Select Page

প্যাকিং শ্রমিক / কর্মচারীদের নিরাপত্তা

অত্র কারখানায়, শ্রমিক / কর্মচারীদের নিরাপত্তা, কারখানা নিরাপত্তা এবং রপ্তানীমুখী সকল সামগ্রীর নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে নিরাপত্তা সংক্রান্ত তথ্য সম্বন্ধে অবগত হওয়া এবং সেই অনুযায়ী কাজ করা আমাদের কোম্পানীর মূল উদ্দেশ্য। আমরা নিম্নলিখিত বিষয়ের উপর নিরাপত্তা সংক্রান্ত ধারণা এবং সচেতনতা প্রোগ্রাম করে থাকি।

  • কারখানার কর্মস্থলে অবস্থান কালে আইডি কার্ড সব সময় প্রদর্শিত অবস্থায় রাখতে হবে।
  • আইডি কার্ড হারানো বা নষ্ট হয়ে গেলে সাথে সাথে কর্তৃপক্ষের সহিত যোগাযোগ করে নতুন আইডি কার্ড বানিয়ে নিতে হবে।
  • আইডি কোন ক্রমেই হস্তান্তর করা যাবে না।
  • পেকিং সেকশানে কর্মরত সকল প্যাকিং শ্রমিক এর ফটো, নাম, কোড নং প্রদর্শিত অবস্থায় থাকতে হবে।
  • পরিচয়পত্র বা আইডি কার্ড ব্যতিত কাহাকেও দেখা গেলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • পেকিং এরিয়াতে সংরক্ষিত এলাকা এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ঘোষণা করতে হবে।
  • কাহাকেও সন্দেহ হলে বা অস্বাভাবিক আচরণ করলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • কোন শ্রমিক/কর্মচারীকে নাশকতামূলক কর্মকান্ডের সহিত জড়িত হলে বা সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • কোন শ্রমিক/কর্মচারীকে নাশকতামূলক কর্মকান্ডের সহিত জড়িত হলে বা সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • কোন শ্রমিক/কর্মচারী কারখানার ক্ষতিসাধন কাজে জড়িত হলে বা ইচ্ছা প্রকাশ করলে বা সন্দেহ হলে  সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কোন অসৎ উদ্দেশ্য বা ক্ষতি সাধনের জন্য কেহ ভুল তথ্য পরিবেশন পূর্বক কারখানার অভ্যন্তরে ঝগড়া কলহ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে কিনা তাহা কর্তৃপক্ষকে অবগত করা।
  • ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র সন্দেহ হলে অথবা কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কিছু পাওয়া গেলে তাহা কর্তৃপক্ষকে অবহিত করা।
  • নিজ কর্মস্থল ছাড়া অন্য কর্মস্থলে বিনা অনুমতিতে প্রবেশ না করা।
  • নিকটস্থ দরজা বা জানালা দিয়ে কেহ সন্দেহজনক ভাবে উুঁকি ঝুঁকি মারলে কর্তৃপক্ষকে অবগত করা।
  • কোন কারণ ছাড়াই একাধিক লোক দেখলে তাহা কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন দ্রব্য বা যন্ত্র বা মালামাল যদি প্রতিষ্ঠানে কর্মরত বা কর্মরত নহে এমন কোন ব্যক্তি কোন ব্যক্তি প্রতিষ্ঠানের ভিতরে নেওয়ার জন্য নিয়ে আসে তবে সে ক্ষেত্রে বাধা প্রদান করা এবং তৎক্ষনাৎ কর্তৃপক্ষকে অবগত করা।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন ব্যক্তি প্রতিষ্ঠানের ভিতরে দেখলে তাহা কর্তৃপক্ষের গোচরীভূত করা।
  • পেকিং করার সময় যেন কার্টুনের ভিতরে বিস্ফোরক দ্রব্য দেখা মাত্র বা সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কার্টুন ফিনিশড করার পর ছেঁড়া বা পূর্বের সিল টেগের উপরে আর একটি সিলটেগ থাকে বা সন্দেহ হয় তাহা লে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • নির্দিষ্ট কার্টুন ব্যতিত অন্য ধরনের বা অন্য কার্টুন দেখলে তাহা কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন দ্রব্য, প্যাকেট পড়ে থাকতে দেখলে বা সন্দেহ হলে কর্তৃপক্ষের গোচরীভূত করা।
  • শুধুমাত্র কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি ব্যক্তিরাই প্যাকিং এরিয়ায় প্রবেশ করতে পারবে।
  • অনুমতি ছাড়া এবং সংরক্ষিত রেজিষ্টারে লিপিবদ্ধ ছাড়া কোম্পানী কর্তৃক আইডি ছাড়া এবং ভিজিটর কর্তৃক তাদের আইডি বেজ কোন ক্রমেই প্যাকিং এরিয়ায় প্রবেশ করতে পারবেন না। এর ব্যতিক্রম হলে সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • সকল ভিজিটরের আসার সময়, যাওয়ার সময় আসার কারণ এবং আরও কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তাহা রেজিষ্টারে লিপিবদ্ধ করা।
  • প্যাকিং করার সময় কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন বিস্ফোরক দ্রব্য নজরে আসলে তাহা কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কারখানার কোন গুরুত্বপূর্ণ তথ্যাদি বা খবরা খবর বাহিরে বা অন্যত্র পাচার হয়েছে কি না বা পাচারের কাজে জড়িত কি না বা জড়িত থাকার জন্য উৎসাহ দিচ্ছে কিনা এই সব তথ্য সমূহ কর্তৃপক্ষকে সরাসরি জানাতে হবে এবং সরাসরি জানানো সম্ভব না হলে আপনার প্রাপ্ত তথ্য/খবর বা অভিযোগ কারখানায় রক্ষিত অভিযোগ ও পরামর্শ বাক্সে ফেলার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করিতেছে। মনে রাখবেন আপনার প্রতিটি তথ্য আমাদের নিকট অতি মূল্যবান।