Select Page

প্যাকিং অপারেশন প্রসিডিউর

  • প্যাকিং ও এক্সেসরিজ চেক রিপোর্ট
  • নিডল ডিটেক্টর ক্যালিব্রেশন লগ
  • নিডল ডিটেক্টর ক্যালিব্রেশন লগ
  • দুষন নিয়ন্ত্রন রিপোর্ট
  • নিডেল ডিটেকটিং লগ
  • প্যাকিং ও এক্সেসরিজ চেক রিপোর্ট
  • কার্টুন চেক লিস্ট
  • সম্পুর্ন কার্টুন চেক লিস্ট
  • প্যাকিং নিরীক্ষা কাজের সিট
  • স্টোর আবশ্যকতা (এসআর)
  • প্রতিদিনের প্যাকিং রিপোর্ট
  • প্যাকিং লিষ্ট
  • মেটেরিয়াল রিটার্ন চালান
  • চুড়ান্ত তদন্ত রিপোর্ট
  • চুড়ান্ত তদন্ত রিপোর্ট cccc

এ- সেড চেকিং ও সাইজ হিসাবে পোশাক রাখা

ফিনিশিং বিভাগ থেকে পোশাক গ্রহনের পর প্যাকিং ইনচার্জ কিভাবে সেড চেক করতে হবে ও কিভাবে সেড বিচ্ছিন্নকরন প্রক্রিয়া ঘটবে তার জন্য প্যাকিং অপারেটর এর সাথে দেখা করবেন। এক কার্টুনে এক সেড ধারন করতে হবে।এই প্রক্রিয়া সম্পাদন করতে অনুমোদিত সেড ব্যান্ড থাকতে হবে ও অনুসরন করতে হবে।

বি- অনুপাত হিসাবে সেড চেকিং

প্যাকিং লিস্ট অনুসারে দেওয়া সাইজ অনুসারে একটি কার্টুন একটি সেড ধারন করবে তার জন্য প্যাকিং ইনচার্জ দায়ী থাকবেন। প্যাকিং লিস্ট অনুসারে দেওয়া সাইজ অনুসারে একটি কার্টুন একটি সেড ধারন করবে তার জন্য প্যাকিং ইনচার্জ দায়ী থাকবেন।

সি- প্যাকিং ট্রিম সংযুক্ত করা

  • প্যাকিং ইনচার্জ চালানের মাধ্যমে সকল এক্সেসরিজ নিতে দায়ী থাকবেন।
  • ট্রিম কার্ড থাকতে হবে এবং যে কোন ট্রিমে সংযুক্তির পুর্বে প্যাকিং স্যাম্পল অনুমোদিত হতে হবে।
  • এ.কিউ.এ.এম এবং হাউজে কিউ.এ দেওয়া টাগ স্থাপনের জন্য দায়ী থাকবেন এবং পিপি সভা সভার উপর ভিত্তি করে মোড়কী করন পদ্ধতি হবে এবং স্টাইল ফাইল অনুসারে মোড়কী করনের বিবরণ দিতে হবে।
  • সকল ট্রিমসহ মোড়কের অনুমোদতি নমুনা হস্তান্তর করতে এ.কিউ.এ.এম দায়ী থাকবেন।
  • নিশ্চিত হতে ১০০% কোয়ালিটি সিস্টেম স্থাপন করতে হবে।
  • স্টাইল/ রং/ টাগ সাইজ/ দর ও স্থাপনসহ চেক ধারন করবে। সুত্রের জন্য রেফারেন্স ধারন করতে হবে।

ডি- নিডেল ডিটেক্টর মেশিনের মধ্য দিয়ে পোশাক অতিক্রম করানো

  • কাজ শুরুর পুর্বে নিডেল ডিটেক্টর মেশিন সহকারে ৯ পয়েন্ট পদ্ধতি সম্পাদন করতে হবে এবং নিয়মিত বিরতিতে ৩ বার চেক করা প্রয়োজন।
  • ক্রেতার প্রয়োজনের উপর ভিত্তি করে নিডেল ডিটেক্টর মেশিন এর মধ্য দিয়ে ১০০% অতিক্রম করাতে হবে এবং তথ্য নির্দেশের জন্য রেকর্ড রাখতে হবে।
  • যদি কোন পোশাক নিডেল ডিটেক্টর এর মধ্য দিয়ে পাস করানো না হয় তবে তা হ্যান্ড ডিটেক্টর দিয়ে চেক করতে হবে।
  • এবং এরপরও অতিক্রম করা না হলে রেজিস্টারে হালনাগাদ করতে হবে ও বাতিল পোশাক হিসাবে লাল বাক্সে রাখতে হবে, তাছাড়া প্যাকিং ইনচার্জ / প্যাকিং কোয়ালিটি ইনচার্জে হাল নাগাদ করতে হবে।
  • মেশিন অপারেটর paking inchar নিকট উৎপাদন অবস্থা হালনাগাদ করতে দায়ী থাকবেন।

ই- পোশাক ভাজ করা ও পলি ব্যাগ

  • পণ্য নিডেল ডিটেক্টর মেশিন এর মধ্য দিয়ে অতিক্রম করার পর জায়গায় ভাজ করার প্রক্রিয়া এ.কিউ.এ.এম ও কিউ.এ অডিটর কর্তৃক দেওয়া ফোল্ডিং ক্রাইটেরিয়া (ভাজ করার মানদন্ড) অনুসারে সম্পন্ন করতে হবে।
  • ফোল্ডিং স্থাপনের পুর্বে লেগ স্টিকার প্রয়োগ করা প্রয়োজন। যদি কোন লেগ স্টিকার পোশাক ফোল্ডিং এর জন্য না যায়।
  • পোষাক সাইজ টাগ/কালার নিশ্চিত করতে পুনঃ চেক করার প্রক্রিয়া জায়গায় হবে।
  • সকল প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর পোশাক লিষ্ট অনুসারে পলিতে রাখা হবে।

