Select Page

নোটিশ ফরম্যাট ১

অটো গার্মেন্টস লিঃ এর সকল ইষ্টাফদের অবগতির নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো যাইতেছে যে আমরা লক্ষ্য করছি যে, অনেকে দেরি করে কর্মস্থলে উপস্থিত হন যদিও সকাল ৮:০০ ঘটিকার মধ্যে কাজে উপস্থিত থাকার নিয়ম।  তাই সকলকে অবশ্যই সকাল ৮:০০ ঘটিকার পূর্বেই কর্মস্থলে ঊপস্থিত থাকার জন্য বলা হইলো। যদি কেহ্ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত দেরিতে কর্মস্থলে উপস্থিত হন তাহলে তাহার বিরুদ্ধে আইনানুযায়ী শা¯িতমুলক ব্যবস্থা গ্রহণ করা হইবে।

সুতরাং ,সকলকে যথাসময়ের পুর্বে  কর্মক্ষেত্রে হাজির থাকার জন্য  নোটিশ প্রদান করা হইল।

ফরম্যাট ২

এতদ্বারা অটো গার্মেন্টস লিমিটেড এর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২৫-০৩-২০১২ইং তারিখ রোজ রবিবার কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক কারখানার সকল কার্যক্রম (বিশেষ ছুটি) বন্ধ থাকিবে। যাহা পরবর্তীতে সমন্ময় করা হবে।

অতএব কারখানার সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে উক্ত নির্দেশ মেনে চলার জন্য নির্দেশ দেওয়া ল।

ধন্যবাদাšেত

নোটিশ ফরম্যাট ৩

অটো গার্মেন্টস লিঃ এর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে,  কোন শ্রমিক মোবাইল ফোন ব্যবহার করতে পারিবে না । সুতরাং এই নোটিশ প্রদানের তারিখ হতে অর্থ্যাৎ আগামী ০৬ সেপ্টেম্বর, ২০১১ ইং তারিখ রোজ মঙ্গলবার থেকে লাইনচীফ, কন্ট্রোলার, ইনচার্জ ,সহকারী অফিসার থেকে উর্দ্ধতন কর্মকর্তা এবং অনুমোদিত স্টাফ ছাড়া কারখানা চলাকালীন সময় অন্য কেহই মোবাইল ফোন  ব্যবহার করতে পারিবে না। উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়া  কাউকে মোবাইল ফোন ব্যবহার করতে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শা¯িতমূলক ব্যবস্থা গ্রহন করা  হইবে।

ধন্যবাদাšেত

ফরম্যাট ৪

এতদ্বারা অটো গার্মেন্টস লিমিটেড এর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে,কারখানা প্রবেশের সময় সকলকে অবশ্যই আই.ডি কার্ড পরিধান করতে হবে এবং যতক্ষন আপনি কারখানায় অবস্থান করিবেন ঠিক ততক্ষন আই.ডি কার্ড পরিধান করে কাজ করতে হবে। আর আই.ডি কার্ড এমনভাবে পরিধান করতে হবে যাতে সহজেই দৃষ্টিগোচর হয়। কারখানা চলাকালীন সময় উর্দ্ধতন কর্মকর্তাগন পরিদর্শনের সময় আই.ডি কার্ড পরিধান ছাড়া কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শা¯িতমূলক ব্যবস্থা গ্রহন করা  হইবে।

উল্লেখ থাকে যে আই.ডি কার্ড পরিধান সবার জন্য প্রযোজ্য (পিএম,এপিএম,থেকে শুরু করে হেলপার পর্যন্ত)

ধন্যবাদান্তে