এতদ্বারা অটো নীট্ওয়্যার ফ্যাক্টরীর সকল শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নৈমিত্তিক ছুটি ভোগ করার পূর্বে অবশ্যই ছুটির ফরম পূরন করে এইচ আর ডি এবং ফ্যাক্টরী ম্যানেজার গন কর্তৃক পাশ করিয়ে যেতে হবে। যদি কেহ এই নিয়ম লঙ্ঘন করে ছুটি ভোগের পর ফরম জমা দেয় তাহলে তার নৈমিত্তিক ছুটি বাতিল বলে গন্য হবে এবং মেডিকেল ছুটির ক্ষেত্রে ছুটি ভোগ করে আসার পর ৭ (সাত) দিনের মধ্যে ছুটির দরখাস্তের সাথে মেডিক্যাল সার্টিফিকেট সহ ছুটি পাশ করাতে হবে। অন্যথায় কোন ছুটির দরখাস্ত জমা নেয়া হবে না। কর্তৃপক্ষ এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে।
বিঃ দ্রঃ বিশেষ জরুরী প্রয়োজনে যদি ছুটি ভোগ করতে হয় সে ক্ষেত্রে সেকশন ইনচার্জ/ ফ্যাক্টরী ইনচার্জকে অবগত করতে হবে।
ছুটির নীতি ও ছুটি নেয়ার পদ্ধতি কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মকর্তা ,কর্মচারী ও শ্রমিকদের জন্য কিছু ছুটির বিধিমালা জানিয়ে দেয়ার জন্য ছুটির নীতি প্রনয়ন করেছে। যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত কারনে কোম্পানীতে নিযোজিত সকল ব্যক্তিবর্গ এখন হতে নিম্নলিখিত ছুটির নীতি অনুযায়ী ছুটির অধিকারগুলো ভোগ করতে পারবে। ছুটির প্রকার ঃ ১) সাপ্তাহিক…
হাজিরা বোনাস নীতি হাজিরা বোনাস নীতি হাজিরা বোনাস নীতি উদ্দেশ্য ঃ অটো গ্র“পের অন্তর্ভুক্ত অটো ক্লোথিং কোঃ লিঃ এ হাজিরা বোনাস প্রদান করা হয়। সময়ানুবর্তিতা এবং নিয়মনীতি সঠিক ভাবে মান্য করার লক্ষে এই বোনাস প্রদান করা হয়। প্রতি মাসে যে সকল শ্রমিক নিয়মিত ভাবে সঠিক সময়ে কারখানায় উপস্থিত হবেন সেই…
ছুটি সংক্রান্ত নিয়মাবলী ১। সরকার কর্তৃক অনুমোদিত সকল শিল্প কারখানায় যেরুপ ছুটি প্রদানের বিধান/নিয়ম রয়েছে গ্র“পের আওতাধীন সকল কারখানায়ও সেই রূপ ছুটি প্রদানের নিয়ম-নীতি প্রচলিত আছে। শ্রমিকগণ যেসব ধরণের ছুটি/সুবিধা ভোগ করতে পারবে তা নিুরূপ ঃ ক) মজুরী সহ বার্ষিক ছুটি খ) পর্ব ছুুটি গ) নৈমিত্তিক ছুটি ঘ) অসুস্থতা জনিত…
Nice post
Amio Tangail Theke likshi. 01817043086