Select Page

কোয়ালিটি ইন্সপেক্টর এর কাজের দায়িত্ব

  • নতুন কোন স্টাইল এর কাজ লাইনে আসার পূর্বে উক্ত স্টাইলের সমস্ত কাগজপত্র, সোয়াচ, স্যাম্পল বুঝে নিয়ে তার কোয়ালিটি ইন্সপেকসান করা। এবং একটি তৈরী প্রোডাক্টের গুনগত মান চেক করে নিয়মিত প্রসেসিং রিপোর্ট করা।
  • কোয়ালিটি কন্ট্রোলার/সুপারভাইজার
  • কোয়ালিটি ইন্সপেক্টর উৎপাদিত পণ্যের গুনগত মান চেক করার আগে প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া দরকার
  • অলটার খুঁজে বের করা এবং ঠিক করার জন্য সংশ্লিষ্ট সুপারভাইজারকে অবগত করা।
  • সুইংয়ের আউটপুট লাইন থেকে গুণে নেয়া এবং সিনিয়র কর্মকর্তার কাছে রিপোর্ট করা।
  • লাইনে কাজ করতে কোন সমস্যা হলে সাথে সাথে কোয়ালিটি কন্ট্রোলার / সুপারভাইজারকে জানানো ।
  • ইনে যদি কোর প্রসেস এ অল্টার বেশী হয়, তবে সে ব্যপারে কোয়ালিটি কন্ট্রোলারকে জানানো এবং তার নির্দেশ মোতাবেক কাজ করা ।
  • প্রতিদিন কাজের শেষে সমস্ত কাজের রিপোর্ট করা।
  • নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।