ।

সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সকলকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।