এফ- কার্টুন প্রক্রিয়া

  • ক্রেতার উপর ভিত্তি করে পিও সীট ফিনিশিং ম্যানেজার লিস্ট তৈরী করবেন এবং কার্টুনের পরিমান ও অনুপাত অনুসরন করার জন্য প্যাকিং ইনচার্জ কে প্রদান করা হবে।
  • প্যাকিং লিস্টের উপর ভিত্তি করে প্যাকার (প্যাকেটকারী) কার্টুন তৈরী করবেন এবং কিউ.এ অডিটর ১০০% চেক করবেন।
  • তদন্ত রিপোর্ট তৈরীর জন্য কিউ.এ অডিটর দায়ী থাকবেন এবং এ.কিউ.এ.এম ও প্যাকিং ইনচার্জকে জানাবেন।
  • এই প্রক্রিয়ার পর ফিনিশ কার্টুন কার্টুন গুদামে পিও হিসাবে থাক করে রাখতে হবে।

জি- পুর্ব চুড়ান্ত তদন্ত

  • পিও ভিত্তিতে পুর্ব চুড়ান্ত তদন্ত করার জন্য ইন হাউজ কিউ.এ এর দায়ী থাকবেন এবং রিপোর্ট তৈরী করবেন।
  • যদি আগের চুড়ান্ত তদন্ত ব্যর্থ হয় তবে কিউ.এ ইনচার্জের তদারকির অধীনে আবার পুনঃ চেক করা হবে।
  • সুরক্ষা মুলক পদক্ষেপ তৈরীর জন্য কিউ.এ.এম দায়ী থাকবেন এবং পুনঃ চেকের কারনের জন্য মুল কারন বের করতে সংশ্লিষ্ট সকলের সাথে মিলিত হবেন। ভবিষৎ কর্ম নির্দেশের জন্য রেকর্ড রাখবেন।

এইচ- পাঠানো অব্যাহতি প্রক্রিয়া

  • ক্রেতার তদন্ত কেন্দ্রে পাঠানো মুক্ত করার পুর্বে চুড়ান্ত তদন্ত নিরীক্ষা চালাতে গৃহে কিউ.এ ক্ষমতাযুক্ত ব্যক্তি হবেন।
  • গৃহে কিউ এ তদন্ত টেবিল সাজানোর জন্য দায়ী থাকবেন, তিনি তদন্ত কালে স্যাম্পল/ স্টাইল ফাইল/ মোড়কী করন লিস্ট নিশ্চিত করবেন।
  • তদন্ত সম্পন্ন হওয়ার পর গৃহে কিউ এ কিউ.এ.এম এর সাথে শেয়ার করবেন এবং চুড়ান্ত তদন্ত রিপোর্ট তৈরী করবেন।
  • ক্রেতার মনোনীত ব্যক্তিও তদন্ত করবেন এবং মাল মুক্ত করবেন যদি সরাসরি পাঠানো জন্য কারখানার নির্ধারিত অনুমতি থাকে।
  • তদন্ত কেন্দ্রে পাঠানো মুক্ত করার পুর্বে চুড়ান্ত তদন্ত নিরীক্ষা চালাতে গৃহে কিউ.এ ক্ষমতাযুক্ত ব্যক্তি হবেন।
  • গৃহে কিউ এ তদন্ত টেবিল সাজানোর জন্য দায়ী থাকবেন, তিনি তদন্ত কালে স্যাম্পল/ স্টাইল ফাইল/ প্যাকিং লিস্ট নিশ্চিত করবেন।
  • তদন্ত সম্পন্ন হওয়ার পর গৃহে কিউ এ কিউ.এ.এম এর সাথে শেয়ার করবেন এবং চুড়ান্ত তদন্ত রিপোর্ট তৈরী করবেন।
  • ক্রেতার মনোনীত ব্যক্তিও তদন্ত করবেন এবং মাল মুক্ত করবেন যদি সরাসরি পাঠানো জন্য কারখানার নির্ধারিত অনুমতি থাকে।
  • ক্রেতার তদন্ত কেন্দ্রে পাঠানো মুক্ত করার পুর্বে চুড়ান্ত তদন্ত নিরীক্ষা চালাতে গৃহে কিউ.এ ক্ষমতাযুক্ত ব্যক্তি হবেন।
  • গৃহে কিউ এ তদন্ত টেবিল সাজানোর জন্য দায়ী থাকবেন, তিনি তদন্ত কালে স্যাম্পল/ স্টাইল ফাইল/ প্যাকিং লিস্ট নিশ্চিত করবেন।
  • তদন্ত সম্পন্ন হওয়ার পর গৃহে কিউ এ কিউ.এ.এম এর সাথে শেয়ার করবেন এবং চুড়ান্ত তদন্ত রিপোর্ট তৈরী করবেন।
  • ক্রেতার মনোনীত ব্যক্তিও তদন্ত করবেন এবং মাল মুক্ত করবেন যদি সরাসরি পাঠানো জন্য কারখানার নির্ধারিত অনুমতি থাকে। ফফফ